টিনটিন বাবুর শপিং।।০৯ সেপ্টেম্বর ২০২৩

in আমার বাংলা ব্লগ11 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি টিনটিন বাবুর হঠাৎ shopping করতে যাওয়ার কথা বলতে চলেছি।টিনটিন বাবু আস্তে আস্তে বড় হচ্ছে।চারিপাশের জগৎ কে নিজের চোখে দেখছে আর একটু একটু করে শিখছে। শিশুর এই শেখার পর্যায়টা খুবই গুরুত্বপূর্ণ।এখন সে পরিবার ও পারিপার্শ্বিক যা কিছু দেখবে শুনবে তাই শিখবে।এই জন্য এই সময়ে প্রত্যেক শিশুকে একটা সুন্দর পরিবেশ দেওয়া একান্ত প্রয়োজন।গতকালকে আমাদের একটা অফিসিয়াল কাজ ছিলো।সন্ধ্যা সাড়ে সাতটায় একটা জায়গায় যাওয়ার ছিলো কাজটা কমপ্লিট করতে।টিনটিন বাবু ও আমাদের সাথে গেলো।মোটামুটি এক ঘণ্টা লাগলো আমাদের কাজটা করতে।এই সময়টা টিনটিন বাবু বেশ ভালো সাপোর্ট দিলো।

IMG20230907205445.jpg

IMG20230907202656.jpg

এরপর বাড়ি ফেরার পালা।কিন্তু টিনটিন বাবু ভীষণ জেদ ধরলো যে সে shopping মলে গিয়ে খাবার খাবে।কিন্তু আমাদের যাওয়ার কোনো ইচ্ছে ছিলো না।কারণ কাল জন্মাষ্টমী ছিলো আর বৌদি উপোস ছিলো।উপোস থাকলে বাইরে কিছুই খাওয়া সম্ভব না।কিন্তু টিনটিন বাবুর জন্য যেতে হলো।কিন্তু shopping মলে গিয়ে টিনটিন বাবাই আমাদের সবাইকে বোকা বানালো।সে খেতে নয় স্পেন্সারস এ shopping করবে।দুই দিন আগেই অনেক বাজার করেছে টিনটিন বাবাই স্পেন্সারস থেকে গতকাল ও অনেক কেনাকাটা করলো।যেগুলো আসলেই কোনো প্রয়োজন ছিলো না।আসলে শপিং করতে ও ভীষণ ভালোবাসে কিন্তু সেটা শুধু মাত্র সুপার মার্কেট এ।

IMG20230907202659.jpg

কেনাকাটা শেষে এবার আবার খেতে চাইলো।কি আর করা আমাদের যেতে হলো।কেএফসি অর্ডার করে আমরা খেয়ে নিলাম।টিনটিন বাবু অনেক খুশি হলো।

IMG20230907205439.jpg

Sort:  
 11 months ago 

ঠিকই বলেছেন দাদা বাচ্চারা এই বয়সে পরিবার এবং আশেপাশের পরিবেশ থেকেই সবকিছু শিখে। আর আসলেই ছোট বাচ্চারা শপিং করতে এবং বাইরের খাবার খেতে খুবই পছন্দ করে। দোয়া করি, টিনটিন বাবু যেন জীবনে অনেক বড় হয় এবং অনেক ভালো একজন মানুষ হয়। শুভকামনা রইল আপনার পরিবারের জন্য।

 11 months ago 

একদম ঠিক বলেছেন দাদা,এই বয়সে বাচ্চারা পরিবার ও আশেপাশের পরিবেশ থেকেই বেশি শেখে।তাই তাদের সুন্দর একটি পরিবেশ দিতে হয়। টিনটিন অনেক চালাক শপিং এর কথা বললে হয়ত নিয়ে যাবেন না,তাই খাওয়ার কথা বলে নিয়ে গেছে। গিয়ে একঢিলে দুই পাখিই মারল।ধন্যবাদ দাদা সুন্দর মুহুর্ত গুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 11 months ago 

আসলে দাদা বাচ্চাদের জেদ দেখলে মাঝে মাঝে রাগ হয়। তবে টিনটিন বাবু দেখছি সবাইকে বোকা বানিয়েছে। আসলে বাচ্চাদের যেটা প্রয়োজন নাই সেটা কেনার জন্য অস্হির থাকে।যাইহোক দাদা অবশেষে সবাই মিলে শপিং করে, খাওয়া দাওয়া করে নিলেন।সবাই মিলে বেশ ভালো একটা সময় কাটিয়েছেন জেনে অনেক ভালো লাগল। ধন্যবাদ দাদা।

 11 months ago 

এই বয়সটা বাচ্চাদের শেখার বয়স। এই বয়সটা বাচ্চারা যা দেখে তাই শিখে তাছাড়া ভালো লাগলো জেনে যে এক ঘন্টা টিনটিন বাবু খুব শান্ত ছিল। কিন্তু আপনাদের মিটিং শেষ হওয়ার সাথে সাথেই তার বায়না শুরু হয়ে গিয়েছে। এখনকার বাচ্চারা শপিংমল দেখলেই খাওয়ার বায়না ধরে। ছোট বাচ্চা শপিং করতে তো পছন্দ করবেই। বিশেষ করে খেলনা জাতীয় জিনিস। খুব ভালো লাগলো আপনাদের ঘোরাঘুরির মুহূর্ত পড়ে।

 11 months ago 

বাচ্চারা পরিবার ও আশেপাশের পরিবেশ থেকেই শেখে। তাই তাদের প্রতি যথেষ্ট সচেতন হওয়া আমাদের উচিত।টিনটিন বাবু ভালো ই তো বোকা বানালো দাদা। 😂বাচ্চারা কেনাকাটা করতে খুব পছন্দ করে।ওরা তো প্রয়োজন বোঝে না।যাক কেনাকাটা আর খাওয়া-দাওয়ার পর বাসায় গেলেন।খুব ভালো লাগলো অনুভূতি গুলো পড়ে।

 11 months ago 

ঠিক দাদা টিনটিন বাবুর এখনকার সময়টা বেশ গুরুত্বপূর্ণ। আশেপাশের যা কিছু শিখবে তাই আয়ত্ত করতে চাইবে। এজন্য সঠিক শিক্ষাটা দেয়া জরুরি। যাক, ফাইনালি টিনটিন বাবু খুশি হলো এটা শুনে ভালো লাগলো। যদিও সে স্পেন্সারস থেকে আগেও শপিং করেছে।

 11 months ago 

বাচ্চাদের এই বেড়ে ওঠার বয়সটায় বাচ্চারা তার পরিবার ও পরিবেশ থেকে শিক্ষা নেয়, এবং এর থেকেই মূলত তার ব্যাসিক হিসেবে থাকে। তবে টিনটিন বাবু বেশ ভালো বোকা বানিয়েছে আপনাদেরকে। শপিং ও করলো আবার শেষে খাওয়াদাওয়াও করলো। আর জন্মাষ্টমী উপলক্ষে শপিং মলটি সুন্দর করে সাজিয়েছে দেখেও ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 11 months ago 

টিনটিন বাবু যে এক ঘন্টা চুপ থেকে পরবর্তীতে খাওয়ার বায়না ধরল এবং শুধু খাইতে না শপিং করবে বলে আপনাদের সবাইকে বোকা বানিয়ে দিল। খুব মজার বিষয় ছিলো এটা।আর বাচ্চাদের তো এখনই শেখার বয়স। তাদের আশেপাশে যা কিছু ঘটবে দেখবে সেটা থেকেই তারা শিক্ষা লাভ করবে। যাইহোক টিনটিন বাবু খুশি হয়েছে এটাই সবঠেকে বড় পাওয়া।

 11 months ago 

বাচ্চাদের শেখার একটি বয়স আছে। আর এই বয়সটাই তার পরিবার ও আশেপাশের পারিপার্শ্বিক দেখে সেসব শিখে নেয়।আপনি ঠিক বলেছেন দাদা শিশুর এই শিখার সময়টা আসলেই গুরুত্বপূর্ণ। টিন টিন বাবু একটা ঘন্টা অনেক শান্ত ছিল জেনে ভালো লাগলো। আসলে বাচ্চারা কেনাকাটা করতে অনেক পছন্দ করে বিশেষ করে খেলনা জাতীয় জিনিস।
টিন টিন বাবু অনেক খুশি জেনে ভালো লাগলো। ধন্যবাদ দাদা সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

সত্যি তাই বাচ্চারা অপ্রয়োজনীয় জিনিস কেনে যা আছে তাদের সেটাও কিনে নেয় আর আমাদের কেও সেটাই কিনে দিতে হয় কারণ তারা অবুঝ।এই বয়সটা যখন পেরিয়ে যাবে তখন তারা এসব নেয়ার বায়নাও আর করবে না। সত্যি ঠিক বলেছেন দাদা বাচ্চাদের পারিপার্শ্বিক জগৎ কে নিজ চোখে দেখাও শেখাটা খুব গুরুত্বপূর্ণ। পারিপার্শ্বিক জগৎ থেকে তারা বাস্তবতা কি তা শিখতে পারে।টিনটিন বাবু খুশি জেনে বেশ ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59596.75
ETH 2659.83
USDT 1.00
SBD 2.45