চাঁদপুরের ময়না দ্বীপ এবং তিন নদীর মোহনায় কিছুটা সময়।।

in আমার বাংলা ব্লগ2 years ago
আদাব - নমস্কার। আশা করি আমার বাংলা ব্লগের সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চাঁদপুরের ময়না দ্বীপ এবং তিন নদীর মোহনায় কাটানো কিছু সময়ের স্মৃতি। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক।


IMG_20221211_234217.jpg

গত ৮ ই নভেম্বর আমি এবং আমার চার বন্ধু ( শাকিল, মিম, রবিন, এলাহী) মিলে ঘুরতে গিয়েছিলাম ইলিশের দেশ চাঁদপুর। সেখানে আমরা অনেক মজা করেছি। চাঁদপুরের ভ্রমণ পর্বে আমরা ঘুরতে গিয়েছিলাম মিনি কক্সবাজার নামে খ্যাত ময়না দ্বীপে। ময়না দ্বীপটি খুবই সুন্দর সেখানে গিয়ে আমার অনেক ভালো লেগেছে।

IMG_20221211_224713.jpg

চাঁদপুরে ঘুরতে যাওয়ার পূর্বে আমাদের কোন পরিকল্পনা ছিল না ময়না দ্বীপে যাওয়ার। চাঁদপুর লঞ্চ টার্মিনালে পৌঁছানোর পর আমরা চলে আসি তিন নদীর মোহনা দেখার জন্য যেখানে পদ্মা, মেঘনা এবং ডাকাতিয়া নদী একত্রিত হয়েছে। সেখানে যাওয়ার পর আমরা জানতে পারি তিন নদীর মোহনার পাশেই একটি সুন্দর দ্বীপ রয়েছে। দ্বীপটির নাম হল ময়না দ্বীপ। তাই আমরা একটি ট্রলার ভাড়া করে রওনা হয়ে যাই ময়না দ্বীপের উদ্দেশ্যে। ময়না দ্বীপ যাওয়ার সময় ট্রলারে আমরা অনেক মজা করেছি এবং অনেক ছবিও উঠিয়েছি। আমাদের মধ্যে এক বন্ধু (এলাহী) পানিকে অনেক ভয় পায়। যখন আমরা তিন নদীর মাঝে এসে পৌঁছাই তখন সে অনেক ভয় পাচ্ছিল। হঠাৎ করে নদীর মাঝে আমরা একটি মাছকে ভেসে থাকতে দেখি। তাই আমাদের ট্রলারের যিনি চালক ছিলেন তাকে মাছটির দিকে ট্রলার নিয়ে যেতে বলি এবং আমি মাছটিকে ট্রলারে তুলে আনি। ট্রলারের চালক জানায় লঞ্চের যে পাকা পানির নিচে থাকে সেখানে আঘাত পেয়েই মাছটির এমন অবস্থা হয়েছে। যেহেতু ট্রলারের চালক মাছটিকে অনেক পছন্দ করেছিল তাই তাকে আমরা মাছটি দিয়ে দেই।

IMG_20221211_224947.jpg

সবশেষে আমরা ময়না দ্বীপে পৌঁছাই। সেখানে পৌঁছে আমরা সবাই অনেক গুলো ছবি তুলি এবং অনেক মজা করি। সেখানে রবিন তার একুরিয়ামে রাখার জন্য কিছু মাছ কুড়িয়ে নেয় । দ্বীপে ফুটবল খেলার জন্য অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে। সেখানে আমরা দৌড় প্রতিযোগিতা এবং লম্বা লাফ খেলি। ময়না দ্বীপে একটি ছোট দোকান রয়েছে যেখানে প্রয়োজনীয় সকল জিনিসের ব্যাবস্থা রয়েছে। আমরা সেখানে এক ঘন্টার মতো সময় কাটিয়েছি এবং অনেক বেশি মজা করেছি। জায়গাটি নির্জন হওয়ার কারণে অনেক লাইলী - মজনুও উপস্থিত ছিল। সব মিলিয়ে জায়গাটিকে আমরা সবাই অনেক উপভোগ করেছি। আমরা সেখানে এক ঘন্টার মত থেকে পুনরায় চাঁদপুর বাজারে ফিরে আসি।

Sort:  
 2 years ago 

আপনারা তো চার বন্ধু মিলে চাঁদপুরে ট্যুরে গিয়ে অনেক মজা করেছেন।চাঁদপুরে আবার মিনি কক্সবাজার নামে ময়না দ্বীপের নাম শুনে তো আমি অবাক।আমার কাছে তিন নদীর মোহনা নাম শুনে বেশ ভালো লেগেছে আশা করি অনেক সুন্দর হবে।আপনি ভ্রমণ কাহিনীর সাথে বেশ কিছু তথ্যও শেয়ার করেছেন অনেক ভালো লেগেছে।

 2 years ago 

ময়না দ্বীপের নাম শুনে আমিও অবাক হয়ে ছিলাম।

 2 years ago 

আপনারা চার বন্ধু মিলে ট্যুরে অনেক মজা করেছে দেখছি।তিন নদীর মোহনায় ময়না দ্বীপে গিয়েছেন।আপনারা তো দেখছি একটা মাছ ট্রলারে নিয়ে এসেছেন। আপনার বন্ধু রবিন তার একুরিয়ামের জন্য কিছু মাছ এনেছে জেনে ভালো লাগল। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর মূহুর্ত টুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন সেখানে আমরা অনেক মজা করেছি।

 2 years ago 
চাদপুর আমি কয়েকবার গিয়েছি ঘুরতে। আমার অনেক ভাল লেগেছে। বিশেষ করে লঞ্চ জার্নি অসাম লাগে। আমি চাদপুরের ময়না দ্বীপের কথা এর আগে অনেক শুনেছি কিন্তু যাওয়া হয়নি। আপনারা পাঁচ বন্ধু মিলে খুব এনজয় করেছেন দেখে ভাল লাগছে। ময়না দ্বীপের আরো কিছু ছবি দিলে ভাল লাগত। ধন্যবাদ ভাইয়া।
 2 years ago 

লঞ্চ জার্নি আমারও খুব ভালো লেগেছে।

 2 years ago 

আপনারা চার বন্ধু মিলে খুব সুন্দর সময় কাটিয়েছেন দেখে বোঝা যাচ্ছে। চাঁদপুর ইলিশে ভরপুর শুনলাম। তবে ময়না দ্বীপে কথা শুনলাম। এইসব দ্বীপে গুলোতে গেলে মন অনেক শীতল হয়ে যায়। আপনার বন্ধুর রবিন একুরিয়ামের মাছ এনেছে শুনে ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে ভ্রমণ করার মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 67985.45
ETH 2400.41
USDT 1.00
SBD 2.35