" পেন্সিল দিয়ে জবা ফুলের চিত্র অংকন " || ১০ % বেনিফিশিয়ারি সাইফক্স এর জন্য
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম / আদাব
আজ ৬ আষাঢ় -১৪২৯ বঙ্গাব্দ-রোজ শনিবার-২০ জুন |
|---|
আমার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
আপনারা সবাই কেমন আছেন। আশা করি মহান আল্লাহ তায়ালার রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও মহান আল্লাহ তায়ালার ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। |
|---|
সম্পূর্ণ তৈরি জবা ফুল
প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের মাঝে পেন্সিল ও রং পেন্সিল দিয়ে সুন্দর একটি জবা ফুলের চিত্র অংকন শেয়ার করব। ওয়ালমেট, রেসিপি পাশাপাশি চিত্র অংকন করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই আমি প্রতিদিন নতুন কিছু করার চেষ্টা করি। জবা ফুলের চিত্র অংকন করতে আমার খুব কম সময় লেগেছে। আমাদের বাসা অনেকদিন আগে গেটের সামনে একটি জবা ফুলের গাছ ছিল। তবে এখন আর নেই। তাই আজ বসে বসে ভাবছি আপনাদের সামনে সুন্দর জবা ফুল চিত্র অংকন করে দেখাই। তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক জবা ফুলের চিত্র অংকন। |
|---|
প্রয়োজনীয় উপকরণ
প্রয়োজনীয় উপকরণ
| ক্রমিক নং | উপকরণ |
|---|---|
| ১. | সাদা কাগজ |
| ২. | হার্ডবোর্ড |
| ৩. | পেন্সিল |
| ৪. | রাবার |
| ৫. | কলম |
| ৬. | রং পেন্সিল |
আর্ট করার প্রক্রিয়া
আর্ট করার প্রক্রিয়া
ধাপ ১
ধাপ ১
![]() |
|---|
প্রথমে আমি আর্ট করার জন্য সাদা কাগজ পেন্সিল নিয়ে নেই। এরপর সাদা কাগজের উপর জবা ফুলের পাঁচটি পাতা একে নেই।
ধাপ ২
ধাপ ২
![]() |
|---|
এখন জবা ফুলের মাঝের অংশ পেন্সিল দিয়ে ভালো করে একে নেই। এরপর জবা ফুলের ডাল একে নেই।
ধাপ ৩
ধাপ ৩
![]() |
|---|
জবা ফুলের ডাল একে নেওয়ার পর পেন্সিল দিয়ে ভালভাবে দুটি পাতা উপর নিচে একে নেই।
ধাপ ৪
ধাপ ৪
![]() |
|---|
পেন্সিল দিয়ে জবা ফুল একে নেওয়ার পর লাল রং পেন্সিল দিয়ে পাঁচটি জবা ফুলের পাতা ও মাঝের অংশ রং করে নেই ।
ধাপ ৫
ধাপ ৫
![]() |
|---|
সবশেষে আমি সবুজ রং পেন্সিল দিয়ে জবা ফুলের দুটি পাতা রং করে নেই। এরপর কলম দিয়ে ভালো ভাবে কালো রং করে নেই।
অবশেষে তৈরি হয়ে এলো পেন্সিল দিয়ে জবা ফুলের চিত্র অংকন। আশা করি আমার তৈরি করা এই চিত্র অংকন আপনাদের সবার অনেক ভালো লাগবে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা আপনাদের মহা মূল্যবান মন্তব্যের মাধ্যমে আমাকে জানাবেন।
| বিষয় | জবা ফুলের চিত্র অংকন |
|---|---|
| ছবি তোলার মাধ্যম | Realme c1 |
| ফটোগ্রাফার | @bobitabobi |
| লোকেশন | বাংলাদেশ |
আমি মোছাঃ ববিতা আক্তার বিথী। আমার ইউজার নেম @bobitabobi। আমি পেশায় একজন ছাত্রী। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। এই বাংলায় জন্মগ্রহণ করে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। আমার ভালো লাগে বাংলায় কথা বলতে। এই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবে। আমি যেন আগামীতে আরো অনেক সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাইকে
ধন্যবাদ সবাইকে









.gif)

চমৎকার একটি জবা ফুলের আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে। আপনার আর্ট গুলো বরাবরই আমার কাছে খুবই ভালো লাগে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
প্রতিটি ধাপ সুন্দর ভাবে দেখার জন্য ধন্যবাদ আপু। আপনার জন্য শুভকামনা রইল
আপনার রেসিপি পোস্ট গুলো আমার অনেক ভালো লাগে। আজ আর্ট ফেলাম। জবা ফুলটি বেশ সুন্দর হয়েছে। রক্ত জবা ফুল দেখতেই অনেক ভালো লাগে আমার। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর একটি আর্ট শেয়ার করার পর।
শুভকামনা রইল ও জন্য।
আমার রেসিপি পোষ্ট গুলো আপনার কাছে ভালো লাগে শুনে খুশি হলাম আপু। আপনার জন্য শুভকামনা রইল
আমার ছাদেও জবা ফুলের একটা গাছ আছে।অনেক সুন্দর কালার।যাই হোক আপনার জবা ফুলের আর্ট বেশ সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ
ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য
পেন্সিল ব্যবহার করে অনেক সুন্দর ফুলের চিত্রাংকন করেছেন। আমার কাছে খুবই ভাল লেগেছে আপনার জবা ফুলের এই চিত্রাংকন টি। খুব সুন্দর ভাবে এই চিত্রাংকন টি করার পদ্ধতি আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপনা করেছেন। এত সুন্দর চিত্রাংকন আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
আপনার মতো ততটা সুন্দর চিত্র অঙ্কন করতে পারিনি আপু। আপনার যে কোন চিত্র অংকন আমার কাছে অসম্ভব ভালো লাগে।
বাহ আপনি পেন্সিল দিয়ে খুব সুন্দর করে একটি জবা ফুলের চিত্র অঙ্কন করেছেন। খুব সুন্দর হয়েছে আপনি চিত্র অংকন টি আর আপনি এটা তৈরি করার পদ্ধতি ও খুবই সহজভাবে উপস্থাপন করেছেন অনেক ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য
পেন্সিল দিয়ে জবা ফুলের চিত্রাংকন এঁকেছেন দেখে ভীষণ ভালো লাগলো। লাল জবা ফুল দেখতে যেমন সুন্দর আর্ট করলেও ভীষণ সুন্দর হয়। আপনি অনেক সুন্দর লাল জবা ফুলের চিত্রাংকন করেছেন। এত সুন্দর একটা চিত্রাংকন শেয়ার করার জন্য ধন্যবাদ ।
আপু আপনার তৈরি চিত্র অংকন গুলো আমার কাছে অনেক ভালো লাগে। আমি সব সময় আপনার পোস্টগুলো দেখার চেষ্টা করি। ধন্যবাদ
পেন্সিল দিয়ে খুব সুন্দর জবা ফুলের চিত্র অঙ্কন করেছেন। জবাফুল টি টকটক লাল হতেই একেবারে অনেক সুন্দর লাগছে। বাস্তব জবা ফুলের মতোই হয়েছে। খুব সুন্দর ফুলটি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
পেন্সিল দিয়ে আপনার অঙ্কিত জবা ফুলের চিত্রাংকন টি অনেক সুন্দর হয়েছে আপু। কালার পেন্সিল দিয়ে অনেক সুন্দর ভাবে রং ফুটিয়ে তুলেছেন। সাধারণত কালার পেন্সিল দিয়ে এত সুন্দর ভাবে চিত্রাংকন ফুটিয়ে তোলা কষ্টকর। ধন্যবাদ আপনার সুন্দর উপস্থাপনার মাধ্যমে সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
এত সুন্দর মন্তব্য করে আমার পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য শুভকামনা রইল
পেন্সিল দিয়ে খুবই সুন্দর জবা ফুলের চিত্র অঙ্কন করেছেন। আপনার চিত্রাঙ্কন দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। সুন্দরভাবে উপস্থাপন করেছেন, শুভকামনা রইল।
ধন্যবাদ আপনাকে আমার পোস্ট টি দেখার জন্য আপনার জন্য শুভকামনা রইল।
অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছেন যবা ফুলটি, তার চেয়ে সুন্দর করে ধাপে ধাপে বুঝিয়ে দিয়েছেন কিভাবে অঙ্কন করেছেন। এরকম আরো আর্ট করা শিখতে চাই আপু।
আমার তৈরি জবা ফুলের চিত্র অংকন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। অবশ্যই শিখাবো ভাইয়া