'গভীর চিন্তার উপত্যকা'/'𝗩𝗮𝗹𝗹𝗲𝘆 𝗢𝗳 𝗗𝗲𝗲𝗽 𝗧𝗵𝗼𝘂𝗴𝗵𝘁𝘀' [10% Beneficiaries for @shy-fox🦊]

in আমার বাংলা ব্লগ3 years ago

হৃদয়কে বলা কতটা কঠিন যে, সেই মানুষ গুলিকে হৃদয় থেকে বের করে দিন যারা কখনও আমাদের জীবনের একটি অংশ হিসেবে ব্যবহৃত হতো।

এটা এমন যে, আমরা নিজেদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি যে তাদের অস্তিত্ব আমাদের জীবনে বিশ্বস্ত, কিন্তু সময়ের সাথে তারা বরই নিষ্ঠুর হয়ে গেছে। কিন্তু ভিতরে, আমাদের সাদাসিধা হৃদয় তাদের এই নিষ্ঠুরতাকে বিশ্বাস করতে নারাজ। এটা এমন ছিলো যে, আমরা তাদের প্রস্থান করার জন্য ইতিমধ্যে নিজেদের প্রস্তুত করছি। আমরা কারো সত্তা ত্যাগ করে এবং তাদের অনুপস্থিতির পর্যায়গুলির মধ্য দিয়ে যেতে নিজেদের প্রস্তুত করছি। এটা সত্য যে; কোন কিছুই চিরকাল স্থায়ী হয় না, তাহলে আমরা কিভাবে নিজেদেরকে এটা ভাবতে বাধ্য করলাম যে, তারা আমাদের ছেড়ে যাবে না, বদলে যাবে না!

20210927_121816_0000.png
Photo Source:https://www.pexels.com/search/dark/
(Edited by me with a Canva App)

প্রতিটি যন্ত্রণাই আমাদেরকে দৃঢ় বিশ্বাসী হওয়ার শিক্ষা দিতে আসে এবং তাঁর (ঈশ্বরের) পরিকল্পনায় বিশ্বাস করতে শেখায়। প্রতিটি দুখের মুহূর্ত গুলোর মাঝে ধৈর্যশীল হওয়ার এবং ঈশ্বরের সাথে সংযুক্ত থাকার নিজস্ব শিক্ষা রয়েছে। জীবনের প্রতিটি ধাপের নিজস্ব বাধা রয়েছে তবে এসবই আপনার জন্য চিরস্থায়ী নয় এবং এসব জীবনের চাকা(Life's Wheel) কখনই থামাতে পারে না।

জীবনে আপনার দেখা প্রতিটি ব্যক্তির নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে। যাতে আপনি আশ্বস্ত হতে পারেন যে, আপনি যার সাথে দেখা করেন তার অর্থ এই নয় যে তারা সবাই আপনার। অথবা আপনি সবাইকেই অন্ধ বিশ্বাস করতে পারেন।

প্রতিটি দিন তিনি(ঈশ্বর) আপনাকে জাগিয়ে তুলেন যাতে আপনি তার আরও কাছে চলে আসেন। আপনাকে এই পৃথিবীকে আরও যত্ন সহকারে দেখতে পাবার সুযোগ দিচ্ছেন যেনো আপনি কখনই তার কৃতজ্ঞতার ছড়া বন্ধ করতে না পারেন। দেখতে পান যেনো প্রতিটি ঋতুতে কিভাবে সৌন্দর্য এবং দুঃখ দুটোই ছড়িয়ে দেওয়ার নিজস্ব আকর্ষণ রয়েছে। শুধু আপনাকে বুঝানোর জন্য যে, বসন্ত এবং শরতের সাথে গাছের পাতা ঝরে যায় এবং আবার বৃদ্ধি পায়, কিন্তু পুরো কাঠামো নষ্ট হয় না।

একইভাবে; ব্যক্তি সব সময় পরিবর্তন হতে থাকে। কিন্তু যা পরিবর্তন হয় না তা হলো তার উত্তরাধিকারের শিকড়। যা তার ভিতরে মানবতা এবং দয়াকে ছড়িয়ে দেয়। যা তাকে ভিতরে আরও নরম কিন্তু বাইরে থেকে আরও শক্তিশালী করে তোলে। ঠিক যেমন এখন তাদের নিষ্ঠুরতা আমরা বাইরে থেকে স্ট্রংলি মেনে নিচ্ছি কিন্তু আমাদের সাদাসিধা হৃদয় তাদের এই নিষ্ঠুরতাকে বিশ্বাস করতে নারাজ।

✍️ জান্নাতুল ফেরদৌস বৃস্টি

ধন্যবাদ সময় নিয়ে আমার ব্লগটি পড়ার জন্য

Cc:
@rme
@amarbanglablog

Sort:  
 3 years ago 

জাস্ট অসাধারণ। এই হৃদয় খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত হয়েছে ,এই হৃদয়ে বিশ্বাসের স্থান নেই । শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে😇😇😇

কবি বলেছেন ,

মানুষ মরে গেলে পচে যায়,বেঁচে থাকলে বদলায়।
আর আমি বলি, মানুষ বদলায়,জন্ম লগ্ন থেকেই বদলায়, কারণে অকারণে বদলায়। কারণ এটিই হয়তো মানুষের সহজাত ধর্ম।
আর তাই আমি একটা জিনিস সবসময় নিজের মধ্যে ধারণ করি এখনো অবধি, সবচেয়ে ভালোটি আশা করা এবং সবচেয়ে খারাপের জন্য সর্বদা প্রস্তুত থাকা। তাহলে অন্তত যেকোনো পরিস্থিতিতে সামনের দিকে এগোনোর শক্তিটুকু হারাতে হয় না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মনের মধ্যে লালিত কিছু বাস্তবধর্মী কথা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago (edited)

অনেক ধন্যবাদ আপনাকে 😇

 3 years ago 

ব্যক্তি সব সময় পরিবর্তন হতে থাকে। কিন্তু যা পরিবর্তন হয় না তা হলো তার উত্তরাধিকারের শিকড়. এই কথাটুকু একদম মনে ধরেছে আপু ।প্রতিবারের মতোই বরাবর খুব সুন্দর লিখেছেন এবার ।আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো প্রিয় বোন আমার

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া 😇

 3 years ago 

আসলে প্রতিটি যন্ত্রণায় আমাদের ধৈর্য ধরতেই শিখায় এবং আসলে আমাদের জীবন সবসময় এক থাকেনা। কখনো না কখনো বিপদের সম্মুখীন হয়ে নিজেকে পরিবর্তন করতে হয়। আসলেই এই দুনিয়ায় কোন কিছুই চিরস্থায়ী নয় কথা বলে অনেক ভালো লাগলো। অনেক গুছিয়ে বলেছেন আপু শুভকামনা রইল।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাইয়া 😇

 3 years ago 

আপনার প্রতিটি লেখা খুব গভীর ও ধারালো হয়।আমি নতুন নতুন অনেক কিছু শিখতে পারি।এছাড়া নিজের জীবন সম্পর্কে ধারণা পেতে পারি নতুন মাত্রায়।ধন্যবাদ আমার প্ৰিয় আপু।💝💝😊

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ দিদি মনি ❤️

 3 years ago 

অসাধারণ বাস্তব ভিত্তিক একটি পোস্ট করেছেন। আমাদের সাথে পরিচিত হওয়া সকল মানুষ আমাদের মন মতো হয় না।তাই বলে কি তাদের জন্য সারাক্ষণ চিন্তা করতে হবে! তা না করে বরং জীবনের জন্য কিছু একটা করা উচিত।

 3 years ago 

একদম সঠিক। ধন্যবাদ ভাইয়া 😇

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 57959.67
ETH 2343.73
USDT 1.00
SBD 2.44