শিরোনাম :আমার পাঠশালা থেকে বলছি :কম্পিউটার ও তার প্রজন্মগুলো

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

image.png

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ?আশা করি ভালো আছেন ।যদিও এই মহামারির সময় ভালো থাকা এবং অন্যকে ও ভালো রাখা এখন সবচেয়ে জরুরি বিষয় ।বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আমার একটি ক্ষুদ্র প্রয়াস উপস্থাপন করছি ।আমি ব্যক্তিগতভাবে একটি ধারাবাহিক শুরু করছি ।ধারাবাহিকের শিরোনাম :আমার পাঠশালা থেকে বলছি :" "।ধারাবাহিকভাবে আমি কম্পিউটার এর বেসিক বিষয় ও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নিয়ে আলোচনা করবো ।আমার উদ্দেশ্য হলো কম্পিউটার যে ভাষায় আমাদের অর্ডার গ্রহণ করে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিছুটা প্রাথমিক জ্ঞান সবাই রাখুক।আজকে আমি একদম প্রাথমিক ভাবে কম্পিউটার কি এবং এর ৫ টি প্রজন্ম নিয়ে আলোচনা করবো ।

শিরোনাম :আমার পাঠশালা থেকে বলছি :কম্পিউটার ও তার প্রজন্মগুলো

কম্পিউটার কি :

সাধারণভাবে বললে কম্পিউটার হলো একটি উন্নতমানের গণনা যন্ত্র ।যা চোখের পালকে কঠিন থেকে কঠিনতর গাণিতিক গণনা সম্পন্ন করে ফেলে ।আরো একটু বিশেষ ভাবে বললে এটি একটি ইলেকট্রনিক মেশিন যা আমাদের কাছ থেকে ইনপুট নিয়ে সেটা প্রসেস করে কাঙ্খিত ইনফরমেশন এ আউটপুট প্রদান করে ।কম্পিউটার এই ইনপুট কীবোর্ড মাউস ইত্যাদির মাধ্যমে হাই লেভেল মেশিন ল্যাঙ্গুয়েজ আকারে গ্রহণ করে এবং কম্পাইলার ও ইন্টারপ্রেটার এর মাধ্যমে ওই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কে লো লেভেল ল্যাঙ্গুয়েজে এ কনভার্ট করে প্রয়োজনীয় ইনপুট প্রদান করে ।কম্পিউটার এর মেইন ইন্টিগ্রেটেড ডিভাইস হলো CPU (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট )।

কম্পিউটার জেনারেশন :এই অবধি কম্পিউটারকে ৫ টি জেনারেশনে চিহ্নিত করা হয়েছে ।এই ৫টি জেনারেশন সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করছি ।

**ফার্স্ট জেনারেশন কম্পিউটার

image.png
Source
এই আমলের কম্পিউটার একদম প্রাথমিক পর্যায়ে ছিল ।এই সময় কম্পিউটার গণনা ও তথ্য সংরক্ষণ এর কাজে ব্যবহারিত হতো ।এই দুটি কাজ ও এর পুরো কন্ট্রোল সিস্টেম চলতো ভ্যাকুয়াম টুইব প্রযুক্তির মাধ্যমে ।কয়েকটি উদাহরণ হল :ENIAC UNIVAC

বৈশিষ্ট

ওই সময়ের সবচেয়ে দ্রুতগতির গণনা যন্ত্র ছিল এই কম্পিউটারটি ।
এটি অনেক জটিল গাণিতিক সমস্যা ও সমাধান করতে পারতো নিখুঁত ভাবে ।

সীমাবদ্ধতা

এই কম্পিউটারটি ব্যবহার করা বেশ কঠিন ছিল ।কারণ এটি অনেক বেশি মেশিন নির্ভর ছিল ।
এটি একই সঙ্গে একাধিক প্রোগ্রমা চলতে সক্ষম ছিল না ।

এই কম্পিউটার থেকে অনেকে তাপ উত্পন্ন হতো যা যন্ত্রাংশ কে নষ্ট করে দিতো ।

সেকেন্ড জেনারেশন কম্পিউটার

image.png
Source
এই যুগের কম্পিউটার এর মূল উপাদান ও প্রযুক্তি ছিল ট্রান্সিস্টর ।এই ট্রান্সিস্টর এর মাধ্যমে বেসিক লজিক গেট তৈরী করা হতো ।ট্রান্সিস্টর হলো একপ্রকার সেমিকন্ডাক্টর যা অরিজিনাল সিগন্যালর মূল আকার কে অক্ষুন্ন রেখে ইনকামিং সিগন্যাল এর পাওয়ার বৃদ্ধি করে ।কয়েকটি উদাহরণ :IBM 1801 IBM 7090

বৈশিষ্ট

সেই সময়ের দ্রুতগতির গণনা যন্ত্র এবং পরিচলন করা সহজ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এর ব্যবহারের ফলে ।
এটি আকারে ছোট ছিল এবং হালকা ছিল ।
এর প্রসেস সিস্টেম এর জন্য কম বিদ্যুৎ খরচ হতো ।

সীমাবদ্ধতা

এটির ইনপুট ও আউটপুট মিডিয়া উন্নত ছিল না ।
এটি অপারেট করার জন্য AC জায়গার দরকার ছিল ।

থার্ড জেনারেশন কম্পিউটার

image.png
Source
এটি আগের দুটি থেকে উন্নত প্রযুক্তি ব্যাবহার করে ।এটি ইন্টিগ্রেটেড সার্কিট এর উপর নির্মিত ।ইন্টিগ্রেটেড সার্কিট হলো( ICs ) একটি সিঙ্গেল চিপ যার মধ্যে ট্রান্সিস্টর রেসিস্টর কাপাসিটর্স কম্বিনেশন আকারে থাকে ।কয়েকটি উদাহরণ :IBM 370 PDP 11

বৈশিষ্ট

এটি কয়েক ন্যানো সেকেন্ড এ জটিল হিসাব করতে সক্ষম ছিল ।
এটি হালকা ছিল তাই পরিবহনে সুবিধা ছিল ।
এটি সহজে ইনস্টল করা যেত এবং অল্প জায়গার দরকার হলো ।
এটি মেশিন নির্ভর ছিল না কারণ এটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারতো ।

সীমাবদ্ধতা

এটিতে খুব কম ডাটা স্টোর করা যেত ।
এটি অনেক বেশি দামি ছিল ।

ফোর্থ জেনারেশন কম্পিউটার

image.png
Source
এই কম্পিউটার এ প্রথম মাইক্রো প্রসেসর ব্যবহার করা হয়।এই মাইক্রো প্রসেসর LSI এবং VLSI এর উন্নতিকরণের ফল ।LSI এবং VLSI হলে এমন একটি প্রযুক্তি যা ছোট একটি চিপ এ হাজার হাজার ট্রান্সিস্টর সংরক্ষিত করতে পারে ।কয়েকটি উদাহরণ :IBM PC /AT Apple

বৈশিষ্ট

এটি সস্তা কম্প্যাক্ট ও শক্তিশালী ।
অনেক বেশি ডেটা সংরক্ষণ করতে পারে ।

সীমাবদ্ধতা

এটি প্রোগ্রামার্ এর নির্দেশের উপর নির্ভর করে ।

ফিফ্থ জেনারেশন কম্পিউটার

image.png
Source
এই সবচেয়ে আধুনিক কম্পিউটার ।আল্ট্রা লার্জ স্কেল ইন্টিগ্রেশন (ULSI) প্রযুক্তি ব্যাবহার করা হয়েছে এই কম্পিউটার এ ।এই প্রযুক্তি ১০ মিলিয়নের বেশি ইলেকট্রনিক কম্পোনেন্ট একটি ছোট চিপ এ সংরক্ষিত করতে পারে ।কয়েকটি উদারহর :মডার্ন কম্পিউটার

এখন অবধি সবচেয়ে দ্রুত গামী সস্তা ও দক্ষ কম্পিউটার ।
অনেক সংযুক্ত মাল্টিমিডিয়া ফিচারস থাকার জন্য এটি ব্যাবহার অনেক বেশি সহজ ।

সীমাবদ্ধতা

এটিতে এমন কোন কৃত্রিম মুদ্ধিমত্তা নেই যা কম্পিউটার কে নিজেই করা প্রোগ্রাম অপারেট করতে সাহায্য করে।


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP


Beauty of Creativity. Beauty in your mind.Take it out and let it go.Creativity and Hard working.Discord- https://discord.gg/RX86Cc4FnA

**ধন্যবাদ **

Sort:  
 3 years ago 

সময়ের পরিক্রমায় আজ কমপিউটার কোথায় থেকে কোথায় এসেছে। ভাবা যায়? ভালো তথ্য দিয়েছেন ভাই ।

 3 years ago 

সেটাই।আজকে আমাদের চারপাশ পুরোটাই কম্পিউটার কেন্দ্রিক।আপনাকে ও অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

সত্যিই আজ কত পরিবর্তন এসেছে কম্পিউটার এর! খুব ভালো লাগলো পড়ে, অনেক কিছু জানতে পেরেছি। ধন্যবাদ 😇

 3 years ago 

সত্যি প্রযুক্তি অনেক এগিয়ে গেছে ।বদলে আছে আমাদের চারিপাশ টা ।।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 57690.80
ETH 2449.97
USDT 1.00
SBD 2.33