নিখোঁজ সংবাদ।। ১০% @shy-fox এর জন্য।।

in আমার বাংলা ব্লগ2 years ago
আদাব - নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি চঞ্চল চৌধুরী এবং তানজিন তিশা অভিনীত নিখোঁজ সংবাদ নাটকের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। নাটকটি পুরাতন হলেও নাটকের কাহিনী এবং প্রেক্ষাপট অত্যন্ত সুন্দর। আশা করি এই নাটকটি সকলের কাছেই খুব ভালো লাগবে।

IMG_20221221_175117.jpg
ছবি: স্কিনশটের মাধ্যমে নেয়া হয়েছে

নাটকের গুরুত্বপূর্ণ তথ্যাবলী:

নাটকের নামনিখোঁজ সংবাদ
পরিচালকমোস্তফা সারয়ার ফারুকী
অভিনয়চঞ্চল চৌধুরী, তানজিন তিশা
দৈর্ঘ্য৩৯ মিনিট
ধরণসামাজিক
ভাষাবাংলা
মুক্তির তারিখ৩০/ জুলাই/২০১৮

কাহিনী সংক্ষেপ:

নাটকের শুরুতে আমরা দেখতে পাই যে মজিদ নামের একটি লোক হারানো গেছে। তাকে খোঁজে পাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। পরবর্তীতে মজিদের ভাই খবর নিয়ে আসে থানায় মসজিদের লাশ পাওয়া গিয়েছে। মজিদের মা, বউ এবং ভাইয়েরা থানায় মজিদের লাশ আনার জন্য যায়। লাশটি অনেকদিন পানিতে থাকার কারণে লাশটির মুখ স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না তাই পোস্টমর্টেম এর ব্যবস্থা করা হচ্ছিল। পোস্টমর্টেম এড়ানোর জন্য মজিদের মা থানায় লিখিত দেয় যে এটি তার ছেলে এবং তিনি তাঁকে চিনতে পেরেছেন।

IMG_20221221_175416.jpg

মজিদের মারা যাওয়ার পর তার দুই ভাই মিলে জমি ভাগ করে নেয় এবং মজিদের বউ সুফিয়াকে (তিশা) মজিদের ছোট ভাই বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সুফিয়া রাজি না থাকায় বাবার বাড়ি চলে যায়। কিছুদিন পর মজিদ গ্ৰামে ফিরে আসে । গ্ৰামের মানুষ মজিদকে ভূত ভেবে সূরা পড়তে শুরু করে এবং ইট দিয়ে ঢিল মারতে শুরু করে। মজিদ কোন উপায় না পেয়ে নৌকায় চড়ে বিলের মধ্যে বসে থাকে। সে যখনই উপরে উঠে আসে তখন মানুষ ভয় পেতে শুরু করে।

IMG_20221221_175516.jpg

()

মজিদের মা মজিদকে দেখতে যেতে চাইলে মজিদের দুই ভাই যেতে দেয় না কারণ তারা সম্পত্তির ভাগ দিতে রাজি নয়। তারা মজিদকে ভূত প্রমাণ করার জন্য বানিয়ে বানিয়ে অনেক কথা বলতে শুরু করে। মজিদের সাথে কেউ দেখা করতে গেলে তারা উত্তম-মাধ্যম দিয়ে থাকে। তাই কোন উপায় না পেয়ে মজিদ সুফিয়াদের বাড়ি চলে যায়। সুফিয়ার বাবা মজিদকে দূর দূর করে তাড়িয়ে দিতে চাইলেও সুফিয়া মজিদের সাথে থাকার জন্য রাজি হয়। তারপর সবাই বুঝতে পারে যাকে আগে খবর দেয়া হয়েছে সে আসল মজিদ নয় এই হল আসল মজিদ। পুনরায় সবাইকে বিশ্বাস করানোর জন্য প্রাপ্তি সংবাদ প্রচার করা হয়।

IMG_20221221_175629.jpg

()

ব্যক্তিগত মতামত:

নিখোঁজ সংবাদ নাটকটি আমার কাছে অনেক ভালো লেগেছে। গ্ৰামের কিছু মানুষ এখনও ভূতে বিশ্বাসী। আমাদের সকলের উচিত সকল পরিস্থিতিতে বুঝে শুনে সিদ্ধান্ত নেয়া । প্রথমে মজিদের মা লাশটি দেখে যে সিদ্ধান্ত নিয়েছিল সেটি ভূল ছিল তাই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে নাটকটি দেখে আমার কাছে দারুণ লেগেছে। যারা এখনও এই নাটকটি দেখেননি তারা নিচের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন।

ব্যাক্তিগত রেটিং: ৮.৫/১০

নাটকের লিংক:

Sort:  
 2 years ago 

নাটকটি আমি দেখেছি। নাটকের চরিত্র সংলাপ এবং দৃশ্যপট খুবই অসাধারণ। বিশেষ করে চঞ্চল চৌধুরীর অভিনয় আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনি খুব সুন্দর একটি নাটকের রিভিউ করেছেন। আসলে সামাজিক বিষয়বস্তুর উপর নাটকটি নির্মাণ করা হয়েছে। সমাজে অনেকে ভূত বিশ্বাস করে যা পরবর্তীতে অনেক ঘটনা জন্ম দেয়। এত সুন্দর নাটকের রিভিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

নাটকটি দেখার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

তিশা এবং চঞ্চল দুজনেই আমার বেশ পছন্দের অভিনেতা এবং অভিনেত্রী। তবে তাদের এই নাটকটি আমার দেখা হয়নি। দেখে বোঝা যাচ্ছে বেশ আগেকার নাটক এটি। তবে আগেকার নাটকগুলো দেখলে খুব ভালো লাগতো, শিক্ষনীয় এবং হাস্যকর অনেক ব্যাপার থাকতো। আপনাকে ধন্যবাদ নিখোঁজ সংবাদ নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু নাটকটি অনেক আগেকার দিনের।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67779.88
ETH 2396.01
USDT 1.00
SBD 2.32