কবিতা : প্রাণ - রবীন্দ্রনাথ ঠাকুর। আবৃত্তি: শান্ত। 10% for @shy-fox & 5% for @abb-school

in আমার বাংলা ব্লগ2 years ago
নমস্কার বন্ধুরা।আমি শান্ত চন্দ্র দাস। আমার ইউজার আইডি @bloggershanto । সবাই কেমন আছেন? আশা করি সৃষ্টিকর্তার কৃপায় সকলেই ভালো আছেন। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি খুব ভালো আছি।আজ আপনাদের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ কবিতাটি আবৃত্তি করাবো।এই কবিতাটি সংকলিত হয়েছে কড়ি ও কোমল কাব্যগ্ৰন্থ থেকে। আবৃত্তি সিরিজে এটি আমার প্রথম উপস্থাপনা। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক।

প্রাণ

রবীন্দ্রনাথ ঠাকুর

মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে,
মানবের মাঝে আমি বাঁচিবার চাই।
এই সূর্যকরে এই পুষ্পিত কাননে
জীবন্ত হৃদয়-মাঝে যদি স্থান পাই!
ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত,
বিরহ মিলন কত হাসি-অশ্রুময় –
মানবের সুখে দুঃখে গাঁথিয়া সংগীত
যদি গো রচিতে পারি অমর-আলয়!

তা যদি না পারি, তবে বাঁচি যত কাল
তোমাদেরি মাঝখানে লভি যেন ঠাঁই,
তোমরা তুলিবে বলে সকাল বিকাল
নব নব সংগীতের কুসুম ফুটাই।
হাসি মুখে নিয়ো ফুল, তার পরে হায়
ফেলে দিয়ো ফুল, যদি সে ফুল শুকায়।।


মূলকথা:

কবি এই পৃথিবী ছেড়ে কখনো যেতে চান না কারণ এই জগৎ অত্যন্ত আকর্ষণীয় এবং সুন্দর। তিনি এই আবেগ ভালোবাসার জগৎ থেকে মৃত্যুবরণ করতে চান না।কবি এই সুন্দর ভুবনে সকলকে নিয়ে বেঁচে থাকতে চান। মন জয়ী রচনার মাধ্যমে সূর্যের আলো, ফুলের বাগান এবং সৃজনশীল মানুষদের হৃদয়ে স্থান পেতে চান।কবি অমর হয়ে সকলের সুখে-দুঃখে হাসি কান্নায় সকলের পাশে থাকতে চান। তিনি তার সৃজনশীলতার মাধ্যমে পৃথিবীতে অমর আলয় রচনা করতে চান। কবি আবার বলেছেন তিনি যদি তার সৃজনশীলতার মাধ্যমে অমর হতে না পারেন তাহলে যতকাল তিনি বাঁচবেন ততকাল আমাদের মাঝেই বেঁচে থাকতে চান। তিনি সবসময় নতুন নতুন সৃষ্টির মাধ্যমে আমাদের এগিয়ে নিতে চান। শেষ পর্যায়ে কবি বলেছেন তার সৃষ্টি গুলো বা তার সৃজনশীল কাজ গুলো যেন আমরা সাদরে গ্রহণ করি আর যদি এগুলো আমাদের পছন্দ না হয় তাহলে যেন শুকনো ফুলের ন্যায় ফেলে দিই।

প্রাণ কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে মানুষ সৎ এবং শুভ কর্মের মাধ্যমে পৃথিবীতে অমর হয়ে বেঁচে থাকতে পারে।আর যদি কেউ সৎ এবং শুভ কর্ম না করে তাহলে জগৎ থেকে তার নাম মুছে যায়।আমরাও সকলেই চেষ্টা করব যেন আমাদের ভালো কাজের মাধ্যমে পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে পারি।


আবৃত্তি


Made by My Movie



ধন্যবাদ

Sort:  
 2 years ago (edited)

ভাই তোমায় একটা কথা বলি কিছু মনে করো না যেনো, আবৃত্তি পাঠের সময় প্রতিটা শব্দ অনুভব করে পাঠ করো। দেখবে শুনতে আরো ভালো লাগবে। আর আবৃত্তির মধ্যে একটু আপস্ ডাউন্স রেখো, শ্রুতি মধুর লাগবে। আর শব্দ উচ্চারণও স্পষ্ট হবে আরো।
তোমার জন্য অনেক শুভেচ্ছা রইলো। বড় দিদির মত বললাম, কোন কথা খারাপ লাগলে দুঃখ পেও না। মনে লাগিও না। আমি নিজেও বিশারদ নই, তবু শুনে যে টুকু মনে হল সেটুকুই বললাম।

 2 years ago 

দিদি আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। আশা করি আপনার কথা গুলো অনুসরণ করলে আমার উপস্থাপনা আরো সুন্দর হতে হবে।

 2 years ago 

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রাণ কবিতাটি আপনি আজ আবৃত্তি করে আমাদের মাঝে তুলে ধরলেন।সুন্দরভাবে আপনি আবৃত্তি করার চেষ্টা করেছেন। আশা করি পরবর্তীতে এর থেকে অনেক ভাল ভাবে কবিতা আবৃত্তি করে আমাদেরকে শোনাবেন। শুভকামনা রইলো ভাইয়া।

 2 years ago 

হ্যা চেষ্টা করবো এরপর থেকে আরো ভালো ভাবে উপস্থাপন করতে

ভাই ভালো একটা চেষ্টা করেছেন আবৃত্তি করার। তবে আমি বলব এরপর যখন আবার আবৃত্তি করবেন প্রতিটা লাইন খুব সুন্দর করে পড়ে অনুভব করার চেষ্টা করবেন। দেখবেন আরো সুন্দর হচ্ছে লাইনগুলো। উচ্চারণের ব্যাপারটাও একটু খেয়াল রাখবেন। আসলে আমার মনে হল এই ব্যাপারগুলো আপনার একটু লক্ষ্য রাখা উচিত। আশা করি সামনে আরো অনেক ভালো হবে।

 2 years ago 

এরপর যখন আবার আবৃত্তি করবেন প্রতিটা লাইন খুব সুন্দর করে পড়ে অনুভব করার চেষ্টা করবেন। দেখবেন আরো সুন্দর হচ্ছে লাইনগুলো। উচ্চারণের ব্যাপারটাও একটু খেয়াল রাখবেন।

আপনি খুব ভালো একটি পরামর্শ দিয়েছেন। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ভালো প্রচেষ্টা এবং স্পষ্ট উচ্চারণ।তবে কবিতা ফিল করে আবৃত্তি করলে আরো বেটার হতো।অনেকটা রোবোটিক স্টাইলে আবৃত্তি টা হয়ে গেছে।তবে কোনো ব্যাপার না সামনে আর ভালো করবে এটাই প্রত্যাশা।

 2 years ago 

আশা করি পরের বার থেকে আরও ভালো হবে। পরামর্শের জন্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 59484.75
ETH 2614.53
USDT 1.00
SBD 2.41