নাটক রিভিউ ।। আই হেইট ইউ বাড়িওয়ালা ।।
আসসালামুয়ালাইকুম। আদাব - নমস্কার। আমি @bloggershanto । আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অপূর্ব এবং পায়েল অভিনীত আই হেইট ইউ বাড়িওয়ালা নাটকটি। তাহলে চলুন শুরু করা যাক।
ছবি: স্কিনশটের মাধ্যমে নেয়া হয়েছে
নাটকের নাম | আই হেইট ইউ বাড়িওয়ালা |
---|---|
অভিনয় | অপূর্ব, কেয়া পায়েল |
পরিচালক | বি. ইউ. শুভ |
দৈর্ঘ্য | ৪০ মিনিট |
ভাষা | বাংলা |
মুক্তির তারিখ | ২৮ জুলাই ২০২২ |
পরবর্তী দৃশ্যে দেখা যায় জয়া এবং তার বান্ধবী বাসায় উঠার পর একটি ছেলে তাদের পছন্দ করে না। ছেলেটির নাম শুভ (অপূর্ব) যে কিনা বাড়িওয়ালার ছেলে। এরপর আমরা জানতে পারি তিন বছর পূর্বে শুভ এবং জয়ার মধ্যে প্রেম ছিল। তখন জয়া শুভকে প্রচুর ভালবাসত কিন্তু শুভ জয়াকে ঠকিয়েছে।শুভদের বাসায় উঠার পর শুভ মনে করে জয়া প্রতিশোধ নেয়ার জন্য তাদের বাসায় ভাড়া নিয়েছে। তাই শুভ তাদের বাসা ছেড়ে দেয়ার জন্য অনেক ভাবে ডিস্টার্ব করতে শুরু করে। জয়ার সাথে দেখা হলেই ঝগড়া শুরু করে দিত, জয়া গোসলে গেলে পানির ট্যাপ বন্ধ করে দিত। অন্যদিকে জয়াও সুযোগ পেলে শুভকে লজ্জা দেয়ার চেষ্টা করত তাই সে ফ্যানের রেগুলেটর বন্ধ করে ফ্যান ঠিক করে দিতে বলত এবং বাথরুমের ফ্লাশও ঠিক করাত।
একবার শুভ জয়ার পরীক্ষার আগের দিন রাতে তাদের বাসার কারেন্টের লাইন বন্ধ করে দেয় তাই জয়ার পরীক্ষা খারাপ হয়। তাই শুভর মাকে জয়া বাসা ছেড়ে দেয়ার কথা জানায় এবং শুভর সাথে তার রিলেশন ও ঠকানোর কথা জানায়। এসব কথা শুনার পর শুভর মা শুভকে বুঝায় এবং জয়াকে আটকানোর কথা বলে। শুভ তার ভুল বুঝতে পারে তাই সে জয়াকে বুকে টেনে নেয়।
আই হেইট ইউ বাড়িওয়ালা নাটকটি দেখে আমার অনেক ভালো লেগেছে। নাটকের পরিচালনা এবং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ছিল। নাটকটিতে অপূর্ব এবং পায়েল দুজনেই খুব ভালো অভিনয় করেছে। তো বন্ধুরা এই ছিল আই হেইট ইউ বাড়িওয়ালা নাটকের রিভিউ । আশা করি রিভিউটি পড়ে আপনাদের ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ব্যক্তিগত রেটিং ৭.৫/১০
এ নাটকটি আমি দেখেছি আমার কাছে এই নাটকটি অনেক ভালো লেগেছিল। আপনি খুবই সুন্দর করে আই হেট ইউ বাড়িওয়ালা নাটকের রিভিউটি দিয়েছেন যার কারণে নাটকটি আবার আমার চোখের সামনে পুরোটাই ভেসে উঠল। অপূর্বর প্রত্যেকটা নাটকই আমার কাছে ভালো লাগে এবং আমি দেখার চেষ্টা করি।
অপূর্বর নাটক আমারও খুব ভালো লাগে।
ঢাকা শহরে ব্যাচেলারদের বাড়ি খুঁজে পাওয়া খুব মুশকিল। নাটকটি দেখে মনে হচ্ছে খুবই মজার একটি নাটক কিন্তু রেটিং পাওয়ার কম দেখে মনে হচ্ছে অন্য কোন সমস্যা আছে 😆।
সময় পেলে নাটকটি দেখার চেষ্টা করবো আমি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রিভিউ শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ
আপনার রিভিউ করা নাটকটি কখনো দেখি নাই। তবে নাটকটির নাম শুনেই মনে হইতেছে নাটকটি দেখতে অনেক ইন্টারেস্ট হবে। তবে নাটকটির মূলকথা পড়ে অনেক ভালো লাগলো।
আপনার জন্য শুভকামনা রইল
শুভকামনা আপনার জন্যও
বাহ নাটকটির নাম শুনেই খুবই চমৎকার লাগছে নিশ্চয়ই অনেক মজার হবে। আসলেই ঢাকা শহরে কর্কশ মেজাজের বাড়িওয়ালাদের কেউ দেখতে পারে না। অপূর্বের নাটক এমনিতেই আমার কাছে অপূর্ব লাগে। আজ সাথে কেয়া আপেলের জুটিটা অসাধারণ। সুযোগ করে এই নাটকটি দেখে নেব।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
Hi, @bloggershanto,
Thank you for your contribution to the Steem ecosystem.
Your post was picked for curation by @rex-sumon.
Please consider voting for our witness, setting us as a proxy,
or delegate to @ecosynthesizer to earn 100% of the curation rewards!
3000SP | 4000SP | 5000SP | 10000SP | 100000SP