" রঙিন কাগজের নকশা তৈরি " || ১০ % বেনিফিশিয়ারি সাইফক্স এর জন্য
হ্যালো বন্ধুরা
আজ ১১ পৌষ - ১৪২৯ বঙ্গাব্দ-রোজ মঙ্গলবার - ২৭ ডিসেম্বর - ২০২২ |
---|
আ মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আপনারা সবাই কেমন আছেন। আশা করি মহান আল্লাহ তায়ালার রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও মহান আল্লাহ তায়ালার ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। |
---|
সম্পূর্ণ তৈরি রঙিন কাগজের নকশা
প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে এসে হাজির হলাম নতুন একটি ডাই পোস্ট নিয়ে। রঙিন কাগজের যেকোনো জিনিস তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই আমি সময় পেলে রঙিন কাগজের জিনিস তৈরি করতে বসে পড়ি। আজ আমি আপনাদের মাঝে রঙিন কাগজের সুন্দর একটি নকশা কিভাবে তৈরি করেছি তা শেয়ার করব। আপনাদের সুন্দর সুন্দর নকশা তৈরি করা দেখে আমারও ইচ্ছে করছে আপনাদের মাঝে রঙিন কাগজের নকশা শেয়ার করি। তাই আজ ভাবছি রঙিন কাগজের নকশা তৈরি করি। রঙিন কাগজের এই সুন্দর নকশা গুলো ঘরের দেওয়ালে সাজিয়ে রাখলে দেখতে সুন্দর লাগে। আশা করি আমার আজকের তৈরি নকশা আপনাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রঙিন কাগজের সুন্দর একটি নকশা।
ক্রমিক নং | উপকরণ |
---|---|
১. | বেগুনি রঙিন কাগজ |
২. | কাঁচি |
৩. | পেন্সিল |
৪. | রাবার |
নকশা তৈরি প্রক্রিয়া
নকশা তৈরি প্রক্রিয়া
ধাপ ১
ধাপ ১
নকশা তৈরি করার জন্য প্রথমে আমি বেগুনি রঙিন কাগজ নিয়ে নেই। এরপর রঙিন কাগজের সাইজ একটু বড় করে কেটে নেই।
ধাপ ২
ধাপ ২
বেগুনি রঙিন কাগজ টি সাইজ মতো বড় করে কেটে নেওয়ার পর ত্রিভুজ আকৃতির মতো ভাঁজ করে নেই।
ধাপ ৩
ধাপ ৩
বেগুনি রঙিন কাগজ টি আবার ছোট করে ত্রিভুজ আকৃতির মতো ভাঁজ করে নেই।
ধাপ ৪
ধাপ ৪
এরপর রঙিন কাগজটি ছবিতে দেখার মতো করে দুটি ভাঁজ করে নেই ।
ধাপ ৫
ধাপ ৫
এরপর আবার একটি ভাঁজ করে নেই। এরপর পেন্সিল দিয়ে বেগুনি রঙিন কাগজে উপর এভাবে নকশা তৈরি করে নেই।
ধাপ ৬
ধাপ ৬
এরপর রঙিন কাগজের নকশা টি কাঁচি দিয়ে কেটে নেই। কাঁচি দিয়ে ভালোভাবে কেটে নিলেই সুন্দর একটি নকশা তৈরি হয়ে যাবে।
অবশেষে তৈরি হয়ে এলো রঙিন কাগজের সুন্দর একটি নকশা। আশা করি আমার তৈরি নকশা আপনাদের সবার অনেক ভালো লাগবে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের মহামূল্যবান মন্তব্যের মাধ্যমে আমাকে জানাবেন।
বিষয় | রঙিন কাগজের সুন্দর একটি নকশা |
---|---|
ছবি তোলার মাধ্যম | Realme c1 |
ফটোগ্রাফার | @bobitabobi |
লোকেশন | বাংলাদেশ |
আমি মোছাঃ ববিতা আক্তার বিথী। আমার ইউজার নেম @bobitabobi। আমি পেশায় একজন ছাত্রী। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। এই বাংলায় জন্মগ্রহণ করে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। আমার ভালো লাগে বাংলায় কথা বলতে। এই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবে। আমি যেন আগামীতে আরো অনেক সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাইকে
ধন্যবাদ সবাইকে
আপনার মত আমারও কমিউনিটির এত সুন্দর সুন্দর রঙিন কাগজের নকশা গুলো দেখে তৈরি করতে ইচ্ছা হচ্ছে। প্রথমবার চেষ্টা করার পরেও আপনার তৈরি করা এই রঙিন কাগজের নকশাটি দারুণ হয়েছে আপু।
প্রথমবার না ভাইয়া এর আগে ও তৈরি করেছি। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য
আপু আপনার রঙিন কাগজের নকশার ডাই পোস্টটি দেখতে চৎকার লাগছে।আপনার ডাই এর কালার দারুন লাগছে আপু।তাছাড়া আপনি ডাইটির প্রতিটি ধাপ খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।এটা দেখে যে কেউ সহজেই ডাই টি তৈরি করতে পারবেন।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর নকশার ডাই পোস্টটি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে আপু এত সুন্দর মন্তব্য করার জন্য
আপনি খুব সুন্দর ভাবে রঙিন কাগজ দিয়ে নকশা তৈরি করেছেন। দেখতে বেশ ভালই লাগছে। যদিও আপনি প্রথমবার তৈরি করেছেন তারপরও অনেক সুন্দর হয়েছে। আপনি যেভাবে এটি তৈরি করেছেন ঠিক সেগুলো আমাদেরকে সুন্দরভাবে দেখিয়েছেন। আপনার তৈরি কৃত রঙিন কাগজের নকশার বর্ণনা অনেক সুন্দর দিয়েছেন।
ভাইয়া প্রথম বার নকশা তৈরি করিনি এর আগেও করেছি। ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর মন্তব্য করার জন্য
বাহ আপু রঙিন কাগজের খুব সুন্দর একটি নকশা বানিয়েছেন। আপনার এই নকশা দেখতে অনেক সুন্দর হয়েছে। এই নকশা গুলো দেয়ালে লাগিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। আমি অনেক আগে এমন একটি নকশা বানিয়েছিলাম। ধন্যবাদ এত সুন্দর একটি নকশা আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার কাছে আমার তৈরি নকশা ভালো লেগেছে শুনে খুশি হলাম আপু। ধন্যবাদ আপনাকে
রঙিন কাগজের অনেক সুন্দর একটি নকশা তৈরি করেছেন আপু। এটা দেখে মনে হচ্ছে অল্প সময়ে তৈরি হয়েছে। দেখতেও অসাধারণ লাগছে। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
জি আপু খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়েছিল। ধন্যবাদ আপনাকে
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি নকশা তৈরি করেছেন আপু, দেখে খুব ভালো লাগলো। আপনি অত্যন্ত নিখুঁতভাবে নকশাটি তৈরি করেছেন এবং প্রতিটি ধাপের বর্ণনা খুব সুন্দর ভাবে দিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর মন্তব্য করার জন্য