Diy "এসো নিজে করি রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফটো ফ্রেম " 10 % Beneficiary to @ shy-fox

হ্যালো বন্ধুরা

আসসালামু আলাইকুম/ আদাব

আমার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই কেমন আছেন। আশা করি মহান আল্লাহ তায়ালার রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন।

IMG20220202130522.jpg

আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রতিদিনের মত আজও আপনাদের মাঝে এসে হাজির হলাম। নতুন একটি ডাই পোস্ট নিয়ে। আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি ফটো ফ্রেম শেয়ার করব। তাহলে বন্ধুরা চলুন দেখে নেই আমার নিজের হাতে রঙিন কাগজ দিয়ে বানানো সুন্দর একটি ফটো ফ্রেম।

প্রয়োজনীয় উপকরণ

IMG20220202112854.jpg

হলুদ কাগজ
লাল কাগজ
সবুজ কাগজ
নীল কাগজ
সাদা কাগজ
শক্ত কাগজ
কাঁচি
আঠা
পেন্সিল
স্কেল

ফটো ফ্রেম তৈরি প্রক্রিয়া

IMG20220202111237.jpg

IMG20220202112210.jpg

প্রথমে এরকম একটি শক্ত কাগজ নেই। এবং এরপর শক্ত কাগজের ওপর স্কেল বসিয়ে পেন্সিল দিয়ে দাগ টেনে কাঁচি দিয়ে কেটে নেই।

IMG20220202115017.jpg

শক্ত কাগজটির উপর লাল কাগজ এভাবে আঠা দিয়ে লাগিয়ে নেই।

IMG20220202111237.jpg

IMG20220202115706.jpg

আবার এরকম একটি শক্ত কাগজ নেই। এবং এর ওপর সাদা কাগজ আঠা দিয়ে লাগিয়ে নেই।

IMG20220202120432.jpg

IMG20220202121112.jpg

IMG20220202121526.jpg

এখন লাল রঙিন কাগজ, হলুদ রঙিন কাগজ, ও নীল রঙিন কাগজ তিনটি নেই। সব কাগজের সাইজ ছোট করে কেটে নিয়ে ত্রিভুজ আকৃতির মত ভাঁজ করে পেন্সিল দিয়ে একে ফুলের পাপড়ি বানিয়ে নেই।

IMG20220202121853.jpg

সবুজ কাগজের সাইজ এভাবে ছোট করে কেটে নেই। ছোট করে কেটে নেওয়া রঙিন কাগজটি দুভাঁজ করে পেন্সিল দিয়ে পাতা একে নেই।

IMG20220202122525.jpg

পেন্সিল দিয়ে একে নেওয়ার পর কাঁচি দিয়ে কেটে নেই
পাতা চারটি।

IMG20220202123457.jpg

লাল, নীল ও হলুদ রঙিন কাগজের ফুল গুলো এভাবে আঠা দিয়ে লাগিয়ে নেই ছয়টি।

IMG20220202124203.jpg

সাদা কাগজ দিয়ে মোড়ানো শক্ত কাগজ টি ফটো ফ্রেম এর পিছনে আঠা দিয়ে লাগিয়ে নেই। এবং রঙিন কাগজের ফুল গুলো একটি একটি করে ফটো ফ্রেম এর উপরে আঠা দিয়ে লাগিয়ে নেই।

IMG20220202124809.jpg

সবুজ রঙিন কাগজের পাতাগুলো এভাবে আঠা দিয়ে লাগিয়ে নেই ফটো ফ্রেম এর উপরে।

IMG20220202124920.jpg

IMG20220202125811.jpg

এভাবে চিকন করে শক্ত কাগজ টি কেটে নেই। এরপর ফটো ফ্রেম এর পিছনে আঠা দিয়ে লাগিয়ে নেই।

IMG20220202130522.jpg

ভালোভাবে সব আঠা দিয়ে লাগিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুন্দর একটি ফটো ফ্রেম। আশা করি আমার নিজের হাতে বানানো এই ফটো ফ্রেম টি আপনাদের সবার কাছে ভালো লাগবে।

আমার জন্য দোয়া করবেন।আমি যেন এরকম আরো সুন্দর জিনিস বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে পারি।

আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

Sort:  

রঙ্গিন কাগজ দিয়ে আপনি অনেক সুন্দর একটি ফটো ফ্রেম তৈরি করেছেন। আপনার প্রশংসা করতেই হয় আপনি অনেক সুন্দর একটি ফটো ফ্রেম তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করছেন। আপনার আগামীর জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপনার কথা শুনে আমার খুব ভালো লাগলো ভাইয়া। এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম ভাবে সামনে এগিয়ে যেতে পারি।

 2 years ago 

বাহ্ আপু আপনার তৈরি করা রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি ফটো ফ্রেম টা বেশ সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আপনার বাহ কথাটি শুনে আমার খুব ভালো লাগলো ভাইয়া। আমার মনে হচ্ছে আমার তৈরি করা ফটো ফ্রেম টি সত্যি অনেক সুন্দর হয়েছে। আপনার কথা শুনে আমি খুব আনন্দ পেলাম ভাইয়া। আমার জন্য দোয়া করবেন।

 2 years ago 

ফ্রেম টা দারুন হয়েছে নিজের প্রতিভা খুব সুন্দর করে আপ্নি উপস্থাপন করেছেন।শুভ কামনা রইল আপনার জন্য

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে। এতো সুন্দর মন্তব্য করার জন্য। আমার জন্য দোয়া করবেন।

 2 years ago 

IMG_20220106_113311.png

2FFvzA2zeqoVJ2SVhDmmumdPfnVEcahMce9nMwwksSDdRvRmybykqUvU4Qriq94s5bwFrDmYZdJgD7bRoaeK4aoq8pZoLdUPeYZ5Pb1dEejRZxkf2Knu1XeHbi1jU.png

রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর একটি ফটো ফ্রেম তৈরি করেছেন। আমার অনেক ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভ কামনা রইল আপু। দারুন ছিল


IMG_20220106_113311.png

 2 years ago 

আপনার মহা মূল্যবান মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনের পথে এভাবে এগিয়ে যেতে পারি। আমার পক্ষ থেকেও আপনার জন্য রইল শুভকামনা।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64269.55
ETH 3490.29
USDT 1.00
SBD 2.53