আমার প্রথম প্রেমের অনুভুতি ।।০৬ জুলাই ২০২২।।
ভাসাতে পারিনি নয়নে!
আমি বলতে পারিনি কত না বলা কথা,
লিখতে পারিনি চয়নে!"

ভালোবাসার মানুষের জন্য হাজার বছর ধরে হেঁটে যাওয়া যায়।শুধু একবার তাকে দেখার জন্য শত রোদ বৃষ্টি মাথায় নিয়ে অপেক্ষা করা যায়।শরীর আর মনের মধ্যে সেতুবন্ধন করে তোলে যে শক্তি তার নামই ভালোবাসা।আর এই ভালোবাসা নিয়েই আমার বিশেষ অনুভূতি প্রকাশ করতে চলেছি।প্রেম আর ভালোবাসা কি সমর্থক নাকি কিছু মৌলিক পার্থক্য আছে?একজন দার্শনিক এর পক্ষে যুক্তিযুক্ত ভাবে এই দুটি বিষয় নিয়ে তুলনামূলক আলোচনা করা সম্ভব হলেও আমাদের মতো সাধারণের পক্ষে খুব একটা সহজ নয়।তাই এই ব্যাখ্যায় না গিয়ে আসি আমার প্রথম প্রেমের অনুভূতি নিয়ে কিছু কথা বলতে চলেছি।একজন মানুষের জীবনে বহুবার প্রেম আসে,কখনো নীরবে আবার কখনো আসে ঢাক ঢোল পিটিয়ে।প্রেম সে যে ভাবেই আসুক প্রথম প্রেমের অনুভূতি অনন্য।এর সাথে অন্য কোনো প্রেমের তুলনাই হয় না।
ভালোলাগা জীবনে বহুবার এসেছে।সেই ভালোলাগা ছিল ক্ষনিকের।ভালোলাগা কখনোই ভালোবাসা নয় ,তবে এটা ঠিক যে ভালোলাগা থেকে ভালোবাসার সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে।কিন্তু তার জন্য কিছু বিষয়ের অনিবার্যতা নিঃসন্দেহে প্রয়োজন।জীবনে অসংখ্য ভালোলাগা থাকবেই,এটাই জীবনের ধর্ম।কিন্তু ভালোবাসা খুব বিশেষ জিনিস।যা সব মানুষের জীবনে অন্তত একবার হলেও আসে।প্রত্যেকের ভালোবাসার নাম এক নয়।কিন্তু তাতে কি যায় আসে,যে নামেই ডাকো না কেন ভালোবাসা ভালোবাসাই থাকবে।তেমনি আমি ও ভালোবেসে ফেললাম প্রথম এবং অনিবার্যভাবে শেষ বার একজন কে।এটা একদম সুনিশ্চিত আমার কাছে যে এটাই আমার প্রথম ও শেষ ভালোবাসা।
কখনোই এই প্রেম বা ভালোবাসা যেটা আসলে আমাদের এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু সেটা নিয়ে ভাবিনি।প্রেম বা ভালোবাসা অনেক প্রকারের হতে পারে কিন্তু এখানে একজন নারী ও পুরুষের প্রথম প্রেমের কথাই বলা হয়েছে।আমি আসলে কোনোদিন ভাবিনি কাউকে ভালোবাসবো।আসলে এই বিষয়টাকে আমি একদমই পসন্দ করতাম না।কারণ অধিকাংশ ক্ষেত্রে আমি যেটা দেখতাম তাতে আমার কাছে এই ভালোবাসা খুব সস্তা মনে হতো।তার মানে আমি এটা বলতে চাইছি না যে সত্যিকারের প্রেমিক প্রেমিকা নেই।অবশ্যই আছে কিন্তু মেকি জুটি দের দেখতে দেখতে আমি আসলেই এই বিষয়ের প্রতি খুবই বীতশ্রদ্ধ ছিলাম।
কিন্তু হঠাৎ করে কি ভাবে,কেন আমি তাকে ভালোবেসে ফেললাম জানি না।একটা নিয়ন্ত্রহীন শক্তি আমাকে দিন দিন তাকে তীব্র ভাবে ভালোবাসতে বাধ্য করেছে।আমার দেখা অন্যতম শ্রেষ্ট নারী সে যাকে আমি ভালোবেসেছি প্রথম দিন থেকেই।তবে সেটা ছিল দাবিহীন একপাক্ষিক ভালোবাসা।আমি চেয়েছিলাম তাকে সারজীবন ভালোবাসতে দূর থেকে অনেক গোপনে।তার সাথে প্রথম দেখা আর তার ব্যবহার আমাকে আমার খুব চেনা ও অভ্যস্ত ভলোবাসাকে মনে করিয়ে দিয়েছিলো।প্রথম যেদিন দেখা হয়েছিল একবার ও মনে হয়নি তুমি আমার পর বরং এটা মনে হয়েছিল তুমি খুব চেনা খুব কাছের মানুষ।সেদিন আমি এটা বুঝতে পেরেছিলাম তুমি আমাকে শুধু ভালো একজন মানুষ হিসেবেই দেখে ছিলে,অন্য কোনো অনুভূতি তোমার ছিলো না আমার প্রতি।কিন্তু সেটা আমার কাছে কোনো গুরুত্বই রাখেনি।তোমার প্রথম আমার সামনে এসে দাঁড়ালো,তোমার সাবলীল ব্যবহার,আমার খুব প্রিয় মানুষের ছায়া সেদিন তোমার মধ্যে দেখেছিলাম।
তারপর সময় এগিয়ে যেতে লাগলো একসময় বুঝতে পারলাম তুমি আমার জীবনের এক অপরিহার্য বিষয়।কিছু বিষয় আমাদের দূরে রেখেছিলো কিন্তু আমরা একে অপরকে ভালোবেসে ফেললাম নির্দ্বিধায়।জানি না কোনো অভিযোগের তীর আসবে কিনা কিন্তু আমি জানি আমি অন্যায় কিছু করিনি।কারণ ভালোবাসায় কোনো অন্যায় নেই অপরাধ নেই।তোমার সাথে প্রথম দেখার সেই অনুভূতি এতটাই সুন্দর আর রোমাঞ্চকর ছিল যে সেদিন হঠাৎ মৃত্যুকে ও তুচ্ছ মনে হয়েছিল।বাইকে ফিরতে ফিরতে কেবল মনে হয়েছিল এই অনন্য ভালোলাগা এই অনবদ্য অনুভব যেন কোনোদিন ও না ফুরিয়ে যায়।তাই ঈশ্বর যদি মৃত্যু দেয় তাহলে এই অনুভূতি এই ভালোলাগা অমর হয়ে যায়।
সত্যি বলতে একদিন এক মুহূর্তের জন্য ও তোমার থেকে কোনো দুঃখ কোনো কষ্ট পাইনি।এতটাই তুমি সাধারণের মাঝে অসাধারণ যে তোমার তুলনা শুধু তুমি।এ কথা বলতে আমার কোনো সংকোচ নেই যে তোমাকে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার।
জানি তুমি আমার চিরদিনের।সব কিছুর পর ও যে সত্যি টা রয়ে যাবে সেটা তুমি।আমার জীবনে তুমিই প্রথম ও তুমিই শেষ নারী[@swagata21]।
দাদা আজকে আপনার প্রথম ভালোবাসার অনুভূতি পরে আমার খুবই ভালো লাগছে।সত্তিকারের ভালবাসায় অনেক কিছু পারি দিয়েই সে ভালোবাসা অর্জন করতে হয়।যা আপনাদের ভালোবাসার মধ্যে ফুটে উঠেছে।আপনাদের ভালোবাসা এভাবেই সারা জীবন অটুট থাকুক।আমাদের সকলের প্রিয় দিদি হিসাবে গড়ে উঠুক আপনার সুখী সংসার।আপনাদের দুজনের জন্যই আশীর্বাদ রইল দাদা।
This post has been upvoted by @italygame witness curation trail
If you like our work and want to support us, please consider to approve our witness
Come and visit Italy Community
অন্তর থেকে দোয়া করি দাদা সুখি হোন আপনারা। উপর ওয়ালা আপনাদের সুখী দাম্পত্য জীবন দান করুন। খুব চমৎকার সাবলীল ভাষায় ভালোবাসার অনুভূতি প্রকাশ করেছেন সত্যিই ভালো লাগলো।
দোয়া রইল দুজনের জন্য 🥀
দারুন লিখেছেন দাদা ভালবাসার অনুভূতি টুকু প্রথম থেকে শেষ পর্যন্ত। এতটাই ভালবাসেন দিদিকে, যে মৃত্যু কেউ আপনার কাছে তুচ্ছ মনে হচ্ছে ,সত্যিকারের ভালোবাসা বুঝি এমনই হয়। আপনাদের ভালোবাসায় যেন কারো নজর না লাগে সেই দোয়াই করি সারা জীবন যেন দুজনে একই বন্ধনে থাকতে পারেন মন থেকে এটাই চাওয়া।
দাদা আপনি আপনার মনের লুকিয়ে রাখা ভালোবাসার গল্পটা আমাদের মাঝে শেয়ার করেছে। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন ভালোবাসার এই পরাশক্তির সাথে পেরে ওঠা যায় না। মনের অজান্তেই ভালোবেসে ফেলে অন্যকে। আপনার এখানে প্রত্যেকটা কথাই ছিল বাস্তব এবং প্রত্যেকটা মানুষের মনের কথা। তবে আপনার জীবনের রিয়েল ঘটনা সেটা আমি একেবারেই ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছি। দাদা তোমাকে হাজারো প্রণাম জানাই। আপনি আপনার লাইফ পার্টনার বেছে নিয়েছেন মনের মত, যদিও বাইক চালিয়ে এসেছেন দূর বহু দূর কিন্তু মনের মাঝে রয়ে গেছে সেই ভালোবাসার দেখার স্বপ্নের রাজকুমারী। আমাদের মাঝে আপনার মনের অনুভূতি গুলো শেয়ার করার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম দাদা।
দাদা আজকে আপনার ভালোবাসার অনুভূতি জানতে পেরে আমার খুবই ভালো লাগছে। সত্যি ভালোবাসা বুঝি এমনই হয়। ভালবাসার শক্তি সকল শক্তিকে হার মানায়। আপনার জীবনে প্রথম ভালোবাসা এবং এটাই শেষ ভালোবাসা। জীবনে মরনে শুধু তাকেই চায়। আসলে ভালোবাসার কাছে তুচ্ছ মনে হয়, ভালোবাসার মানুষটাকে নিয়ে সারা জীবন বাঁচার ইচ্ছা জাগে, খুবই ভালো লাগলো দাদা, দোয়া রইল আপনার জন্য।
প্রিয় দাদা আপনার প্রথম প্রেমের কথাগুলো জানতে পেরে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। আপনাদের দুজনের জন্য আকাশছোঁয়া আশীর্বাদ রইল। সারা জীবন যেন আপনারা এমন ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকেন।
আপনার এই কথাটি সঙ্গে আমিও একমত দাদা ভালোলাগা আর ভালোবাসা কখনো এক নয়। মানুষ যখন প্রেমে পড়ে তখন সে নিজেও বুঝতে পারে না।
অসাধারণ লিখেছেন দাদা, খুব চমৎকারভাবে আপনার প্রথম প্রেমের অনুভূতি ফুটিয়ে তুলেছেন। দোয়া করি দিদিই যেন আপনার প্রথমে ও শেষ নারী থাকে মৃত্যুর আগ পর্যন্ত। শুভকামনা রইলো আপনাদের দুজনের জন্য।
আপনাদের দুইজনের এই বন্ধন চিরকাল অটুট থাকুক। সমস্ত বিপদ আপদ ঝড়ঝাপটায় একে অপরের পাশে থাকুন। দুজন দুজনের প্রতি বিশ্বাস আর ভালোবাসা রেখে হয়ে উঠুন ইতিহাসের সেরা প্রেমিক প্রেমিকা। আপনাদের দুজনের জন্য অফুরন্ত ভালোবাসা রইলো। 💝
দাদা সেই শ্রেষ্ঠ নারী কে আপনি প্রথম দিন থেকেই ভালোবেসে ছিলেন দাবীহীন একপাক্ষিক ভাবে এটা সত্যি। কিন্তু ঈশ্বর সেটা চায়নি এবং সেই নারীও চেয়েছিলো আপনাকে ভালবেসে বাঁচতে। আর তাইতো আপনারা দুজন দুজনের এত কাছাকাছি। যাইহোক দাদা প্রার্থনা করি আপনাদের ভালোবাসার বন্ধন যেন জন্ম জন্মান্তর অটুট থাকে। @swagata দিদি এবং আপনি দুজনই যেন একে অপরের জীবনে প্রথম ও শেষ হয়েই থাকতে পারেন।
ধন্যবাদ আপনাকে।
দাদা ভালোবাসা নিয়ে দারুণভাবে আপনার অনুভূতি ব্যক্ত করেছেন। আমার মনে হয় শুধুমাত্র কবি সাহিত্যিকদের পক্ষেই এভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানো সম্ভব। আপনার মত আমিও এক সময়ে এসব তথাকথিত ভালোবাসার প্রতি বিতৃষ্ণা বোধ করতাম এবং এখনো করি। তবে সত্যিকারের ভালোবাসা বোধ হয় এমনই, যখন আসে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। জনম জনম আপনাদের ভালোবাসা স্থায়ী হোক এটাই কামনা। শেষ করার আগে আপনাদের প্রথম দেখা কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল, কিভাবে মনের কথা বললেন এগুলো কিছুই শেয়ার করলেন না। ভেবেছিলাম এই পোস্টে হয়তো এ বিষয়গুলো থাকবে। শুভকামনা রইল আপনাদের জন্য।
Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.
Come and visit Italy Community
দাদা আপনার ভালোবাসার অনুভূতি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে উপরে লেখা এই লাইনগুলো পড়ে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। সত্যি কথা বলতে ভালোবাসাগুলো এমনই। হয়তো প্রকৃত ভালোবাসা পাওয়া সত্যিই অনেক ভাগ্যের ব্যাপার। আমাদের প্রিয় দিদি অনেক ভালো মানুষ। আপনারা দুজনে যেন সারা জীবন সুখে থাকতে পারেন এবং একে অন্যকে সারা জীবন পাশে পান এই প্রত্যাশাই করি সব সময়। দুজনের জন্যই শুভকামনা রইল দাদা।
দাদা ভাই, আপনাদের ভালোবাসায় কে সৌভাগ্যবান বা কে সৌভাগ্যবতী , তা আমি জানিনা । আমি মনেকরি হয়তো, দুজনরেই ভাগ্য সুপ্রসন্ন এ ক্ষেত্রে । স্রষ্টা নিজের হাতে মনে হয় আপনাদের দুজনকে মিলিয়ে দিয়েছে ।আপনাদের ভালবাসা অমরত্ব পাক এবং এই সময়ে এসেও অন্যান্য যুগলরা আপনাদেরকে দেখে শিক্ষা নিক , এমনটাই প্রত্যাশা করি । তাড়াতাড়ি সাত পাঁকে বেঁধে যান, এমনটাই প্রত্যাশা রইল, আমার পক্ষ থেকে ।।
আপনি এবং দিদি সব সময় একে অপরকে ভালোবাসুন, কাছে থাকুন এবং সবসময় একই অপরাধের যত্ন নিন এটাই সৃষ্টিকর্তার কাছে আমি প্রার্থনা করি। আপনার এই ঘটনাটি পড়ে সত্যিই অনেক কিছু শেখতে পেলাম।তবে দাদদা বর্তমান সময়ে এরকম সত্তিকারের ভালবাসা পাওয়া খুবই মুশকিল। দাদা আমি আপনার কথার সাথে একমত ভালোবাসা অন্যায় বা অপরাধ নয়। এই ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায়। আপনি এবং দিদি সবসময় সুখে থাকুন।
দাদা বিশ্বাস করুন ভালোবাসার মানে আমিও এমন টাই জানতাম। কিন্তু আমার সেই ধারণা চোখের পলকেই বদলে গেছে। ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে নাকি মাঝে মাঝে দেখা করা আর দুজনের স্পর্শের প্রয়োজন। আধুনিক যুগের ভালোবাসা গুলো সত্যিই অত্যাধুনিক।
জানিনা আমার প্রার্থনা কতটা ঈশ্বর গ্রহণ করবে,, মন থেকে চাইছি দাদা প্রতিটা ভালোবাসা পূর্ণতা পাক। ভালোবাসার মানুষগুলো যেন তাদের ভালবাসাকে ভালোবাসায় বেঁধে রাখে সারা জীবনের জন্য।
দাদা আপনার আমার প্রথম প্রেমের অনুভুতি পড়ে খুব ভালো লাগলো। আপনার প্রেম-অনুভূতি সারা জীবন সবুজ ও প্রাণবন্ত থাকুন এই কামনা করি। জীবনের বিভিন্ন অশুভ সময়ে আপনাদের ভালবাসায় যেন একটু আচড় না পড়ে সেই কামনা করি।
দাদা আপনার লেখাগুলো পড়তে পড়তে কখন যে শেষ লাইনে চলে এসেছি বুঝতেই পারিনি। অনেক ভালো ছিল দাদা। আপনার অনুভূতিগুলো পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনি আপনার ভালোবাসার একজন জীবনসঙ্গিনী পেয়েছেন এজন্য আমরাও অনেক খুশি। আপু সত্যি অনেক ভালো মনের একজন মানুষ। এছাড়াও আপুকে আমার খুবই ভালো লাগে। দুজনের আগামীর পথচলা যেন সুন্দর হয় এই কামনা করি আমরা সকলে।
আপনি তো দেখছি দাদা রীতিমতো সিরিয়াস টাইপের প্রেমিক। অবশ্য এমন মানুষকে জীবনে পেলে যে কেউ সিরিয়াস হয়ে যাবে। আপনি তার কাছ থেকে এক মুহূর্তের জন্যও দুঃখ কষ্ট পাননি। এই লাইনটা পড়ে আমি অবাক হয়ে গেলাম। এমনও মানুষ হয়? আপনাকে আসলেই ভাগ্যবান বলতে হবে। চমৎকার লিখেছেন দাদা।
আপনাদের দুজনের জন্য অনেক অনেক শুভকামনা রইল দাদা। ভগবান যা করে মঙ্গলের জন্যই করেন ।ভগবানের উপর সবসময় বিশ্বাস রাখবেন। দিদি যেভাবে আপনার জীবনে এসেছে সেটাও কিন্তু ভগবানের উপহার। আপনিও যেভাবে উনাকে বরণ করে নিয়েছেন,এসব কিছু পবিত্র থাক।
"ভালোবাসা কবু নয় অপরাধ"
ভালোবাসা আসে স্বর্গ থেকে। দাদার ভালোবাসাটা স্বর্গীয় ছিল বলেই, দাদা নিঃসংকোচে বলতে পারে
ধন্যবাদ দাদা, এত সুন্দর করে আপনার প্রথম প্রেমের অনুভূতিগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ভালোলাগা থেকেই ভালোবাসার সৃষ্টি হয়।ভালোবাসার মানুষের কোন তুলনা হয়।বেঁচে থাকুক ভালোবাসা আপনাদের।আজীবন এভাবেই ভালোবাসা থাকুক এই প্রত্যাশা করি