" ইলিশ মাছের সবজির ঝোল রেসিপি " || 10 % Beneficiary to @ shy-fox

হ্যালো বন্ধুরা

আসসালামু আলাইকুম / আদাব


আমার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই কেমন আছেন। আশা করি মহান আল্লাহ তায়ালার রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন।


IMG_20220205_230559.jpg

সম্পূর্ণ মাছের রেসিপি

আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে এসে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের মাঝে ইলিশ মাছের রেসিপি শেয়ার করব। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই সবজি দিয়ে ইলিশ মাছের রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ

IMG_20220207_121006.jpg

উপকরণপরিমাণ
ফুলকপি১ টি
আলু৪ টি
মুলা৩ টি
ইলিশ মাছ৪ টি
মরিচ বাটাপরিমান মত
পেঁয়াজ বাটাপরিমান মত
লবণস্বাদমতো
হলুদ গুঁড়া১ চা-চামচ
জিরা বাটাপরিমান মত
তেলপরিমান মত

ইলিশ মাছ রান্নার প্রক্রিয়া

ধাপ ১

IMG_20220205_194915.jpg

ফুলকপি, আলু ও মুলা ছোট করে কেটে নেই। কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নেই।

ধাপ ২

IMG_20220205_211051.jpg

IMG20220205210614.jpg

এবার ইলিশ মাছ গুলোকে পরিমাণ মতো একটু লবণ ও হলুদ দিয়ে মেখে নেই। এবার করায় চুলার মধ্যে বসিয়ে নেই এবং পরিমাণ মতো একটু তেল করাইয়ের মধ্যে দিয়ে নেই।

ধাপ ৩

IMG20220205211233.jpg

IMG_20220207_121153.jpg

এরপর গরম তেলে একটি একটি করে ইলিশ মাছ গুলো দিয়ে নেই। ইলিশ মাছ গুলো একটু ভাজা হয়ে গেলে প্লেটের মধ্যে নামিয়ে নেই।

ধাপ ৪

IMG20220205213346.jpg

IMG20220205213509.jpg

আবার কড়াই এর মধ্যে পরিমাণ মতো একটু তেল দিয়ে নেই । এরপর সব মশলা গুলো গরম তেলে দিয়ে দেই। সবগুলো একটু ভালো করে নেড়ে দেই। ভালো করে নেড়ে দিয়ে কিছুক্ষণ রেখে দিবো এরপর একটু পোড়া পোড়া করে নেই।

ধাপ ৫

IMG20220205213602.jpg

IMG20220205213807.jpg

এরপর মসলা গুলোর মধ্যে ফুলকপি, আলু ও মুলা দিয়ে দেই। এরপর ভালো করে নেড়ে দেই। নেড়ে দেওয়ার পর কিছুক্ষণ কড়াই এর মধ্যে রেখে দেই।

ধাপ ৬

IMG20220205213850.jpg

IMG20220205214806.jpg

ভালো করে নেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে নেই। সবজি গুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো একটু পানি দিয়ে নেই। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে নেই।

ধাপ ৭

IMG20220205220219.jpg

IMG20220205220351.jpg

কড়াইয়ের পানি গুলো একটু শুকিয়ে গেলে আবার একটু পরিমাণ মতো পানি দিয়ে নেই। এরপর ইলিশ মাছ গুলো একটি একটি করে কড়াই এর মধ্যে দিয়ে দেই।

ধাপ ৮

IMG20220205220455.jpg

ইলিশ মাছ গুলো কড়াই এর মধ্যে দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেই। সিদ্ধ না হওয়া পর্যন্ত কড়াই এর মধ্যে রেখে দেই। এরপর সিদ্ধ হওয়ার পর নামিয়ে নিবো।

শেষের ধাপ

IMG_20220205_230559.jpg

অবশেষে তৈরি হয়ে গেলো ইলিশ মাছের সবজির ঝোল রেসিপি। এই হলো আমার তৈরি আজকের রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে।


আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমি যেনো এরকম আরো সুন্দর রেসিপি বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে পারি।

কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

Sort:  
 3 years ago (edited)

রেসিপি টি দেখতে খুবই লোভনীয় হয়েছে আপু। ইলিশ মাছের স্বাদ সম্পর্কে আমরা সবাই অবগত। আর আপনার রেসিপি টি দেখে মনে হচ্ছে খুবই মজা হয়েছিল। সুন্দর উপস্থাপনা করেছেন ও উপকরণ গুলো সঠিক পরিমানে দেওয়ায় যে কেউ খুব সহজেই বুঝতে পারবে ও তৈরি করতে পারবে।কালারটা দারুণ হয়েছে পারফেক্ট কালার।

অসংখ্য ধন্যবাদ আপনাকে রেসিপি টি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপু🙂🙂

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য। আপনার কথা শুনে আমার খুব ভালো লাগলো। আমার জন্য দোয়া করবেন।

ইলিশ হলো আমাদের জাতীয় মাছ। বাঙালি জাতির সবার প্রায় ইলিশ মাছ অনেক পছন্দের একটি খাবার। আপনি ইলিশ মাছ দিয়ে অসাধারন একটি রেসিপি তৈরি করেছেন। আপনার রান্নার প্রতিটি ধাপ ছিল খুবই সুশৃংখল এবং সুন্দর। ধন্যবাদ আপনার আগামীর জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এতো সুন্দর মন্তব্য করার জন্য। আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম আরো সুন্দর রেসিপি বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ইলিশ মাছের অনেক রান্না খেয়েছি তবে এই রকম সবজি দিয়ে খাওয়া হয় নাই।আপনি খুব সুন্দর করে রেসিপিটি শেয়ার করেছেন। খুব ভালো লাগলো। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে। এতো সুন্দর মন্তব্য করার জন্য। আমার জন্য দোয়া করবেন।

ইলিশ মাছের সবজির ঝোল রেসিপিটি অনেক সুন্দর লাগছে। ইলিশ মাছ খেতে এমনিতেই খেতে খুব টেষ্ট লাগে। সঙ্গে আপনি সবজি মিশ্রণে রেসিপির স্বাদ আরো বাড়িয়ে তুলেছে অবশ্যই। ধন্যবাদ আপনাকে পছন্দের মাছের রেসিপি শেয়ার করার জন‍্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ইলিশ মাছের রেসিপি গুলো দেখলেই আমার জিভ দিয়ে জল চলে আসে, কারণ ইলিশ মাছ আমার সবচাইতে প্রিয় মাছ। ইলিশ মাছের যেকোনো রেসিপি খেতে খুবই সুস্বাদু লাগে। আজকে আমরা ইলিশ মাছ দিয়ে সুস্বাদু রেসিপি দেখে বারবার খেতে ইচ্ছা করছে। খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করলেন। আপনার জন্য রইল শুভকামনা।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য। আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম আরো সুন্দর রেসিপি বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে পারি।

 3 years ago 

আপু,আপনার রান্না করা ইলিশ মাছের সবজি তরকারি টি।আমার কাছে একদম ইউনিক একটি রেসিপি লাগছে।
ইলিশ মাছ সবজি দিয়ে রান্না করি তবে এত সবজি দিয়ে একসাথে রান্না করি নি। আপনি বিভিন্ন রকমের সবজি দিয়ে ইলিশ মাছের ঝোল তরকারি রান্না করেছেন।কালার টা বেশ লোভনীয় দেখাচ্ছে। ইলিশ মাছ দিয়ে সবজি ঝোল তরকারি রান্না করার প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ এতো সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার কথা শুনে আমার খুব ভালো লাগলো আপু। আমার জন্য দোয়া করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ফুলকপির আমার খুবই প্রিয় একটি সবজি। আর তার সাথে ইলিশ মাছ দিয়ে রান্না করেছেন দেখে মনে হচ্ছে খেতে খুবই অসাধারণ হয়েছে। ইলিশ মাছ এবং ফুলকপি, আলু দিয়ে খুব সুন্দর করে রান্না করেছেন। আপনি রেসিপিটি বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন। খুবই ভালো লেগেছে আপনার রান্না। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য। আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম আরো সুন্দর রেসিপি বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে পারি।

 3 years ago 

ওয়াও আপু আপনার যত্নসহকারে তৈরি করা ইলিশ মাছের সবজির ঝোল রেসিপি টা বেশ সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। যা দেখে খুবই ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপু।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য। আপনার ওয়াও কথাটি শুনে আমার খুব ভালো লাগলো ভাইয়া। আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম আরো সুন্দর রেসিপি বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে পারি।

 3 years ago 

ইলিশ মাছ হলো আমাদের জাতীয় মাছ।ইলিশ মাছ আমার বাচ্চারা অনেক পছন্দ করে। এমন একটি রেসিপি উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপু। এত সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 90641.97
ETH 3108.44
USDT 1.00
SBD 2.99