Diy "এসো নিজে করি" রঙিন কাগজ ও ফেলে দেওয়া কার্টুন দিয়ে সুন্দর একটি কলম দানি তৈরি " || 10 % Beneficiary to @ shy-fox

হ্যালো বন্ধুরা

আমার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আসসালামু আলাইকুম ও অন্যান্য ধর্মীয় ব্যক্তিদের জন্য আদাব। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আশা করি মহান আল্লাহ তায়ালার রহমতে আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভাল আছি। ডাই পোস্ট করতে আমার খুব ভালো লাগে। তাই প্রতিদিনের মতোই আজ নতুন একটি ডাই পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। রঙিন কাগজ ও ফেলে দেওয়া কার্টুন দিয়ে সুন্দর একটি কলমদানি তৈরি করার চেষ্টা করলাম। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে বন্ধুরা চলুন দেখে নেই রঙিন কাগজ ও ফেলে দেওয়া কার্টুন দিয়ে সুন্দর একটি কলমদানি।

IMG20220127165351.jpg

উপকরণ

IMG20220127170225.jpg

হলুদ কাগজ
নীল কাগজ
স্কেল
পেন্সিল
আঠা
কাঁচি
শক্ত কাগজ

কলমদানি তৈরি প্রক্রিয়া

ধাপ ১

IMG20220127120108.jpg

প্রথমে রঙিন নীল কাগজ এভাবে চিকন করে কেটে নেই। মোট ১১টি

ধাপ ২

IMG20220127141115.jpg

রঙিন নীল কাগজ চিকন করে কেটে নেওয়ার পর হাত দিয়ে এভাবে রোল করে নেই কয়েকটি।

ধাপ ৩

IMG20220127141808.jpg

*রোল করে নেওয়া নীল রং এর কাগজ গুলো হাত দিয়ে এভাবে পেচিয়ে নেই ছোট করে তিনটি। *

ধাপ ৪

IMG20220127143526.jpg

একইভাবে রোল করে নেওয়া নীল রঙের কাগজ গুলো পেচিয়ে নেই বড় করে তিনটি।

ধাপ ৫

IMG20220127153029.jpg

গোল করে পেঁচিয়ে নেওয়া ছোট নীল রঙের কাগজ কেটে নিয়ে এভাবে আঠা দিয়ে লাগিয়ে নেই। চাকা তৈরি করার জন্য এভাবে তিনটি বানিয়ে নেই।

ধাপ ৬

IMG20220127154000.jpg

হলুদ রঙিন কাগজ চিকন করে কেটে নেই এভাবে সাতটি ।

ধাপ ৭

IMG20220127154527.jpg

রোল করে এভাবে পেচিয়ে নেই হলুদ রঙের কাগজ সাতটি।

ধাপ ৮

IMG20220127154858.jpg

নীল রঙের দুটি চাকা নেই এবং এর মাঝে হলুদ রঙের রোল করা একটি পাইপ আঠা দিয়ে মাঝে লাগিয়ে নেই।

ধাপ ৯

IMG_20220127_155212.jpg

একটি চাকা নেই এবং এর মধ্যে হলুদ রঙের পাইপটি মাছ দিয়ে ঢুকিয়ে দেই।

ধাপ ১০

IMG20220127155449.jpg

হলুদ রঙের পাইপটি দুই চাকার মাঝে আঠা দিয়ে লাগিয়ে নেই।

ধাপ ১১

IMG20220127162000.jpg

পেচিয়ে নেওয়া হলুদ রংয়ের পাইপ ছোট করে কেটে নিয়ে ভাঁজ করে দু'চাকার মাঝে আঠা দিয়ে লাগিয়ে নেই।

ধাপ ১২

IMG20220127115451.jpg

শক্ত কাগজের সাইজ ছোট করে কেটে নিয়ে এভাবে মরে নিয়ে আঠা দিয়ে লাগিয়ে নেই।

ধাপ ১৩

IMG20220127160344.jpg

হলুদ কাগজের সাইজ একটু বড় করে কেটে নিয়ে শক্ত কাগজ এর উপর আঠা দিয়ে লাগিয়ে নেই।

ধাপ ১৪

IMG20220127161037.jpg

শক্ত কাগজ গোল করে কেটে নেয় এবং হলুদ কাগজ এর ওপর আঠা দিয়ে লাগিয়ে নেই।

ধাপ ১৫

IMG20220127162435.jpg

মরে নেওয়া শক্ত কাগজ টি দুই চাকার মাঝে আটা দিয়ে বসিয়ে দেই।

ধাপ ১৬

IMG20220127163659.jpg

হলুদ রঙের পাইপ দুটি নেই প্রথম চাকার দুদিকে আঠা দিয়ে লাগিয়ে নেই।

ধাপ ১৭

IMG20220127164409.jpg

আবার হলুদ রঙের পাইপ দুটি নিয়ে চাকার উপরে আঠা দিয়ে লাগিয়ে নেই।

শেষের ধাপ

IMG20220127165351.jpg

হলুদ রঙের পাইপগুলো আঠা দিয়ে ভালভাবে লাগিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুন্দর একটি কলমদানি। আশা করি আমার এই কলমদানি টি আপনাদের সবার পছন্দ হবে।আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম আরো সুন্দর জিনিস বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে

Sort:  
 3 years ago 

রঙিন কাগজ ও ফেলে দেওয়া কার্টুন দিয়ে আপনি অনেক চমৎকার ভাবে একটি কলমদানি তৈরি করেছেন আপু। আপনার তৈরীকৃত এই রঙিন কাগজের কলমদানি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। সত্যিই আমি মুগ্ধ আপনার এরকম একটি পোস্ট দেখে। ধন্যবাদ আপনাকে এরকম একটি কলমদানি আমাদের সকলের মাঝে অনেক চমৎকার ভাবে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এত সুন্দর মন্তব্য করার জন্য। আমার জন্য দোয়া করবেন। আমি যেন এরকম আরো সুন্দর জিনিস বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে পারি।

 3 years ago 
ওয়াও, আপনি ফেলে দেওয়া জিনিস দিয়ে অসাধারণ কালেকশন কলমদানি বানিয়েছেন। প্রতিটা ধাপ খুব সুন্দরভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক শুভকামনা রইল।
 3 years ago 

আপনার ওয়াও কথাটি শুনে আমার খুব ভাল লাগল আপু। আপনাদের কথা শুনে আমাদের কাজ করার আগ্রহ আরও বেড়ে যায়। আমার জন্য দোয়া করবেন আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ফেলে দেয়া কার্টুন এবং রঙিন কাগজ দিয়ে আপনি কিন্তু খুবই ইউনিক এবং দেখতে সুন্দর একটি কলমদানি তৈরি করেছেন। এটা দেখতে কিন্তু বেশি ভালো লাগছে যে কলমদানি টা একটি গাড়ির উপরে আছে। আসলে অসম্ভব সুন্দর একটি কলমদানি তৈরি করেছেন আপনি। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য এভাবেই এগিয়ে যান।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনার কথা শুনে আমার খুব ভাল লাগলো। আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম আরো কাগজের তৈরি সুন্দর জিনিস বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে পারি।

 3 years ago 

আপনি রঙ্গিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি কলমদানি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমার কাছে আপনার এই পোস্টটি অনেক ইউনিক লেগেছে কেননা আপনি অনেক আলাদা ভাবে কলমদানি টা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন । রঙিন কাগজ ব্যবহার করায় কলমদানি দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগছে । ধন্যবাদ আপনাকে এমন একটি ক্রেটিভ পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আপনার চমৎকার কথাটা শুনে আমার মনে হচ্ছে আমার তৈরি করা কলমদানি টি আসলেই অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ আর কার্টুন দিয়ে অসাধারণ কলমদানি তৈরি করলেন। দেখতে আসলেই অসাধারণ দেখাচ্ছে। এরকম সুন্দর সুন্দর কলমদানি গুলো পড়ার টেবিলে সাজিয়ে রাখলে খুবই আকর্ষণীয় দেখায়। তেমনি আপনার তৈরি করা কলমদানি আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনার জাস্ট কথাটা শুনে আমার খুব ভাল লাগল আপু। আমি কলমদানি তৈরি করতে সত্যি সক্ষম হয়েছি।আপনার কথা শুনে আমার কাজ করার আগ্রহ আরো বেড়ে গেল। আমার জন্য দোয়া করবেন আপু। আমার পক্ষ থেকে আপনাকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 56855.76
ETH 2540.09
USDT 1.00
SBD 2.24