নীল রঙিন কাগজের সুন্দর একটি নকশা তৈরি
হ্যালো বন্ধুরা
আজ ১০ জ্যৈষ্ঠ -১৪৩০ বঙ্গাব্দ-রোজ বুধবার - ২৪ মে ২০২৩ |
|---|
আ মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
আপনারা সবাই কেমন আছেন। আশা করি মহান আল্লাহ তায়ালার রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও মহান আল্লাহ তায়ালার ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। |
|---|
সম্পূর্ণ তৈরি নকশা
প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে এসে হাজির হলাম নতুন একটি ডাই পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের মাঝে রঙিন কাগজের সুন্দর একটি নকশা শেয়ার করবো। রঙিন কাগজের যেকোনো জিনিস তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই আমি সময় পেলে রঙিন কাগজের যেকোনো জিনিস তৈরি করি। রঙিন কাগজের এই সুন্দর জিনিস গুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে সুন্দর লাগে। রঙিন কাগজের এই সুন্দর নকশা গুলো তৈরি করতে অনেক কম সময় লাগে। অল্প সময়ের মধ্যে রঙিন কাগজের সুন্দর নকশা তৈরি করা যায় তাই আমি মাঝে মাঝে নকশা তৈরি করি। আশা করি আমার এই নকশাটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক নীল রঙিন কাগজের সুন্দর একটি নকশা।
| ক্রমিক নং | উপকরণ |
|---|---|
| ১. | নীল রঙিন কাগজ |
| ২. | কাঁচি |
| ৩. | পেন্সিল |
| ৪. | রাবার |
নকশা তৈরির প্রক্রিয়া
নকশা তৈরির প্রক্রিয়া
ধাপ ১
ধাপ ১
প্রথমে রঙিন কাগজের নকশা তৈরি করার জন্য নীল রঙিন কাগজ নিয়ে নেই। এরপর রঙিন কাগজ টি সাইজ একটু বড় করে কেটে নিয়ে ত্রিভুজ আকৃতির মতো ভাঁজ করে নেই।
ধাপ ২
ধাপ ২
নীল রঙিন কাগজ আবার ত্রিভুজ আকৃতির মতো করে ছোট করে দুবার ভাঁজ করে নেই।
ধাপ ৩
ধাপ ৩
রঙিন কাগজ ত্রিভুজ আকৃতির মতো ভাঁজ করে নেওয়ার পর আবার চিকন করে একটি ভাঁজ করে নেই।
ধাপ ৪
ধাপ ৪
চিকন করে ভাজ করে নিয়ে পেন্সিল দিয়ে সুন্দর করে রঙিন কাগজের ওপর ডিজাইন তৈরি করে নেই।
ধাপ ৫
ধাপ ৫
পেন্সিল দিয়ে রঙিন কাগজের উপর ডিজাইন একে নেওয়ার পর কাঁচি দিয়ে ভালোভাবে ডিজাইন টি কেটে নেই।
ধাপ ৬
ধাপ ৬
কাঁচি দিয়ে নকশার ডিজাইনটি কেটে নেওয়ার পর ধীরে ধীরে নকশার ভাঁজ খুলে নেই। ভাঁজ গুলো খুলে নিলেই সুন্দর একটি রঙিন কাগজের নকশা তৈরি হয়ে যাবে।
অবশেষে তৈরি হয়ে এলো রঙিন কাগজের সুন্দর একটি নকশা। আশা করি আমার আজকের নকশা আপনাদের সবার অনেক ভালো লাগবে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের মহামূল্যবান মন্তব্যের মাধ্যমে আমাকে জানাবেন।
| বিষয় | রঙিন কাগজের সুন্দর একটি নকশা |
|---|---|
| ছবি তোলার মাধ্যম | Realme c1 |
| ফটোগ্রাফার | @bobitabobi |
| লোকেশন | বাংলাদেশ |
আমি মোছাঃ ববিতা আক্তার বিথী। আমার ইউজার নেম @bobitabobi। আমি পেশায় একজন ছাত্রী। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। এই বাংলায় জন্মগ্রহণ করে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। আমার ভালো লাগে বাংলায় কথা বলতে। এই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবে। আমি যেন আগামীতে আরো অনেক সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাইকে
ধন্যবাদ সবাইকে

















আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর কাগজের ডিজাইন তৈরি করেছেন। এই ডিজাইনগুলো আমার কাছে খুবই ভালো লাগে, কারণ আগেকার দিনে ডিজাইনগুলো দিয়ে ঘর ডেকোরেশন করত যদিও এখন খুব একটা দেখা যায় না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এগুলো।
কাগজের নকশাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। ঠিকই বলেছেন এই নকশা গুলো খুব কম সময়ে তৈরি করা যায়। এবং এগুলো ঘরে সাজিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বেড়ে যায়। নীল রংয়ের কাগজ ব্যবহার করায় নকশাটি খুবই সুন্দর ভাবে ফুটে উঠেছে। এত সুন্দর একটি ডাই আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
রঙিন কাগজ দিয়ে তৈরি করা নকশা ফুল গুলো অনেক সুন্দর লাগে।আমিও আজকে কাগজ দিয়ে একটি নকশা তৈরি করে পোস্ট করেছি। আপনারটি সবচেয়ে বেশি সুন্দর হয়েছে ।চমৎকারভাবে ধাপে ধাপে আমাদের মাঝে দেখিয়েছেন ধন্যবাদ।
আপু আপনি খুব সুন্দর একটি নকশা শেয়ার করেছেন। নীল রংয়ের কাগজ ব্যবহার করাতে আপনার নকশাটি দেখতে সবচেয়ে বেশি সুন্দর দেখাচ্ছে। এই ধরনের নকশা দিয়ে ঘর সাজালে ঘরের সৌন্দর্য বেড়ে যায়। আমার কাছে রঙিন কাগজ দিয়ে এই ধরনের নকশা বানাতে অনেক ভালো লাগে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি নকশা আমাদের সাথে শেয়ার করার জন্য।
কাগজ কেটে অনেক সুন্দর ভাবে ফুলের নকশা প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।।
আঠা দিয়ে ঘরের দেয়ালে লাগিয়ে রাখলে কিন্তু ঘরে সৌন্দর্য বাড়িয়ে দেবে।।
নীল রংয়ের রঙিন কাগজ ব্যবহার করে খুব সুন্দর একটি নকশা তৈরি করেছ। নকশাটি দেখতে ভীষণ রকম সুন্দর হয়েছে। বিশেষ করে নীল রঙের রঙিন কাগজ হওয়ার কারণে নকশাটি দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটি নকশা তৈরি করে তার প্রতিটি ধাপ শেয়ার করার জন্য।
রঙিন কাগজের নকশাগুলো দেখতে ভীষণ ভালো লাগে।আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটা নকশা আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। খুব সুন্দর হয়েছে আপু।আপনার উপস্থাপনা ও খুব সুন্দর হয়েছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
অনেক সুন্দর করে নকশা তৈরি করেছেন। রঙিন কাগজের নকশা আমার অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
আপনি রঙিন কাপড় দিয়ে খুব স্বল্প সময়ের মধ্যে একটি নকশা তৈরি করেছেন। রঙিন কাগজ দিয়ে কিছু বানাতে আমার কাছেও ভালো লাগে। আসলে রঙিন কাগজের বাজগুলো কাটতে একটু সাবধানের সাথে কাটতে হয়। কারণ একটু বেশ কম হলে বাজগুলো নষ্ট হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে রঙিন কাগজের নকশা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
রঙ্গিন কাগজের এই জাতীয় নকশা গুলো আমার খুবই ভালো লেগে থাকে তাই আমিও পছন্দ করি এই জাতীয় নকশা বা ফুল তৈরি করা দেখতে এবং তৈরি করতে। খুব সুন্দর ভাবে আজ আপনি আমাদের মাঝে নকশা তৈরি করে দেখিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।