রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি হাত পাখা তৈরি // 10 % beneficiary to @ shy- fox

হ্যালো বন্ধুরা

আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন। আশা করি মহান আল্লাহ তায়ালার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজ আমি আপনাদের মাঝে আমার নিজের হাতে তৈরি করা রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি হাতপাখা আপনাদের মাঝে উপস্থাপন করব। আশা করি আপনাদের ভালো লাগবে। হাতপাখা এর আগে আমরা অনেক ধরনের দেখেছি আজ রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি হাতপাখা আপনাদের মাঝে শেয়ার করবো। তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন দেখে নেই রঙিন কাগজের সুন্দর একটি হাতপাখা।

IMG20220108172415.jpg

উপকরণ

IMG20220108155528.jpg

১. হলুদ কাগজ

২. লাল কাগজ

৩. কাঁচি

৪. স্কেল

৫. শক্ত কাগজ

৬. আঠা

রঙিন কাগজ দিয়ে হাত পাখা তৈরি প্রক্রিয়া

ধাপ ১

IMG20220108160240.jpg

প্রথমে আমরা শক্ত কাগজ এর উপর দাগ টেনে নিয়ে এভাবে তিনটি কেটে নেই।

ধাপ ২

IMG20220108160515.jpg

এভাবে একটি উপর আরেকটি আঠা লাগিয়ে নেই।

ধাপ ৩

IMG20220108161145.jpg

শক্ত কাগজের ওপর হলুদ কাগজ আঠা দিয়ে লাগিয়ে নেই।

ধাপ ৪

IMG20220108161413.jpg

লাল কাগজ দুটি সাইজ ছোট করে কেটে নেই।

ধাপ ৫

IMG20220108161617.jpg

প্রথমে একটি রঙিন কাগজ চিকন করে ভাজ করে নেই।

ধাপ ৬

IMG20220108162612.jpg

একই ভাবে দুটি রঙিন কাগজ এভাবে ভাগ করে নেই।

ধাপ ৭

IMG20220108162931.jpg

রঙিন কাগজ দুটি এভাবে মাঝখান দিয়ে ভাজ করে নেই।

ধাপ ৮

IMG20220108163415.jpg

একটি লাল রঙের কাগজ আরেকটির মাঝে আঠা দিয়ে লাগিয়ে নেই।

ধাপ ৯

IMG20220108163739.jpg

হাতপাখা বানানোর জন্য রঙিন কাগজ টি দুদিকে একটু খুলে নেই।

ধাপ ১০

IMG20220108164319.jpg

এখন লাল রঙিন কাগজ হলুদ কাগজ দিয়ে মোড়ানো শক্ত কাগজের উপর আঠা দিয়ে লাগিয়ে নেই।

ধাপ ১১

IMG20220108165104.jpg

হলুদ কাগজ সাইজ মত কেটে ত্রিভুজ আকৃতির মত ভাঁজ করে ফুলের পাপড়ি বানিয়ে কাঁচি দিয়ে কেটে নেই।

ধাপ ১২

IMG20220108165921.jpg

কাঁচি দিয়ে কেটে আঠা দিয়ে লাগিয়ে সুন্দর পাঁচটি ফুল তৈরি করে নেই।

ধাপ ১৩

IMG20220108171355.jpg

হাত পাখার ওপর হলুদ রঙের পাঁচটি ফুল আঠা দিয়ে লাগিয়ে নেই।

ধাপ ১৪

IMG20220108170706.jpg

লাল কাগজ সাইজ মতো কেটে ত্রিভুজ আকৃতির মত ভাঁজ করে ফুলের পাপড়ি বানিয়ে কাঁচি দিয়ে কেটে নেই।

ধাপ ১৫

IMG20220108171821.jpg

আঠা দিয়ে লাগিয়ে দুটি লাল রঙের ফুল বানিয়ে নেই।

ধাপ ১৬

IMG20220108165104.jpg

হলুদ কাগজ আবার একটু সাইজ বড় করে কেটে ত্রিভুজ আকৃতির মত ভাঁজ করে ফুলের পাপড়ি বানিয়ে কাচি দিয়ে কেটে নেই।

ধাপ ১৭

IMG20220108172140.jpg

আঠা দিয়ে লাগিয়ে হলুদ ফুল একটি বানিয়ে নেই।

ধাপ ১৮

IMG20220108172415.jpg

হলুদ ও লাল ফুল গুলো এভাবে আঠা দিয়ে লাগিয়ে দিলেই তৈরি হয়ে যাবে সুন্দর একটি রঙিন কাগজের হাতপাখা। আশা করি আমার এই রঙিন কাগজের হাত পাখা টি আপনাদের পছন্দ হবে। কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম আরো অনেক কিছু বানিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে পারি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ।

Sort:  

অনেক সুন্দর হয়েছে রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি হাত পাখা তৈরি। এসব হাত পাখা গ্রামে মুলত তৈরি করে । এখন ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে । ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি হাতপাখা আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

অসাধরন হয়েছে আপনার রঙিন কাগজ দিয়ে হাতপাখা বানানো। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু।হাত পাখা টা এখন আপনার কাছে রেখে দেন গরম পড়লে আমাকে দিয়ে দিয়েন আপু। আমরা শেয়ারে হাতপাখা টা ইউজ করব আপনি এখন করেন আমি পরে করবো 😁😁😁

 3 years ago 

নিশ্চয়ই আপু। আমি আপনাকে দিয়ে দিবো। ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি হাতপাখা বানিয়েছেন দেখতে অসম্ভব সুন্দর লাগছে বানানোর প্রতিটা ধাপ আপনি গুছিয়ে উপস্থাপন করেছেন শুভ কামনা রইলো।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

অনেক সুন্দর হয়েছে আপনার হাতপাখার ফটোগ্রাফি। মনে হচ্ছে হাতপাখা টায় খুব বাতাস হব। এখোন তো শিত বুঝা জাবে না গরমকালে হাতপাখা খুবই দরকার হয়।আমরাও ছোটবেলায় দেখছি আমার মা নিজ হাতে এই হাতপাখা বানাইতো।এখনো আমাদের বাসায় আছে এই হাতপাখা । ধন্যবাদ আপনাকে আপু অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

বাপ্রে এই কনকনে ঠান্ডার মধ্যে আমার পাখার দরকার নাই(মজা করলাম একটু 😁)।রঙিন কাগজ দিয়ে আপনার বানাও হাত পাখাটি অসাধারণ হয়েছে।এভাবেই এগিয়ে যান শুভকামনা রইলো আপনার জন্য।🖤

 3 years ago 

আমার জন্য দোয়া করবেন ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইলো। ধন্যবাদ

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে আপনি খুব সুন্দর একটি হাত পাখা তৈরি করেছেন। বিশেষ করে পাখার মধ্যে ফুলগুলো ভীষণ ভালো লাগছে। এবং আপনি হাতপাখাটির প্রত্যেকটা ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করে দেখিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কাজ আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে। আপনার জন্য শুভকামনা রইলো।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি হাত পাখা তৈরি করেছেন আপনি। বিশেষ করে আমার কাছে পাখার কালারটি খুব বেশি সুন্দর লেগেছে। তাছাড়া পাখার উপরের ছোট ছোট ফুলগুলো দিয়েছেন যার কারণে পাখাটি আরও বেশি আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পাখা তৈরি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন।

রঙিন কাগজ দিয়ে বেশ ভালো এবং অসম্ভব সুন্দর হাত পাখা তৈরি করেছেন ভাইয়া আপনি। যা দেখে সত্যিই অনেক ভালো লাগলো। আর আপনি প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপনাকে শুভেচ্ছা রইল আপনার প্রতি।

 3 years ago 

আমি ভাইয়া না আপু। ধন্যবাদ ভাইয়া আপনাকে। দোয়া করবেন আমার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58188.83
ETH 2585.51
USDT 1.00
SBD 2.40