" রঙিন কাগজের তৈরি সুন্দর কিছু পাতা " || ১০ % বেনিফিশিয়ারি সাইফক্স এর জন্য

হ্যালো বন্ধুরা

আসসালামু আলাইকুম / আদাব

আজ ২৮ বৈশাখ - ১৪২৯ বঙ্গাব্দ - রোজ বুধবার - ১১ -মে -২০২২

মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দ

আপনার সবাই কেমন আছেন। আশা করি মহান আল্লাহ তায়ালার রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি ও মহান আল্লাহ তায়ালার রহমতে ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

Picsart_22-05-11_12-48-09-238.jpg

রঙিন কাগজের সম্পূর্ণ তৈরি পাতা

প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে এসে হাজির হলাম নতুন একটি ডাই পোস্ট নিয়ে। কাগজের যেকোনো জিনিস তৈরি করতে আমার খুব ভালো লাগে। সকাল থেকে বসে ভাবছি কি বানানো যায় হঠাৎ একটি ভিডিও দেখে রঙিন কাগজের তৈরি পাতা বানানোর আগ্রহ বেড়ে গেল। তাই আজ আমি আপনাদের মাঝে রঙিন কাগজ ব্যবহার করে সুন্দর কিছু পাতা বানানো শেয়ার করব। আশা করি আমার তৈরি করা এই সুন্দর পাতা গুলো আপনাদের সবার অনেক ভালো লাগবে। তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক রঙিন কাগজের সুন্দর কিছু পাতা তৈরি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png

PFYeKJJHTXryYGBQTWUnYeWqfJHrkmWDR.png

প্রয়োজনীয় উপকরণ

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png

ক্রমিক নংউপকরণ
১.নীল কাগজ
২.হলুদ কাগজ
৩.লাল কাগজ
৪.আঠা
৫.কাঁচি

PFYeKJJHTXryYGBQTWUnYeWqfJHrkmWDR.png

ওয়ালমেট তৈরির প্রক্রিয়া

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png

ধাপ ১

IMG_20220511_123114.jpgIMG_20220511_123128.jpg
হলুদ ও নীল রঙিন কাগজ সাইজ মতো কেটে নেই। এরপর দুই কোন এভাবে ভাজ করে নেই।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png

ধাপ ২

IMG_20220511_123143.jpgIMG_20220511_123222.jpg
নীল ও হলুদ কাগজ আবার উপরের দিকে ভাজ করে নেই। ভাজ করে নেওয়ার পর দুটি রঙিন কাগজ খুলে নেই।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png

ধাপ ৩

IMG_20220511_123236.jpgIMG_20220511_123249.jpg
রঙিন কাগজ গুলো আবার ওপরের দিকে দুটো কোন ভাজ করে নেই। এরপর এরকম একটি পাতা অংশ বানিয়ে নেই।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png

ধাপ ৪

IMG_20220511_123312.jpgIMG_20220511_123327.jpg
এরপর হলুদ ও নীল রঙের কাগজ এর অনেক গুলো পাতার অংশ একটি একটি করে বানিয়ে নেই।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png

ধাপ ৫

IMG_20220511_123339.jpgIMG_20220511_122727.jpg
এখন একটি একটি করে বানিয়ে নেওয়া পাতার অংশ গুলো আঠা দিয়ে লাগিয়ে নেই। এরপর নীল, হলুদ, ও লাল কাগজের রোল বানিয়ে নেই। সবশেষে রোল গুলো পাতার মধ্যে লাগিয়ে নেই।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png

অবশেষে তৈরি হয়ে এলো রঙিন কাগজের সুন্দর কিছু পাতা। আশা করি আমার তৈরি করা এই পাতা গুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের মহা মূল্যবান মন্তব্যের মাধ্যমে আমাকে জানাবেন।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png

Diyরঙিন কাগজের পাতা তৈরি
ছবি তোলার মাধ্যমেRealme c1
ফটোগ্রাফার@bobitabobi
লোকেশনবাংলাদেশ

PFYeKJJHTXryYGBQTWUnYeWqfJHrkmWDR.png

আমার পরিচয়


আমি মোছাঃ ববিতা আক্তার বিথী। আমার ইউজার নেম @bobitabobi। আমি পেশায় একজন ছাত্রী। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। এই বাংলায় জন্মগ্রহণ করে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। আমার ভালো লাগে বাংলায় কথা বলতে। এই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবে। আমি যেন আগামীতে আরো অনেক সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ সবাইকে

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iP9GV78pPsPPMTWCCQoCf6bgnGyA54cC4bTk7cnYNcfQRvMoDkiUaAdnV8dA5DCb4MPAADReeCn.png

Sort:  
 3 years ago (edited)

পাতাগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। রংবেরঙের পাতাগুলো দেখতে আসলেই অসাধারণ। মনে হচ্ছে বানাতে পারবো।
তৈরির প্রক্রিয়া ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর ডাই প্রজেক্ট শেয়ার করার জন্য।
শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

বাহ আপু আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে বাহারি রঙের পাতা বানিয়েছে। বিভিন্ন ধরনের কাগজ দিয়ে পাতা গুলো বানিয়েছে বেশ ভালো লাগছে আপু। আপনি সবসময় এমন চমৎকার চমৎকার আর্ট আমাদের মাঝে উপহার দেন। সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার জন্য শুভেচ্ছা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করে আমাকে আনন্দ দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে এত সুন্দর পাতা তৈরি করা আমি আর কখনো দেখিনি। আপু পাতাগুলো সত্যিই অনেক সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে না এগুলো রঙিন কাগজ দিয়ে বানানো হয়েছে।একেকটি রঙিন কাগজ একেক রকমের হওয়াতে পাতাগুলো খুবই সুন্দর দেখাচ্ছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর একটি প্রজেক্ট আমাদের মাঝে উপহার দেয়ার জন্য।

 3 years ago 

আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ভাবে পাতা তৈরি করেছেন। এই পাতাগুলো দেখে মনেই হচ্ছে না কাগজের তৈরি। বাস্তব বাস্তব লাগছে। ধন্যবাদ পাতা তৈরির কৌশল আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া আমার পোস্টটি দেখার জন্য।

 3 years ago 

আপনি খুব সুন্দর করে অত্যন্ত দক্ষতার সহকারে রঙিন কাগজ দিয়ে পাতা তৈরি করেছেন। দেখে বেশ ভালো লাগলো । সত্যি আপনার পাতা গুলো দেখতে বেশ অসাধারণ দেখাচ্ছে । এত অসাধারন ডাই পোস্ট তোমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 3 years ago 

এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। অনেক ভালো লাগলো ভাইয়া আপনার কথা শুনে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর পাতা তৈরি করেছেন। এই পাতা গুলো দেখতে ভীষণ ভালো লাগে। এমন কি ঘরে সাজিয়ে রাখলেও খুব সুন্দর দেখাবে। এইরকম পাতাগুলো তৈরি করাও বেশ কঠিন। এত সুন্দর পাতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ‌‌।

 3 years ago 

জি আপু এই পাতা তৈরি করতে আমার অনেক সময় লেগেছে আমি প্রথমদিকে তৈরি করতে পারিনি পরে অনেক কষ্ট করে তৈরি করেছি।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে যেকোনো জিনিস তৈরি করা হোক না কেন সেটি দেখতে অনেক সুন্দর লাগে। আপনি আজকে খুব সুন্দর করে পাতা তৈরি করলেন ।বিভিন্ন কালারের পাতা দেখতে দারুন লাগলো।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর মন্তব্য করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

খুব সম্ভব তো এটাকে সেঞ্চুরি পাতা বলে। আমার কাছে এই পাতাটা খুব ভালো লাগে। আসলে ভিডিও দেখলে, মনে হয়, সব তৈরি করে ফেলি। যাই হোক আপনার বানানো পাতাটা বেশ সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ খুব করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আমি এই পাতার নাম জানিনা আপনি আপনার কাছ থেকে জেনে নিলাম। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুব অসাধারণ তিনটি পাতা তৈরি করেছেন। পাযা গুলোকে দেখতে সত্যি কারের পাতার মত দেখাচ্ছে। এত চমৎকার একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর মন্তব্য করে আমাকে আনন্দ দেওয়ার জন্য।

 3 years ago 

আপনি রঙ্গিন কাগজ দিয়ে যে পাতা তৈরি করেছেন এই পাতাকে বলা হয় ম্যাপল পাতা। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে পাতাগুলো তৈরি করেছেন এবং আমাদের মাঝে উপস্থাপন করেছেন। কাগজ দিয়ে কোনো কিছু তৈরি করা তত কঠিন কাজ বিশেষ করে এই এর ভাজ গুলো বোঝা যায় না। যাই হোক আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে ম্যাপল পাতা আমাদের মাঝে তুলে ধরেছেন সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া এই পাতা তৈরি করতে এর ভাজ গুলো বুঝতে অনেক সমস্যা হয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর পাতার নাম আমাকে বলে দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 91295.19
ETH 3130.58
USDT 1.00
SBD 2.89