ওমিক্রন আসলেই কি করোনার শেষের শুরু ?

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

image.png
[Image]

হ্যালো বন্ধুরা কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের লেখা শুরু করছি।বেশ কয়েক মাস আমাদের দেশে করোনা পরিস্থিতি বেশ ভালো ছিল।এই নিয়ন্ত্রিত পরিস্তিতিতে সব কিছুই একটু একটু করে স্বাভাবিক হচ্ছিলো।কিন্তু হঠাৎ করে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সব কিছু ওলোটপালোট করে দিচ্ছে।ফিরিয়ে আনছে সেই ভয়াবহ দিনগুলি।

আমরা প্রথম করোনার ঢেউয়ে দেখেছিলাম মানুষের মধ্যে এক ধরণের স্বার্থপরতা কিন্তু দ্বিতীয় ঢেউয়ের সময় মানুষ যেভাবে একে অপারের বিপদে ঝাঁপিয়ে পড়েছে তা সত্যি দুর্লভ।আর এটাই প্রমান করে এই পৃথিবীতে এখনো মানবতা ও বিবেক বেঁচে আছে।এটা আশার কথা।হঠাৎ করে করোনা বেড়ে যাওয়ায় মনটা স্বাভাবিক ভাবেই বেশ খারাপ।কিন্তু আমাদের হতাশ হলে চলবে না।নতুন উদ্যম ও উৎসাহ নিয়ে এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হবে।আমাদের এই সংঘবদ্ধতাই আমাদের মূল অস্ত্র।আমি প্রবল ভাবে আশাবাদী জয় আমাদেরই হবে।

নতুন করে এই করোনার বাড়বাড়ন্তের কারণ কি

আসলে সঠিক ভাবে এটা বলা বেশ কঠিন কোন কোন ফ্যাক্টর আমাদের পশ্চিমবঙ্গে হঠাৎ করে করোনা বাড়ার জন্য দায়ী।তবে এটা ঠিক যে আমাদের ঔদাসীন্যতা ও সঠিক ভাবে করোনা বিধি না মানার একটা বড় কারণ এই করোনা বেড়ে যাওয়া।প্রত্যেকে যদি অন্তত মুখে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতো তাহলে হয়তো এই করোনার পসিটিভিটি রেট টা কমানো যেত।যাই হোক বিপদ যখন এসে পড়েছে তখন আমাদের কার দোষ সেটা আপাতত ভুলে কার্যকর লড়াই জারি রাখা।

ওমিক্রন বনাম ডেল্টা ও ডেল্টা প্লাস



ওমিক্রন ও ডেল্টা ভেরিয়েন্টের মধ্যে ব্যাসিক পার্থক্য হলো মর্টালিটি।ওমিক্রন এ মৃত্যুর হার যথেষ্ট কম।এমন কি এই ভ্যারিয়েন্ট এ আক্রান্ত হলে ৩০ থেকে ৭০ শতাংশ রোগীর কোনো প্রকার হাসপাতাল এ যাওয়ার দরকার পড়ছে না।ডেল্টা ভ্যারিয়েন্ট সাধারণত মানবদেহের ফুসফুসকে সংক্রমিত করে দেহে অক্সিজেনের মাত্রা ব্যাপক ভাবে কমিয়ে দিত।কিন্তু এই ওমিক্রন ফুসফুসকে সংক্রামিত তেমন একটা করতে পারছে না।এর কারণ হয়তো দুটো ভ্যারিয়েন্ট এর প্রভাবে আমাদের শরীরে এক প্রকার অনাক্রম্যতা তৈরী হয়ে গেছে তাই ওমিক্রন অতোটা কার্যকর হতে পারছে না।এটা এক দিক দিয়ে আমাদের জন্য আশার কথা।অনেক বিশেষজ্ঞরা বলছেন যে ওমিক্রন আসলে করোনার শেষের শুরু ও এক প্রকার প্রাকৃতিক প্রতিষোধক।কিন্তু এই অনুমান কতটা সঠিক সেটা সময়ই বলবে।

আমাদের কি করণীয় এই অবস্থায়



image.png
Image

আমাদের সত্যি কথা বলতে বিশেষ কিছু করণীয় নেই এই ভয়ঙ্কর অদৃশ্য শত্রুর বিরুদ্ধে।তবে আমরা যেটা করতে পারি ,পারি কেন!অবশ্যই করতে হবে সেটা হলো প্রত্যেকেই মুখে মাস্ক ব্যবহার করতে হবে।হাত ধুতে হবে।স্যানিটাইজার দিয়ে মাঝে মাঝে হাত পরিষ্কার করতে হবে।নিজেদের ভিতর করো রকম উপসর্গ দেখা দিলে আইসোলেশন যেতে হবে এবং দ্রুত টেস্ট করিয়ে নিতে হবে।সচেতনতাই আমাদের একমাত্র এই জীবাণুর ভয়াবহতা কমাতে পারে বা আটকাতে পারে।


|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||
break.png
standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
break.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

image.png

Sort:  
 3 years ago 

ভাইয়া প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এতো গুরুত্বপূর্ণ একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

আসলে ভাইয়া যখন শুনেছি করোনা শেষ হয়ে একটি ভাইরাস আবার আসলো তখনি অনেক ভয় লাগছিলো। ভয় টা নিজে কে নিয়ে না আম্মু কে নিয়ে, কারণ আম্মুর বয়স হয়ে গেছে অসুস্থ থাকেন সব সময়। আর এই ভাইরাস গুলো যাদের শরীল দূর্বল তাদের কে একটু বেশি আগে আক্রমণ করে তাই। আমার আম্মুর যদি কিছু হয় আমাদের আর কেউ থাকবে না আব্বু ও নেই। তবে ভাইয়া পোস্ট টা পড়ে খুব ভালো লাগলো যে নতুন ভাইরাস ওমিক্রন মানুষকে তেমন ক্ষতি করে না। আলহামদুলিল্লাহ দুআ করি আল্লাহ তায়ালা সবাই কে সুস্থ রাখুক সব সময়।
ভাইয়া আপনার জন্য অনেক দুআ ও ছোট বোন এর পক্ষ থেকে অনেক ভালোবাসা রইলো।

 3 years ago 

আসলেই বিপদের সময় কারও দিকে না দেখে বিপদের কারণ সামনে এনে এর উপযুক্ত সমাধান করার চেষ্টা করা উচিৎ। এজন্য করোনার এই পরিস্থিতিতে সবাইকে মিলেমিশে একসাথে অগ্রসর হওয়া উচিৎ। সবাইকে মুখে মাক্স ব্যবহার করা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দেওয়া নিজে এটা পাবন্দি করা । পরে কোনরকম সিমটম দেখা দিলে দ্রুত হাসপাতালে যাওয়া এবং টেস্ট করা এবং হোম করেনটাইনে থাকা । এভাবে করতে থাকলে হয়তো করোনার পরিস্থিতি থেকে কিছুটা রেহাই পেতে পারি । ধন্যবাদ ভাই এত সুন্দর বিষয় আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 3 years ago (edited)

অনেক বিশেষজ্ঞরা বলছেন যে ওমিক্রন আসলে করোনার শেষের শুরু ও এক প্রকার প্রাকৃতিক প্রতিষোধক।কিন্তু এই অনুমান কতটা সঠিক সেটা সময়ই বলবে।

দেখি কি হয় ভাই ? তবে কথার গুরুত্ব অনেক গভীর। এই পাশেও নতুন শনাক্তের সংখ্যা বেড়ে গেছে ।।

 3 years ago 

এখন মোটামুটি সব দেশেই ওমিক্রন প্রভাব পড়ছে।আমাদের দেশেও খুব দ্রুত বেড়ে যাচ্ছে। শুধুমাএ আমাদের সচেতনতা অভাবে।যদি এভাবে বাড়তে থাকে তাহলে দেশের / আমাদের কিযে হবে তা কেবল সৃষ্টিকর্তাই জানে।এখনও মানুষ ঠিকা নেওয়ার ব্যাপারে উদাসীন।

 3 years ago 

করোনার তৃতীয় ঢেউ অমিক্রণ কারণে প্রতিটা দেশ আবার নতুন নতুন ভাবে আক্রান্ত হচ্ছে। ওই দেশগুলোর মধ্যে আমাদের দেশ পিছিয়ে নেই। প্রতিনিয়তঃ আক্রান্তের হার বাড়ছে।তবে আশার কথা হচ্ছে অনেক বিশেষজ্ঞরা বলছে অমিক্রণ ডেল্টা ভেরিয়েন্টের করোনাভাইরাস এর থেকেও অনেক কম বিপদজনক। যদিও এই কথাটি কতটা যুক্তিসঙ্গত পরেই বোঝা যাবে।তবে আমাদের প্রত্যেকের প্রয়োজন নিজে সচেতন হওয়া এবং আশেপাশে যারা আছে তাদেরকে সচেতন করা। মাক্স ব্যবহার করা এবং হাত প্রতিনিয়ত ধুয়া। দাদা, আপনি একদম ঠিক বলেছেন করোনার দ্বিতীয় ঢেওয়ে অনেক নিষ্ঠুরতা আমরা দেখেছি।তবে এখন আমরা চাই সবাই মিলে একসাথে এই অদৃশ্য প্রাণনাশক ভাইরাসটিকে রুখে দিতে।অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর উপকারী পোস্ট আমাদের মাঝে শেয়ার করার। জন্য

 3 years ago 

দাদা আপনার পোস্টটি পড়ে বেশ কিছু তথ্য জানতে পারলাম। যেমন অমিক্রণ ভাইরাসে মৃত্যু হার অনেক কম। এটা জেনে মনে বেশ একটু সাহস পেলাম। সবার মত আশা করি এটাই যেনো এই ভাইরাস পর্বের পরিসমাপ্তি হয়।

 3 years ago 

আমাদের হতাশ হলে চলবে না।নতুন উদ্যম ও উৎসাহ নিয়ে এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হবে।

মহামারীর কারণে যখন পুরো বিশ্ব থমকে দাড়িয়েছে তখন আমরা একে অন্যের সহযোগিতায় এগিয়ে এসেছি। আশা করছি ভবিষ্যতেও এই মহামারীকে মোকাবেলা করার জন্য সবাই একত্রিত হয়ে মোকাবেলা করবে। সময়ের সাথে সাথে আশা করি সকল মহামারী এই পৃথিবী থেকে দূর হয়ে যাবে। আমরা সকলে সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করি আমাদের এই পৃথিবীর মানুষগুলো যেন মহামারী থেকে রক্ষা পায় এবং সকলে ভালো থাকে।

 3 years ago 

2022 সালে সবাই নতুন দিনের ও নতুনভাবে জীবনযাপন শুরু করার চিন্তাভাবনা করেছিলেন যেখানে সেখানে ওমিক্র্ন এসে দেখা দিয়েছে।ঠিক বলেছেন দাদা,এটি আমাদের ঔদাসীন্যতার ও অসচেতনতার কারণেই হয়েছে।তাই আমাদের এখন সঠিক ভাবে করোনা বিধির নিয়ম মেনে চলা খুবই প্রয়োজন সংঘবদ্ধভাবে।গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার জন্য ধন্যবাদ দাদা।

 3 years ago 

ভাইয়া এই বিষয়ে কি যে বলবো,প্রথম দফা দ্বিতীয় দফা এবার তৃতীয় দফা,জানিনা এবার কি হয়। তবে এবার আমাদের আর অনেক বেশি গুরুত্ব দিতে হবে। নিজেকে বেঁচে থাকতে হবে অন্যকে ও বাঁচাতে হবে। অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন ভাইয়া , অনেক বেশি ভালো লাগলো।

 3 years ago 

করোনার প্রথমদিকের মত মানুষের স্বার্থপরতা এখন দেখা যায় না এটা ভাল দিক যে মানবিকতা বাড়ছে। ওমিক্রন নিয়ে বিশেষজ্ঞদের অনুমান সত্য হলে এটি আমাদের জন্য সুসংবাদ। পোস্ট পড়ে ভাল লাগল। এই অদৃশ্য শক্তির সাথে লড়াই এর সুন্দর কৌশল শেয়ার করার জন্য ধন্যবাদ। উপসর্গ, পরীক্ষা তারপর আইসোলেশন আমাদেরকে অনেক সাহায্য করতে পারে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 58180.92
ETH 2477.99
USDT 1.00
SBD 2.42