এসো নিজে করি " রঙিন কাগজ ও ফেলে দেওয়া কার্টুন দিয়ে সুন্দর একটি কলমদানি " || 10 % Beneficiary to @ shy-fox

হ্যালো বন্ধুরা

আসসালামু আলাইকুম / আদাব

মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।


আপনারা সবাই কেমন আছেন। আশা করি মহান আল্লাহ তায়ালার রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

IMG20220301142800.jpg

সম্পূর্ণ কাগজের তৈরি কলমদানি


প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে এসে হাজির হলাম নতুন একটি ডাই পোস্ট নিয়ে। রঙিন কাগজের কলমদানি তৈরি করতে আমার খুব ভালো লাগে। রঙিন কাগজের কলমদানি তৈরি করে ঘরের মধ্যে সাজিয়ে রাখলে অনেক সুন্দর দেখা যায়। তাই আজ আমি আপনাদের মাঝে রঙিন কাগজ ও ফেলে দেওয়া কার্টুন দিয়ে সুন্দর একটি কলমদানি শেয়ার করব। আশাকরি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক রঙিন কাগজ ও ফেলে দেওয়া কার্টুন দিয়ে সুন্দর একটি কলমদানি তৈরি।

প্রয়োজনীয় উপকরণ


হলুদ কাগজ
কালো কাগজ
আঠা
কাঁচি
স্কেল
পেন্সিল
শক্ত কাগজ

কলমদানি তৈরি প্রক্রিয়া

ধাপ ১

IMG20220301123736.jpgIMG20220301124707.jpg
প্রথমে শক্ত কাগজটি পেন্সিল দিয়ে গোল করে বৃত্ত এঁকে নেই। পেন্সিল দিয়ে বৃত্ত এঁকে নেওয়ার পর কাঁচি দিয়ে কেটে নেই। এরপর বৃত্তটির উপর হলুদ কাগজ দিয়ে আঠা দিয়ে লাগিয়ে নেই।

ধাপ ২

IMG20220301130016.jpgIMG20220301131651.jpg
শক্ত কাগজ পেন্সিল দিয়ে দাগ টেনে কাঁচি দিয়ে কেটে নেই এভাবে। এরপর শক্ত কাগজের উপর হলুদ কাগজ দিয়ে আঠা দিয়ে লাগিয়ে নেই।

ধাপ ৩

IMG20220301132524.jpgIMG20220301133151.jpg
ছোট করে কেটে নেওয়া শক্ত কাগজ গুলো বৃত্তের উপর এভাবে আঠা দিয়ে লাগিয়ে নেই। এরপর আরেকটি বৃত্ত ছোট করে কেটে নেওয়া কাগজের উপর আঠা দিয়ে লাগিয়ে নেই।

ধাপ ৪

IMG20220301133529.jpgIMG20220301134657.jpg
শক্ত কাগজের উপর পেন্সিল দিয়ে বৃত্ত এঁকে নেই চারটি। এরপর কাঁচি দিয়ে কেটে নিয়ে কালো কাগজ দিয়ে আঠা দিয়ে লাগিয়ে নেই।

ধাপ ৫

IMG20220301134707.jpgIMG20220301134827.jpg

কালো কাগজের বৃত্ত দুটি নিয়ে নেই। এরপর বৃত্তটি মাঝ দিয়ে কেটে চারটি করে নেই।

ধাপ ৬

IMG20220301135310.jpgIMG20220301135325.jpg

কেটে নেওয়া কাগজ চারটি আটা দিয়ে উপর নিচে ভালো ভাবে লাগিয়ে নেই।

ধাপ ৭

IMG20220301134707.jpgIMG20220301135724.jpg
কালো কাগজের বৃত্ত আবার দুটি নিয়ে নেই। কালো কাগজের বৃত্ত দুটি আঠা দিয়ে উপরের দিকে লাগিয়ে নেই।

ধাপ ৮

IMG20220301140040.jpgIMG20220301140940.jpg
কালো ও হলুদ কাগজ এর ওপর পেন্সিল দিয়ে বৃত্ত এঁকে নেই। কালো কাগজের বৃত্ত দুটি একটু বড় করে কেটে নেই ও হলুদ কাগজের বৃত্ত দুটি ছোট করে কেটে নেই চোখ বানিয়ে নেওয়ার জন্য।

ধাপ ৯

IMG20220301141217.jpgIMG20220301142321.jpg
কালো কাগজ ছোট করে কেটে নিয়ে ত্রিভুজ আকৃতির মতো ভাঁজ করে কাচি দিয়ে কেটে নেই নাক বানিয়ে নেওয়ার জন্য। এরপর নাক চোখ আঠা দিয়ে ভালো ভাবে লাগিয়ে নেই বৃত্তের উপর।

শেষের ধাপ

IMG20220301142800.jpg
অবশেষে তৈরি হয়ে এলো রঙিন কাগজ ও ফেলে দেওয়া কার্টুন দিয়ে সুন্দর একটি কলমদানি। আশাকরি আমার তৈরি করা এই কলমদানি টি আপনাদের সবার অনেক ভালো লাগবে।


আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি যেন এরকম আরো সুন্দর কলমদানি বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে পারি।


কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি কলমদানি তৈরি করেছেন আপু।আপনার তৈরি কলমদানি টি আমার কাছে অনেক ভালো লেগেছে। কলমদানি টি পুতুলের মত দেখাচ্ছে। খুব সুন্দর করে দু'টি চোখ বসিয়ে দিয়েছেন। খুব সুন্দর করে হলুদ কাগজ দিয়ে কলমদানি ফুটিয়ে তুলেছেন। প্ৰতিটি ধাপের খুব সুন্দর করে বর্ণনা আমাদের মাঝে তুলে ধরেছেন। এইরকম সুন্দর একটি কাগজের কাজ আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে। শুভ কামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য। আমার জন্য দোয়া করবেন। আপনার জন্য শুভকামনা রইল

রঙিন কাগজ ও ফেলে দেওয়া কার্টুন দিয়ে সুন্দর একটি কলমদানি তৈরি করেছেন তো আপনি। এই ধরনের কলমদানি খুব ভালো লাগে আমার কাছে। কলমদানিটি দেখতে অনেক কিউট লাগছে চোখের জন‍্য। কলমদানির কালারটি অনেক ভালো লেগেছে আমার কাছে। শুভকামনা রইল আপনার জন‍্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

রঙিন কাগজ ও ফেলে দেয়া কাটুন দিয়ে সুন্দর একটি কলমদানি তৈরি করেছেন। যেটা খুবই সুন্দর হয়েছে। এত সুন্দর করে তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

জাস্ট অসাধারণ একটি রঙিন কাগজ দিয়ে কলমদানি তৈরি করেছেন আপনি। দেখতে খুবই কিউট লাগছে। আপনার তৈরি করা কলমদানির ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

খুব ভালো লাগলো ভাইয়া আপনার কথা শুনে। আমার জন্য দোয়া করবেন। এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ওয়াও অনেক সুন্দর একটি কলমদানি তৈরি করেছেন আপনি। দেখে অনেক ভালো লাগলো এবং কলমদানির কালারটি ও অনেক সুন্দর ছিল। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটা কলমদানি আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল

 2 years ago 

আপনার কথা শুনে খুব আনন্দিত হলাম ভাইয়া। খুব ভালো লাগলো আপনার কথা শুনে। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।

 2 years ago 

কি চমৎকার একটি কলমদানি তৈরি করলেন আপনি। রঙিন কাগজ আর কার্টুন দিয়ে এত নিখুত ভাবে কলমদানি তৈরি করলেন আমি তো দেখে পুরা অবাক হয়ে গেলাম 😲 খুবই দুর্দান্ত দেখাচ্ছে আপনার এই কলমদানি টি। আপনার এই কলমদানি টা পড়ার টেবিলে সাজিয়ে রাখলে খুবই অসাধারণ লাগবে দেখতে। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপনা ও করলেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗

 2 years ago 

আমি খুব আনন্দিত হলাম আপু আপনার কথা শুনে। সত্যি কথা বলতে আপনাদের কথা শুনে আমার কাজ করার আগ্রহ আরও বেড়ে যায়। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

খুব চমৎকার একটি কলমদানি তৈরি করেছেন আপনি। কলমদানি তুই আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। আপনার পোস্ট দেখে দেখে বাড়িতে টেবিলে রাখার জন্য একটি বানাতে হবে। ধাপে ধাপে খুব চমৎকারভাবে আপনি উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

খুব ভালো লাগলো ভাইয়া আপনার কথা শুনে। আপনাদের কথা শুনে সত্যি কাজ করার আগ্রহ আরও বেড়ে যায়। এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

কাগজ কেটে কলমদানি তৈরি। এটা ভাল ধারনার বহিঃপ্রকাশ। ভালো ছিল।

 2 years ago 

ওয়াও আপু আপনি হলুদ রঙ্গের রঙ্গিন কাগজ ব্যবহার করে চমৎকার একটি কলমদানি তৈরি করেছেন। আপনার এই পোস্টটি সত্যিই অনেক চমৎকার ছিল। এ পোস্টটি দেখে অনেক আনন্দিত হলাম কেননা এটি দেখে আমি এমন একটা জিনিস তৈরি করতে পারব সব মিলিয়ে পোস্টটি দারুন ছিল ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

রঙিন কাগজ ও ফেলে দেওয়া কার্টুন দিয়ে সুন্দর একটি কলমদানি তৈরি করেছেন আপু। আপনার কলমদানি তৈরি করার এই পদ্ধতিটি ব্যক্তিগতভাবে আমার কাছে অনেক ভালো লেগেছে। আমরা বাজার থেকে কলমদানি ক্রয় না করে এই ধরনের কলমদানি ব্যবহার করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর একটি কলমদানি তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

খুব ভালো লাগলো ভাইয়া আপনার কথা শুনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.030
BTC 58833.91
ETH 3155.94
USDT 1.00
SBD 2.44