নাটক রিভিউ।। মিস্টার কুল - অপূর্ব, তাসনিয়া ফারিন
ছবিঃ স্ক্রিনশটের মাধ্যমে নেয়া হয়েছে
নাটকের গুরুত্বপূর্ণ তথ্যাবলী:
নাটকের নাম | মিস্টার কুল |
---|---|
পরিচালক | মেহেদী হাসান জনি |
অভিনয় | অপূর্ব, তাসনিয়া ফারিন |
দৈর্ঘ্য | ৪০ মিনিট |
ধরণ | রোমান্টিক |
ভাষা | বাংলা |
মুক্তির তারিখ | ২৫/০৮/২০২২ |
কাহিনী সংক্ষেপ:
নাটকের শুরুতে আমরা রাজিব (অপূর্ব) এবং সাফির (তাসনিয়া ফারিন) মধ্যে ঝগড়া দেখতে পাই। তাদের যেখানে দেখা হয় সেখানেই তারা ঝগড়া শুরু করে দেয়। পরবর্তীতে দেখা যায় রাজিব সাফিদের বাসায় বাসা ভাড়া নেয় কিন্তু সাফি সেটা মেনে নিতে পারে না। সে তার মায়ের সাথে ঝগড়া শুরু করে দেয় তার মাও শুনে অবাক হয়ে যায় কারণ তিনি তার বাসা ভাড়া দিয়েছেন এক দম্পতিকে এর বিপরীতে ব্যাচেলর ছেলে বাসায় কিভাবে আসবে।
সাফির মা খুবই টেনশনে পড়ে যায় কারণ তিনি ভুল করে বাসায় ব্যাচেলর ভাড়া দিয়েছেন। এর মধ্যেই তিনি কেয়ারটেকারের মাধ্যমে জানতে পারলেন তাদের পাশের বাসার এক মেয়ে ভাড়াটিয়ার সাথে পালিয়ে গেছে। এটা শুনে তিনি আরও বেশি টেনশনে পড়ে যায় এবং মাথা ঘুরিয়ে সিঁড়িতে পড়ে যায়। তখন রাজিব সাফির মাকে বাসায় নিয়ে আসে এবং ডাক্তারকে কল করে ফলে সাফি রাজিবকে পছন্দ করতে শুরু করে এতে সাফির মায়ের টেনশন আরও বেড়ে যায়।
তাই সাফির মা তাকে বাসা ছেড়ে দেয়ার কথা বলে কিন্তু ব্যাচেলর হওয়ার কারণে সে কোথাও বাসা পাচ্ছিল না। পরবর্তীতে সাফির মামা এসে সাফির মাকে বলে রাজিব ছেলেটা অনেক ভালো। রাজিবের সাথে সাফির বিয়ে দিয়ে দাও ওর মতো ছেলে সহজে পাবে না। সাফির মা তার ভাইয়ের কথা শুনে অনেক খুশি হয় এবং মেয়ের জামাই হিসেবে রাজিবকে পছন্দ করতে শুরু করে।
অন্যদিকে সাফিও রাজিবকে প্রচন্ড ভালোবেসে ফেলেছে। রাজিবও সবকিছু শুনে অনেক খুশি হয়। সে নিশ্চিত হয় যে এই বাসায় ব্যাচেলর হয়েও তার আর থাকতে সমস্যা হবে না।
ব্যাক্তিগত মতামত:
নাটকটি দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে। নাটকটিতে দেখানো হয়েছে কত কষ্ট করে ব্যাচেলর ছেলেরা শহরে বাসা ভাড়া নেয় এবং তাদের কতটা চাপ সামলাতে হয়। পরবর্তীতে রাজিবের সম্পর্কে জেনে সাফির মা রাজিবকে বাসায় থাকার অনুমতি দেয় এই বিষয়টি আমার কাছে খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা যারা এই নাটকটি দেখেছেন আপনাদের কাছে নাটকটি দেখে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।
অপূর্ব এবং ফারিন এই জুটি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এরা দুজনেই অনেক ভালো অ্যাক্টিং করে আসলেই এরা একজন ভালো অ্যাক্টর। আপনি খুবই চমৎকারভাবে আমাদের মাঝে একটি নাটক রিভিউ তুলে ধরেছেন যদিও এই নাটক এখন পর্যন্ত দেখা হয়ে ওঠেনি। সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাদের মাঝে নাটক রিভিউ শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।