নন্দিত নরকে - হুমায়ূন আহমেদ(বুক রিভিউ)। 10% for shy-fox and 5% for abb-school

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার। আমি শান্ত চন্দ্র দাস।কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। সম্প্রতি আমি হুমায়ূন আহমেদ রচিত নন্দিত নরকে বইটি পড়েছি। আজ আপনাদের সাথে নন্দিত নরকে বইটির রিভিউ নিয়ে আলোচনা করব।
চলুন শুরু করা যাক........

IMG_20220816_180741.jpg

উপন্যাসের গুরুত্বপূর্ণ তথ্য:

বই : নন্দিত নরকে

লেখক : হুমায়ূন আহমেদ

ধরণ: উপন্যাস

প্রকাশক: দিব্যপ্রকাশ

পৃষ্ঠা সংখ্যা: ৬৪

ব্যক্তিগত রেটিং : ৯/১০

মূল বক্তব্য:
একটি নিম্নবিত্ত পরিবারের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে বইটি যার প্রধান চরিত্রে রয়েছে রাবেয়া। রাবেয়ার পরিবারের মোট সদস্য সংখ্যা ৬ জন এবং তাদের সাথে থাকত শফিক। খোকা, মন্টু এবং রুনু হল রাবেয়ার ভাই বোন আর শফিক হল রাবেয়ার বাবার ভার্সিটি লাইফের বন্ধু। শফিক একটি স্কুলে মাস্টারি করত এবং রাবেয়ার ভাই-বোনদের পড়াত। গল্পে শফিককে মাস্টার কাকা হিসেবে দেখতে পাই। মাস্টার কাকা পরিবারের সবার কাছেই খুবই প্রিয় একজন মানুষ।রাবেয়া ছিল একজন বুদ্ধি প্রতিবন্ধী। রাবেয়ার পরিবার নিম্নবিত্ত হওয়ার কারণে তার সঠিক চিকিৎসা করাতে ব্যর্থ হয়। রাবেয়ার ছোট ভাই খোকা এম.এস.সি পরীক্ষা দিবে। খোকার ইচ্ছা চাকরি পাওয়ার পর সে রাবেয়াকে সুস্থ করবে , রুনুকে ডাক্তার বানাবে এবং সবাই মিলে সীতাকুণ্ডে ঘুরতে যাবে।

IMG_20220816_180925.jpg

রাবেয়া বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার কারণে তার প্রধান কাজ ছিল বাড়ি বাড়ি ঘুরে বেড়ানো। রাবেয়াদের প্রতিবেশী ধনী পরিবারের সন্তান হারুন রাবেয়াকে পছন্দ করত। কিন্তু সমাজে ধনী-দরিদ্রের বৈষম্যের কারণে তাদের ভালোবাসা পূর্ণতা পায়নি।
হঠাৎ একদিন রাবেয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে দেখা যায় মাস্টার কাকা রাবেয়াকে খুঁজে নিয়ে বাড়ি ফেরে। এতে রাবেয়ার পরিবার স্বস্তি খুঁজে পায়।
কিছুদিন পর রাবেয়ার শরীরে গর্ভবতী হওয়ার লক্ষণ দেখা দেয়। রাবেয়া বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার কারণে সে তার পরিবারকে কিছুই বলতে পারে না। রাবেয়ার বাবা তাকে বিয়ে দেয়ার অনেক চেষ্টা করে এবং ব্যর্থ হয়। লোক লজ্জার ভয়ে রাবেয়াকে বাড়িতেই গর্ভপাত করানো হয়। অতিরিক্ত রক্তক্ষরনের ফলে রাবেয়া মারা যায়।
পরবর্তীতে আমরা দেখতে পাই রাবেয়ার ভাই মন্টু তাদের সকলের প্রিয় মাস্টার কাকাকে কুপিয়ে হত্যা করে। মাস্টার কাকাকে কুপিয়ে হত্যা করার জন্য মন্টুর ফাঁসির রায় হয়। গল্পের শেষ অংশে একজন অসহায় বাবা এবং একজন অসহায় ভাইকে জেলগেটে মন্টুর মৃতদেহের অপেক্ষায় থাকতে দেখা যায়।

IMG_20220816_180907.jpg

কে রাবেয়াকে গর্ভবতী করল এবং কেন মন্টু মাস্টার কাকাকে কুপিয়ে হত্যা করল জানতে হলে আপনাকে পড়তে হবে নন্দিত নরকে বইটি।

ব্যক্তিগত মতামত:
নন্দিত নরকে একটি নিম্নবিত্ত পরিবারের হাসি, কান্না, দুঃখ, কষ্ট এবং জীবন সংগ্রাম নিয়ে নির্মিত হয়েছে। বইটি উত্তম পুরুষে লেখা হয়েছে। মেয়েরা বাইরের দুনিয়ায় কতটুকু নিরাপদ তা এই গল্প না পড়লে উপলব্ধি করতে পারবেন না। বইটির নামকরণ নন্দিত নরকে রাখা শতভাগ সার্থক হয়েছে। নন্দিতা নরকে উপন্যাসটি আমার কাছে চমৎকার লেগেছে। এক কথায় বলতে গেলে এটি একটি শ্রেষ্ঠ উপন্যাস। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিবেন।
ধন্যবাদ

Sort:  
 2 years ago 

আসলে হুমায়ূন আহমেদের বইগুলো আমি বেশ পছন্দ করি। তার অনেক উপন্যাস ও নাটক আমি পড়েছি। তিনি বাস্তবতার বেশ সুন্দর চিত্র তুলে ধরেছিলেন অনেক সাহিত্যের মধ্যে। আপনার আজকের রিভিউ পোস্ট বেশ মনোমুগ্ধ কর হয়েছে।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

 2 years ago 

হুমায়ূন আহমেদের অসাধারণ একটি উপন্যাস এটি। চমৎকারভাবে আপনি বইটির রিভিউ দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চেষ্টা করেছি সুন্দর ভাবে উপস্থাপন করতে। আপনাদের ভালো লাগলেই তো আমার কষ্ট সার্থক হয়।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59575.00
ETH 2607.14
USDT 1.00
SBD 2.43