বিদেশি শুল্ক।।১১ সেপ্টেম্বর ২০২৫
হ্যালো বন্ধুরা,
যখন কোনো বিদেশি দেশ আমাদের দেশের রপ্তানি পণ্যের উপর অতিরিক্ত শুল্ক (Tariff) আরোপ করে,তখন স্বাভাবিকভাবেই সেই পণ্যের চাহিদা কমে যায় এবং দেশের রপ্তানি আয় হ্রাস পায়।এই অবস্থায় অর্থনীতিকে গতিশীল রাখতে সরকার ও বাণিজ্যিক খাতকে কিছু কৌশল গ্রহণ করতে হয়।
১. অভ্যন্তরীণ বাজারকে শক্তিশালী করা
যদি বহির্বিশ্বে রপ্তানি কমে যায়,তাহলে দেশীয় বাজারের চাহিদা বাড়িয়ে তোলা জরুরি।এজন্য সরকার ভর্তুকি, স্বল্পসুদে ঋণ এবং কর ছাড়ের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) কে উৎসাহিত করতে পারে।এতে অভ্যন্তরীণ ভোগ বাড়বে এবং উৎপাদন কমবে না।
২. বিকল্প রপ্তানি বাজার খোঁজা
একটি নির্দিষ্ট দেশের উপর নির্ভরশীল হলে ঝুঁকি বেড়ে যায়।তাই সরকার ও ব্যবসায়ীরা নতুন রপ্তানি গন্তব্য খুঁজে নিতে পারে।উদাহরণস্বরূপ, ইউরোপে যদি শুল্ক চাপানো হয়, তাহলে আফ্রিকা, লাতিন আমেরিকা বা এশিয়ার অন্যান্য দেশে রপ্তানি বাড়ানো যেতে পারে।
৩. রপ্তানি পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি
শুধু একটি বা দুটি পণ্যের উপর নির্ভর না করে বহুমুখী রপ্তানি পণ্য তৈরি করতে হবে।যেমন—টেক্সটাইলের পাশাপাশি ওষুধ, আইটি সেবা, কৃষিপণ্য, হালকা প্রকৌশল পণ্য ইত্যাদির বাজার গড়ে তোলা যায়।
৪. প্রযুক্তি ও উৎপাদনশীলতা উন্নয়ন
শুল্ক বাড়লেও যদি পণ্যের গুণমান উন্নত হয় এবং উৎপাদন খরচ কমানো যায়,তবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব।এজন্য গবেষণা ও উন্নয়নে (R&D) বিনিয়োগ, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং কর্মশক্তির দক্ষতা বৃদ্ধি প্রয়োজন।
৫. আঞ্চলিক ও দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি
সরকারকে অন্য দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) বা আঞ্চলিক বাণিজ্য চুক্তি (RTA) করতে হবে যাতে শুল্ক কমানো যায় বা বাদ দেওয়া যায়।এতে নতুন বাজার উন্মুক্ত হয় এবং ব্যবসায়ীরা সুযোগ পায়।
৬. আর্থিক ও রাজস্ব নীতি সহায়তা
অর্থনীতিকে চাঙা রাখতে সরকার সুদের হার কমাতে পারে,ব্যাংক থেকে সহজে ঋণ পাওয়ার ব্যবস্থা করতে পারে এবং প্রয়োজন হলে সরকারি ব্যয় বাড়িয়ে কর্মসংস্থান ও ক্রয়ক্ষমতা বজায় রাখতে পারে।
৭. স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহ
দেশীয় উদ্যোক্তাদের নতুন উদ্ভাবন ও উদ্যোগ গ্রহণে উৎসাহ দিতে হবে।যেমন—স্টার্টআপ ফান্ড, ইনোভেশন গ্রান্ট এবং কর ছাড় দিয়ে তাদের উৎপাদন ও সেবা বাড়ানোর সুযোগ তৈরি করা যায়।
কোনো বিদেশি দেশ অতিরিক্ত শুল্ক চাপালে সেটাকে একেবারে “সংকট” না ভেবে “চ্যালেঞ্জ” হিসেবে নিতে হবে।সঠিক পরিকল্পনা, বাজার বৈচিত্র্যকরণ, প্রযুক্তিগত উন্নয়ন এবং সরকারের সহায়তায় দেশের অর্থনীতি গতিশীল রাখা সম্ভব।
VOTE @bangla.witness as witness

OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord