𝐃𝐈𝐘 এসো নিজে করি// 'কমিউনিটিতে আমার প্রথম ছবি অংকন' [10% ʙᴇɴᴇғɪᴄɪᴀʀɪᴇs ғᴏʀ ᴍʏ ғᴀᴠᴏᴜʀɪᴛᴇ @sʜʏ-ғᴏx🦊]

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু অলাইকুম ওয়া-রহ মাতুল্লাহ। আশা করছি সবাই এই কঠিন পরিস্থিতিতে সুস্থ আছেন। আগেই বলেছি আমি অনেক ভাবুক একটি মেয়ে, আমার মোটিভেশনাল, ফিকশন, গল্প লিখার বেশি আগ্রহ। তবে স্টিমিট আমায় বাধ্য করলো ছবি আঁকতে। আমি আগে অনেক ছবি এঁকেছি, কিন্তু জীবনের ব্যাস্ততায় এসব সখ হারিয়ে গিয়েছিল। এখানে সবার ছবি অংকন দেখে আমি আবার অনুপ্রেরণা এবং সাহস পেয়েছি। অবশেষে খুব সাধারণ একটি ছবি অংকন করলাম, গ্রামের দৃশ্য।

আমি ঢাকা শহরে থাকি, তাই গ্রাম সম্পর্কে খুব বেশি ধারণা নেই৷ কিন্তু মুভি দেখে, গল্পের বই পড়ে মোটামুটি একটি ধারণা পেয়েছি। আজ খুব ভারী কিছু থাকবে না ছবিতে কিন্তু পরবর্তীতে ভালো কিছু অবশ্যই করবো।@amarbanglablog কমিউনিটিতে এটি আমার প্রথম চিত্র অংকন।

20211019_232709-02.jpeg

প্রয়োজনীয় উপকরণঃ

১। একটি অফসেট পেপার
২। পেন্সিল
৩। রাবার
৪। কাটার

চিত্র অংকন এর সম্পূর্ণ প্রক্রিয়াঃ

ধাপ ১ঃ

প্রথমেই পেন্সিল দিয়ে ঘরের দোচালার এবং দেয়ালের ছবি আঁকলাম।

20211019_224725.jpg

20211019_224831.jpg

ধাপ ২ঃ

এরপর ঘরের দরজা, জানালা এবং ভিটি এঁকে ফেললাম।

20211019_224857.jpg

ধাপ ৩ঃ

দোচালা টি কে পেন্সিল এর সাহায্যে হালকা স্কেচ করে নিলাম, যেনো মনে হয় ছন এর চাল।

20211019_224911.jpg

ধাপ ৪ঃ

ঘরের পেছনে একটি কলা গাছ লাগালাম, মানে কলা গাছের পাতার ছবি অংকন করলাম। এবং স্কেচ করে নিলাম পাতা গুলোর মাঝে।

20211019_224919.jpg

20211019_225138.jpg

20211019_214742.jpg

ধাপ ৫ঃ

একটি পানির কুয়া হালকা করে আকলাম এবং সাথে ছোট একটি কলসি ঝুলিয়ে দিলাম। যেনো মনে হয় কুয়া থেকে এই কলসি দিয়ে পানি নিয়ে যায়। কুয়ার আসে পাশে একটু ঘাস এর ছবি অংকন করলাম।

20211019_230603.jpg

20211019_231128.jpg

20211019_231215.jpg

ধাপ ৬ঃ

দেখে বুঝতেই পারছেন গাছ এর বডি অংকন করেছি৷ শিকড় এবং কিছু ডাল পালা একেছি।

20211019_231447.jpg

ধাপ ৭ঃ

গাছের পাতা অংকন করলাম যদিও খুব একটা ভালো ভাবে আকতে পারিনি। এরপর গাছের বডিতে স্কেচ করে নিলাম।

20211019_231614.jpg

20211019_231729.jpg

ধাপ ৮ঃ

এখন একটি খড়ের গাদা ও মটকা অংকন করলাম। যেনো এই অনুভূতি হয় এই বাসার মালিক গরু পালছে হাহা।

20211019_231938.jpg

এরপর পেন্সিল দিয়ে স্কেচ করে নিলাম এবং আসে পাশে হালকা ঘাসের ছোয়া দিলাম।

20211019_232035.jpg

পেছনের ব্যাকগ্রাউন্ড এ দুটো তাল গাছ এর ছবি অংকন করলাম এবং স্তুপ এর মতো একে স্কেচ করে নিয়েছি৷ দেখে যেনো মনে হয় দূরে অনেক গাছ রয়েছে।

20211019_232257.jpg

ধাপ ৯ঃ

নিচের খালি জায়গায় স্কেচ করে নিলাম যেনো মনে হয় একটি উঠানে ঘাস জন্মেছে।

20211019_232515.jpg

ধাপ ১০ঃ

এখন নিজের নাম সাইন করলাম এবং আমার বন্ধু 'পুহ্' (Pooh) এর হাতে দিলাম। সে ধরে আছে আর আমি ছবি তুলেছি। আপনারা হয়তো অনেকেই ওর কার্টুন দেখেছেন।

20211019_232709.jpg

20211019_232737.jpg

20211019_232838.jpg

20211019_232902.jpg

জানিনা আপনাদের এই সামান্য এবং সাধারণ ছবি অংকন কেমন লেগেছে। তবে আরও ভালো করে ছবি অংকন করার অবশ্যই চেস্টা থাকবে আমার। অনেক ভালবাসা এবং দুয়া রইলো সবার জন্য। ধন্যবাদ সবাইকে।

Sort:  

আপনার প্রাকৃতিক দৃশ্য টা খুব সুন্দর হয়েছে। আপনাকে স্বাগতম প্রাকৃতিক দৃশ্য অঙ্কন পটভূমি তুলে ধরার জন‍্য। শুভেচ্ছা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য এর জন্য

 3 years ago 

আপু আপনার ড্রয়িং যে এত সুন্দর তা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার কাছে অনেক অনেক অনেক বেশি ভালো লেগেছে। আপনার ড্রয়িং দেখে মনে হচ্ছে চোখের উপর ভাসছে এমন একটি প্রাকৃতিক দৃশ্য! অনেক বেশি সুন্দর হয়েছে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য এর জন্য 💗

 3 years ago 

আপু ,আপনি আঁকতে পারেন জানা ছিল না।ভীষণ সুন্দর হয়েছে।আপনি গ্রামের সকল কিছুই ফুটিয়ে তুলেছেন।আপনার জন্য শুভকামনা রইলো 💝💝।

 3 years ago 

দিদি মনি আমি অনেক ছবি এঁকেছি আগে। এখন তেমন করিনা। তবে আবার শুরু করবো৷ অসংখ্য ধন্যবাদ 💗💗💗

আপনি আর্ট করতে জানেন এটাতো একটা খুবই ভালো ব্যাপার। তবে আপনার প্রথম আর্টটি অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর গ্রামের প্রাকৃতিক দৃশ্য তুলে ধরেছেন আপনার আর্টে। শুভেচ্ছা ও অভিনন্দন রইল।

 3 years ago 

সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনি খুব সুন্দর করে একটি বাড়ির দৃশ্য অংকন করেছেন।প্রকৃতির অপরুপ সৌন্দর্য ফুটে উঠেছে।
শুভকামনা রইলো আপনার জন্য আপু

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য এর জন্য।

 3 years ago 

প্রথম ছবি অঙ্কন আসলে খুব সুন্দরভাবে পরিবেশন করেছেন এবং আজকের প্রথম অংকন তাও অনেক ভাল ছিল। কালার কম্বিনেশন করলে আরো সুন্দর দেখাবে। অনেক সুন্দর ছিল আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি এত সুন্দর ড্রইং করতে পারেন আগে তো জানা ছিল না!! খুবই সুন্দর ভাবে ড্রয়িং করেছেন তবে আমি ছোটবেলায় এরকম গ্রামের দৃশ্য প্রচুর একেছিলাম। আপনার এই টি অঙ্কন দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল।

 3 years ago 

আমিও অনেক এঁকেছি আগে ভাইয়া কিন্তু এখন সময় পাচ্ছি না৷ তবে আবার শুরু করবো। অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য এর জন্য ভাইয়া।

 3 years ago 

আমার কাছে অনেক অনেক অনেক বেশি ভালো লেগেছে আপনার ড্রয়িং। প্রশংসা পাওয়ার যোগ্য।
আপনার সুন্দর অংকনের জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য এর জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ 😇😇আপু😇😇 সুন্দর মন্তব্য এর জন্য।

 3 years ago 

ওয়াও এতো সুন্দর চিত্র অংকন করছেন। আপনার আঁকা চিত্রটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য

 3 years ago 

বাহ আপু।
আপনি সত্যিই অসাধারণ একটি আর্ট করেছেন ।আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য । আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য আপু।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.032
BTC 60180.31
ETH 3001.45
USDT 1.00
SBD 3.64