নাটক রিভিউ।। পেটুক- মোশারফ করিম।।
নমস্কার বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মোশারফ করিম অভিনীত পেটুক নাটকের রিভিউ। নাটকটি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে তাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক।
ছবি: স্ক্রিনেটের মাধ্যমে নেওয়া হয়েছে
নাটকের গুরুত্বপূর্ণ তথ্যাবলী:
নাটকের নাম | পেটুক |
---|---|
পরিচালক | আজাদ কালাম |
অভিনয় | মোশারফ করিম, রেহনুমা মোস্তফা |
দৈর্ঘ্য | ৪০ মিনিট |
ধরণ | কমেডি |
ভাষা | বাংলা |
মুক্তির তারিখ | ০৬/০৫/২০২২ |
কাহিনী সংক্ষেপ:
নাটকের শুরুতে আমরা দেখতে পাই যে তুয়াব আলী (মোশারফ করিম) একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে যাচ্ছে। সে হল এমন একজন মানুষ যার কোন বিয়ের দাওয়াতের প্রয়োজন হয় না। সে দাওয়াত ছাড়াই সকল বিয়ের অনুষ্ঠানে গিয়ে হাজির হয়। তাই মাঝে মাঝেই সে গণধোলাই খেয়ে থাকে। সে কোন প্রকার কাজ করতে রাজি নয়। তার এলাকার চেয়ারম্যানের মেয়ে মাঝে মধ্যেই তার জন্য খাবার তুলে রাখে।
একদিন তুয়াব তার প্রতিবেশীর বাড়িতে গিয়ে দেখে তারা খাবার খাচ্ছে। তখন ডিম দেখে তার খুব খেতে ইচ্ছে করে বিনিময়ে সে সব কাজ কর দিতে রাজি আছে। তাই বাড়ির মালিক তাকে বলে তার বড় ক্ষেতের আগাছা পরিষ্কার করে দেয়ার জন্য। তুয়াব আলী ক্ষেতের আগাছা পরিষ্কার করার সময় সব ধান গাছও তুলে ফেলে কারণ সবগুলোই সবুজ রঙের ছিল। তাই গ্ৰামের মানুষ তাকে গণধোলাই দেয় তখন চেয়ারম্যানের মেয়ে এসে তাকে বাঁচায় এবং নিজ হাতে খাবার খাইয়ে দেয়।
একদিন সে দেখে রাস্তা দিয়ে এক লোক ইলিশ মাছ নিয়ে বাসায় যাচ্ছে। সে পিছু পিছু লোকটির বাড়িতে চলে য়ায় এবং বাড়ির কর্তার বন্ধু পরিচয় দিয়ে গল্পে গল্পে পুরো মাছ খেয়ে ফেলে। যখন চেয়ারম্যানের মেয়ের বিয়ে ঠিক হয় তখন তুয়াব আলী গিয়ে বলে সে চলে গেলে তাকে খাবার কে খাওয়াবে। পরবর্তীতে দেখা যায় চেয়ারম্যানের মেয়ের ফুলশয্যার রাতে তার শশুর বাড়িতে গিয়ে তার কাছে খাবার চায়।
ব্যক্তিগত মতামত:
পেটুক নাটকটি ব্যাক্তিগত ভাবে আমার কাছে খুবই ভালো লেগেছে। মোশারফ করিম এমন একজন অভিনেতা যে কিনা সকল চরিত্রে নিজেকে খুব সুন্দর করে মানিয়ে নিতে পারেন। আমাদের সমাজেও এমন কিছু মানুষ রয়েছে যারা কোন কাজ করতে রাজি নয় তারা শুধু অন্যের খাবারের উপর দৃষ্টি নিক্ষেপ করে থাকে। নাটকটি যারা দেখেছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে।
মোশাররফ করিমের নাটক গুলো আমার ভীষণ ভালো লাগে। মোশাররফ করিম অনেক সুন্দর অভিনয় করেন। পেটুক- মোশারফ করিম নাটকটি এখনো দেখা হয়নি। তবে আপনার নাটক রিভিউ দেখে বোঝা যাচ্ছে হাসির একটি নাটক। সময় করে অবশ্যই দেখবো। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
ঠিক বলেছেন মোশারফ করিম সুন্দর অভিনয় করে থাকে।
আপনার কথাটা একেবারে সত্যি।মোশারফ করিম এমন একজন অভিনেতা যে কিনা সকল চরিত্রে নিজেকে খুব সুন্দর করে মানিয়ে নিতে পারেন।আমার তার অভিনয় খুব ভালো লাগে।তবে আপনার পেটুক নাটকের রিভিউটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আমার কাছেও মোশারফ করিমের অভিনয় খুব ভালো লাগে।