" পেন্সিল দিয়ে সুন্দর কিছু ফুলের চিত্র অংকন " || ১০ % বেনিফিসিয়ারি সাইফক্স এর জন্য
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম / আদাব
আজ ১১ শ্রাবণ-১৪২৯ বঙ্গাব্দ-রোজ মঙ্গলবার -২৬ জুলাই |
|---|
আ মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
আপনারা সবাই কেমন আছেন। আশা করি মহান আল্লাহ তায়ালার রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও মহান আল্লাহ তায়ালার ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। |
|---|
সম্পূর্ণ তৈরি চিত্র অংকন
প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের মাঝে পেন্সিল ও রং পেন্সিল দিয়ে সুন্দর কিছু ফুলের চিত্র অংকন শেয়ার করবো। রেসিপি , ওয়ালমেট ও অংকন করতে আমার অনেক ভালো লাগে। তাই আমি প্রতিদিনই নতুন কিছু করার চেষ্টা করি। আপনাদের কাছে আমার তৈরি পোস্ট গুলো ভালো লেগেছে শুনে খুশি হয়েছিলাম। আশা করি আমার আজকের চিত্র অংকন আপনাদের সবার অনেক ভালো লাগবে। তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক পেন্সিল ও রং পেন্সিল দিয়ে সুন্দর কিছু ফুলের চিত্র অংকন। |
|---|
প্রয়োজনীয় উপকরণ
প্রয়োজনীয় উপকরণ
| ক্রমিক নং | উপকরণ |
|---|---|
| ১. | সাদা কাগজ |
| ২. | পেন্সিল |
| ৩. | রাবার |
| ৪. | কলম |
| ৫. | রং পেন্সিল |
| ৬. | হার্ডবোর্ড |
আর্ট করার প্রক্রিয়া
আর্ট করার প্রক্রিয়া
ধাপ ১
ধাপ ১
![]() |
|---|
প্রথমে আর্ট করার জন্য পেন্সিল , রাবার, সাদা কাগজ ও হার্ড বোর্ড নিয়ে নেই। সাদা কাগজের উপর পেন্সিল দিয়ে চিত্রে দেখার মতো করে ফুল এঁকে নেই।
ধাপ ২
ধাপ ২
![]() |
|---|
এরপর আবার পেন্সিল দিয়ে সাদা কাগজের উপর দুটি ফুল একে নেই।
ধাপ ৩
ধাপ ৩
![]() |
|---|
পেন্সিল দিয়ে ফুলের ডাল ও ছোট একটি ফুল একে নেই। এরপর তিনটি পাতা ভালো ভাবে একে নেই।
ধাপ ৪
ধাপ ৪
![]() |
|---|
![]() |
|---|
লাল রং পেন্সিল দিয়ে দুটি ফুল রং করে নেই। এরপর হলুদ বড় ও ছোট ফুলের মধ্যে রং করে নেই।
ধাপ ৫
ধাপ ৫
![]() |
|---|
সবুজ রং পেন্সিল দিয়ে ফুলের পাতা একে নেই। এরপর ফুলের ডাল ভালোভাবে একে নেই।
অবশেষে তৈরি হয়ে এলো পেন্সিল দিয়ে সুন্দর কিছু ফুলের চিত্র অংকন। আশা করি আমার তৈরি করা এই চিত্র অংকন আপনাদের সবার অনেক ভালো লাগবে। তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক সুন্দর চিত্র অংকন।
| বিষয় | সুন্দর কিছু ফুলের চিত্র অংকন |
|---|---|
| ছবি তোলার মাধ্যম | Realme c1 |
| ফটোগ্রাফার | @bobitabobi |
| লোকেশন | বাংলাদেশ |
আমি মোছাঃ ববিতা আক্তার বিথী। আমার ইউজার নেম @bobitabobi। আমি পেশায় একজন ছাত্রী। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। এই বাংলায় জন্মগ্রহণ করে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। আমার ভালো লাগে বাংলায় কথা বলতে। এই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবে। আমি যেন আগামীতে আরো অনেক সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাইকে
ধন্যবাদ সবাইকে










.gif)

পেন্সিল দিয়ে চমৎকারভাবে ফুলের আর্ট করেছেন আপু। রং পেন্সিল এর মাধ্যমে যে এত সুন্দর ভাবে রং ফুটিয়ে তোলা যায় তা আপনার চিত্রাংকন না দেখলে বুঝতাম না। খুবই দক্ষতার সাথে নিখুঁতভাবে পুরো আর্টটি করেছেন। ধন্যবাদ আপনাকে এবং অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে আপু এত সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল
পেন্সিল দিয়ে অল্প সময়ের মধ্যে অনেক সুন্দর একটি ফুলের চিত্র অঙ্কন তৈরি করেছেন আপু। দেখতে অনেক সুন্দর লাগতাছে কালার গুলো একদম সুন্দর ভাবে ফুটিয়ে উঠেছে। সত্যিই অনেক সুন্দর দেখে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি মুহূর্ত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য,,
ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর মন্তব্য করার জন্য
আপনার চিত্রাঙ্কন দেখে আমি রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম আপু। আপনার আর্ট কোয়ালিটি অনেক সুন্দর। বিশেষ করে রঙ করার পর আরো ভালোভাবে ফুটে উঠেছে।
এতো সুন্দর মন্তব্য করে আমাকে আনন্দ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
পেন্সিল দিয়ে আপনি বেশ চমৎকার কিছু ফুল ড্রয়িং করেছেন, খুবই সুন্দর হয়েছে এবং চমৎকার ছিল আপনার উপস্থাপন শুভকামনা রইল আপনার জন্য।
অনেক ভালো লাগলো ভাইয়া আপনার কথা শুনে। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল
ছোট বেলায় ক্লাসের ফাকে বসে যেন একটা কাজই ছিল । তা হলো খাতার ফ্রন্ট পেজ লাস্ট পেজ এবং বইয়ের প্রতিটা ফাকা স্থানে ফুল আঁকানো । কি বা বৃহস্পতি অথবা শনি । প্রতিদিন স্কুলে রংপেন্সিল নিয়ে যেতাম ফুল আঁকানোর জন্য । আনাড়ি হাতে তখন এমন কিছু ফুল আঁকানোর চেষ্টা থাকতো ।
ধন্যবাদ আপু । পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য ।
জি ভাইয়া আমি ও ছোট বেলায় খাতার মধ্যে বিভিন্ন চিত্র অংকন করতাম। ধন্যবাদ আপনাকে
আপনার পেন্সিল দিয়ে করা আর্ট দেখে অনেক ভালো লাগলো। ফুলটি আসলে অনেক সুন্দর লাগছে। আপনার আগের আর্ট গুলো অনেক সুন্দর ছিল। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার প্রতি অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে ভাইয়া আমার পোস্টটি সুন্দর ভাবে দেখার জন্য
আপু এটাকে টিউলিপ ফুলের মত লাগছে।খুব সুন্দর করে একেঁছেন।কালারটাও বেশ সুন্দর। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ভালো ছিলো।ধন্যবাদ
জি আপু দেখতে টিউলিপ ফুলের মতো লাগছে। ধন্যবাদ আপনাকে
পেন্সিল দিয়ে আপনি খুবই চমৎকার ভাবে একটি ফুলের চিত্র অঙ্কন করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনি এতটাই নিখুঁতভাবে চিত্রটি অংকন করেছেন যা দেখেই মনে হচ্ছে যেন এটি সত্যিকারের কোন একটি ফুল। প্রত্যেকটি ধাপে ধাপে আপনি আমাদেরকে দেখিয়েছেন কিভাবে এমন চমৎকার একটি চিত্র অঙ্কন করতে হয়।
এতো সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
আপনি পেন্সিল ব্যবহার করে খুব সুন্দর ফুলের চিত্রাংকন করেছেন যা দেখি আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনার চিত্রাংকনটির কালার কম্বিনেশনটাও বেশ সুন্দর ছিল। খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা করে শেয়ার করেছেন। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর মন্তব্য করে আমার পাশে থাকার জন্য