আমার কবিতার খাতা থেকে: ভালোবাসা।।২৭ নভেম্বর ২০২৩
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে যে কবিতা আমি শেয়ার করতে চলেছি সেটা আশা করি আপনাদের ভালো লাগবে।
প্রতিমুহূর্তে প্রেমিক কে ক্ষমা করতে পারলেই
প্রেম ভালোবাসা হয়ে যায়
এই দুনিয়ায় প্রেম আসে প্রেম যায়,
থেকে যায় ভালোবাসার জয়গান।
আমি বলছি না তুমি সব মেনে নাও
অন্যায় কে করে দাও প্রশ্রয়,
আমি চাইছি তুমি তোমার প্রেমিক কে
করো ক্ষমা যে ভুলের শেষে আছে অনুশোচনা।
তুমি বলেছিলে গ্রীষ্মের শেষ বিকেলে
দারুণ অভিমান নিয়ে তুমি তাকে করেছো
হৃদয়ে প্রহার আর প্রহার।
আমি সেখানেই তোমাকে ক্ষমাশীল হতে বলি,
তুমি প্রেমিকা তোমার জন্যই প্রেম পাবে একদিন খেতাব
' ভালোবাসার ' খেতাব।
মুহুর্তের রাগ আর ভুল একটা ক্ষমা
তুমি হয়ে যাবে প্রেমের সাম্রাজ্যের অদ্বিতীয় রাণী।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Take it out and let it go.
Creativity and Hard working. Discord
দাদা আপনি বড় বড় খুব চমৎকার কবিতা লেগে থাকেন। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটি পড়ে ভীষণ ভালো লেগেছে। এত চমৎকার ভাবে কবিতা লিখে আমাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করে যাচ্ছেন আপনাকে অনেক ধন্যবাদ।
ভালোবাসার পরিপক্কতা ও পূর্ণতা তখনই পায়, যে ভালবাসায় স্যাক্রিফাইস করার মানসিকতা থাকে। বেশ ভালো লাগলো পুরো কবিতাটি ভাই।
শুভেচ্ছা রইল 🙏
কবিতার ভাষা তেমন বুঝিনা আমি। তবে দাদা আপনার কবিতা খুব ভালো লাগে। এই কবিতাটি সত্যি খুব ভালো লেগেছে। আমি সময় পেলে আপনার এই কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করবো।
দাদা এখন থেকে ভালোবাসার কবিতা একটু বেশী বেশী চাই কিন্তু। আজকের কবিতাটি দারুন হয়েছে। এটাই আসলে ভালোবাসা যেখানে প্রেমিক মানুষটি ভুল করে অনুশোচনায় ভোগে। আর প্রেমিকা ক্ষমা করে দেয়।সত্যি কথা বলতে যেখানে অনুশোচনা থাকে, সেখানে ভালোবাসা ও থাকে।ধন্যবাদ দাদা সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলেই দাদা এ জগতে প্রেম আসে প্রেম যায় কিন্তু থেকে যায় ভালোবাসার জয়গান। আসলে প্রেম ব্যাপাটাই এমন, যন্ত্রণা দেয় ভীষন। আপনার কবিতা বরাবরই পড়তে ভালো লাগে দাদা 😍
দাদা আপনার কবিতার খাতা থেকে আরেকটি ভালোবাসার কবিতা আমাদের মাঝে শেয়ার করলেন। আপনার কবিতা পড়ে খুবই ভালো লাগলো। সত্যি ভালোবাসার কবিতা পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। তাই আপনার কবিতাটি আমার অনেক পছন্দ হয়েছে।
আপনার কবিতাটা মনে করিয়ে দিয়েছে আমার তাজমহলের স্মৃতি। যেখানে ভালবাসার এক অপরিসীম দৃশ্য বিদ্যমান হয়ে রয়েছে শুধু নেই সেই মানুষগুলো। ঠিক এভাবেই মানুষের মনের মধ্যে প্রেম জাগ্রত হয় ভালোবাসা সৃষ্টি হয় যুগ যুগ ধরে ভালোবাসা দুনিয়ার বুকে থেকে যায় থাকে না সে সমস্ত মানুষগুলো। দারুন একটি চিন্তাধারা নিয়ে সুন্দর কবিতা শেয়ার করেছেন আপনি খুবই খুশি হলাম দাদা আপনার কবিতা আবৃত্তি করে।
প্রেম আসে প্রেম যায় আর ভালোবাসা চিরকাল রয়ে যায়। তো কখনো অভিমান কখনো বা একটু মানিয়ে নেওয়া এভাবেই হয়তো ভালোবাসা গুলো আরও বেশি পূর্ণতা পায়। দাদা আপনার লেখা কবিতাটি চমৎকার হয়েছে। আমার খুবই ভালো লেগেছে দাদা। দারুন একটি কবিতা লিখে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আপনার কবিতাগুলো এই জন্যই আমার কাছে বেশী ভালো লাগে এবং সেরা কিছু মনে হয়। আমরা হয়তো শুধু ছন্দের তালে তালে কবিতা লেখার চেস্টা করি কিন্তু আপনার প্রতিটি কবিতায় দারুণ একটা মেসেজ থাকে, সুন্দর একটা অনুভূতি দারুণভাবে স্পষ্ট হয়ে উঠে। আসলেই প্রিয় মানুষটিকে যদি ক্ষমা করতে না পারি তাহলে ভালোবাসি সেটা বলি কিভাবে? অনেক ধন্যবাদ
দাদা আপনার ভালবাসা কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো।মান অভিমান নিয়েই ভালোবাসা। কখনো ভালবাসার পরিমাণ বেশি থাকে আবার কখনো কম এভাবেই ভালোবাসা পূর্ণতা পায়। প্রিয় মানুষটিকে বোঝার ক্ষমতা না থাকলে তাহলে সে ভালোবাসা, ভালোবাসা নয়।
বেশ দারুণ একটি কবিতা আমাদের মাঝে উপহার দিয়েছেন ধন্যবাদ দাদা আপনাকে।