ছোট বেলায় আমাদের স্কুলের সামনে এভাবে খেজুর রস নিয়ে বিক্রি করতো আপু। আমরা যখন স্কুলে যেতাম তখন শীতকালে প্রায় প্রতিদিনই খেতাম। তবে এখন এই খেজুর রস গুলো আর দেখতে পাই না। গ্রামের এদিকে বড় বড় খেজুর গাছের ওপর এভাবে হাড়ি বা কলসির রাখা হয় খেজুরের রস জমানোর জন্য। আজ আপনার পোস্ট দেখে ছোট্টবেলার সেই কথা মনে পড়লো।
Thank you for your comment apu.