ফটোগ্ৰাফি পোস্ট (চন্দ্রনাথ পাহাড় এবং চন্দ্রনাথ মন্দির)। 10% for shy-fox and 5% for abb-school

in আমার বাংলা ব্লগ2 years ago

আদাব-নমস্কার। আমি শান্ত চন্দ্র দাস। আমার ইউজার নেম @bloggershanto।আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করতে চলেছি। চলুন শুরু করা যাক।

বাংলাদেশের সীতাকুণ্ড খুবই আকর্ষণীয় একটি পর্যটন কেন্দ্র। সীতাকুন্ডে একাধারে সমুদ্র, ঝরনা এবং পাহাড় একসাথে দেখা যায়। আজ আমি আপনাদের সাথে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করব। কিছুদিন পূর্বে আমি চন্দ্রনাথ পাহাড়ে ঘুরতে যাই। চন্দ্রনাথ পাহাড়ের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়েছি। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠতে যতটুকু কষ্ট হয় তা চন্দ্রনাথ পাহাড়ের সৌন্দর্য দেখে দূর হয়ে যায়। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় একটি সুন্দর মন্দির রয়েছে। মন্দিরের প্রবেশদ্বার খুবই আকর্ষণীয় ।

IMG_20220824_160454.jpg
https://what3words.com/hurdling.takeout.refuges

নিচে থেকে পাহাড়ের চূড়া দেখে যতটুকু নিচে মনে হয় পাহাড়ের চূড়ায় উঠতে ঠিক ততটুকুই উপরে মনে হয়। চন্দ্রনাথ পাহাড়ে উঠতে গেলে অনেকগুলো সিঁড়ি পাড়ি দিয়ে উপরে উঠতে হয়। স্বাভাবিকভাবে সবগুলো সিঁড়ি পাড়ি দিয়ে উপরে উঠতে গেলে প্রায় দেড় থেকে দুই ঘন্টা সময় লাগে। যত উপরে ওঠা যায় ততই সৌন্দর্য বাড়তে থাকে।

IMG_20220824_161216.jpg
https://what3words.com/hurdling.takeout.refuges
পাহাড়ের চূড়ায় উঠতে হলে অবশ্যই বহনকৃত ব্যাগটি নিচে রেখে আসতে হবে এবং একটি লাঠি নিয়ে আসতে হবে যা উপরে উঠতে এবং নামতে সাহায্য করবে ।চাইলে লাঠি দশ টাকা মূল্যে ক্রয় করা যায় এবং বিশ টাকার বিনিময়ে ব্যাগটি নিচে রেখে আসা যায়।

IMG_20220824_162613.jpg
https://what3words.com/hurdling.takeout.refuges

যত উপরে উঠবেন ততই মেঘের পরিমাণ বাড়াতে থাকবে।মনে হবে যেন সব কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে। এখানে সবসময়ই প্রচুর বাতাস প্রবাহিত হয়।যা ক্লান্তি দূর করে শরীরকে শীতল করে রাখে এবং পাহাড়ের উঁচু নিচু গাছপালা দেখে মন প্রশান্তিতে ভরে উঠবে।

IMG_20220824_163948.jpg
https://what3words.com/hurdling.takeout.refuges

চন্দ্রনাথ পাহাড়ের সবচেয়ে বড় আকর্ষণ হল চন্দ্রনাথ মন্দির।যা পাহাড়ের চূড়ায় অবস্থিত। চন্দ্রনাথ মন্দির বাংলাদেশের উল্লেখযোগ্য একটি মন্দির। সনাতন ধর্মের অনেক মানুষ প্রতিবছর এই মন্দিরে তীর্থ যাত্রা করেন।

IMG_20220824_170210.jpg
https://what3words.com/hurdling.takeout.refuges

ছবির গুরুত্বপূর্ণ তথ্যাবলী:-

ডিভাইসOppo
মডেলA31
ফটোগ্রাফার@bloggershanto
লোকেশনচন্দ্রনাথ পাহাড়, সীতাকুণ্ড, বাংলাদেশ
তারিখ১২ই আগষ্ট ২০২২

শেষ কথা:

চন্দ্রনাথ পাহাড় খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি পাহাড়। পাহাড়ের সৌন্দর্য এবং পাখিদের কিচিরমিচির শব্দ আমার মন কেড়ে নিয়েছে। ব্যাক্তিগত ভাবে আমার কাছে চন্দ্রনাথ পাহাড় খুবই ভালো লেগেছে।যারা এখনও চন্দ্রনাথ পাহাড়ের সৌন্দর্য দেখতে যাননি তারা ঘুরে আসতে পারেন ।আর যারা ইতিমধ্যে চন্দ্রনাথ পাহাড় থেকে ঘুরে এসেছেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিবেন।
আপনাদের অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

খুবই সুন্দর পাহাড়টি। বাংলাদেশ বেশ সুন্দর সুন্দর জায়গা আছে সেটা তো জানি। এই জায়গাটা সত্যি খুব ভালো লাগলো, দেখে সাথে মন্দিরটা বেশ সুন্দর।

 2 years ago 

জ্বি জায়গাটি এবং মন্দিরটি সত্যিই অনেক সুন্দর।

 2 years ago 

চন্দ্রনাথ পাহাড় এবং চন্দ্রনাথ মন্দির দেখে খুবই ভালো লাগলো। সেখানে যাওয়ার সৌভাগ্য কোনদিন হয়নি। তবে জায়গাটি ভীষণ সুন্দর এটা আপনার ফটোগ্রাফি গুলো দেখেই বোঝা যাচ্ছে। দারুন সব ফটোগ্রাফি গুলো তুলে ধরেছেন এবং আমাদেরকে দেখার সুযোগ দিয়েছেন এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

হ্যা জায়গাটি অনেক সুন্দর।সময় সুযোগ হলে অবশ্যই ঘুরে আসবেন।

 2 years ago 

চন্দ্রনাথ পাহাড়ে আমি গিয়েছিলাম। অসম্ভব সুন্দর একটি জায়গায় এটি। আপনার ফটোগ্রাফি গুলো খুবই চমৎকারভাবে তুলেছেন। চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার কাছেও জায়গাটি অনেক ভালো লেগেছে। মন্তব্যের জন্য ধন্যবাদ

 2 years ago 

আহা, এই জায়গাগুলোতে যে কি প্রশান্তি, আপনার চতুর্থ ফটোগ্রাফিটি ভীষণ সুন্দর হয়েছে।ভালো থাকুন দাদা।

 2 years ago 

আমার কাছেও বেশ লেগেছে চার নাম্বারটি।

 2 years ago 

এই জায়গা কখনো যাওয়া হয়নি। কিন্তু দেখতে মনে হচ্ছে আসলে এটি খুব আকর্ষণীয় একটি জায়গা। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমারও খুব ঘুরতে যেতে ইচ্ছে করছে। এমন জায়গায় ঘুরতে গেলে মন ভালো হয়ে যায়। তাই আমিও সময় সুযোগ পেলে অবশ্যই এই জায়গায় ঘুরে আসব।

 2 years ago 

পাহাড়ি মনমাতানো দৃশ্যে সবার ই মন ভালো হয়ে যায়।

 2 years ago 

চন্দ্রনাথ পাহাড় এবং চন্দ্রনাথ মন্দির চিএ দেখে খুবই ভালো লাগলো।পাহাড়ের উঁচু নিচু গাছপালা দেখলে মনটা সতেজ হয়ে যায়। মেঘ দেখতে আসলে অনেক ভালো লাগে।মেঘ যদি হাত দিয়ে ধরা যায় তাহলে তো কোন কথাই নেই। অন্য রকম ভালো লাগা কাজ করে। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু মূহূর্ত ছবি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জায়গাটিতে গেলে সত্যি সত্যি প্রকৃতির প্রেমে পড়তেই হবে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59467.52
ETH 2609.98
USDT 1.00
SBD 2.38