শীতকালে ফুলের মেলা।।২১ জানুয়ারি ২০২৩
হ্যালো বন্ধুরা,কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।বন্ধুরা এখন শীতকাল চলছে তাই স্বাভাবিক ভাবেই চারিদিকে অনেক রকমের ঋতুকালীন ফুলের মেলা।বাড়ির আঙিনা থেকে শুরু করে বাগান পার্ক ক্ষেত এমনকি রাস্তার দুপাশে দেখা মিলছে সুন্দর রঙিন রঙিন ফুলের।আমি আজ আমার পোস্টের মধ্যে কয়েকটি ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে ভাগ করে নেবো।শীতকাল আর বসন্তকালে ফুলের বাহার চারিদিকে।যদিও বসন্ত কে চিরকালীন প্রাধান্যতা দেওয়া হয়েছে তবুও আমার কাছে শীতকালের ফুল বেশি ভালো লাগে।যেহেতু শীতকাল চলছে তাই ইকো পার্কে প্রচুর ফুল দেখা যায়।অনেক রঙের অনেক নামের।আর একটা বিশাল গোলাপ বাগান রয়েছে এই পার্কের মধ্যেই।
ইকো পার্ক পশ্চিমবঙ্গ তো বটেই ভারতের মধ্যে সবচেয়ে আয়তনে বৃহৎ পার্ক।এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহৎ পার্ক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এই পার্ক কে।শীতকালে ছুটির সময় এই পার্কে পরিবারবর্গ ও বন্ধুদের সাথে সময় কাটানোর উৎকৃষ্ট জায়গা এই পার্কটি।আমরা ও মাঝে মধ্যে গিয়ে থাকি এই পার্কে।সত্যি কথা বলতে গেলে এই পার্কের পরিবেশ খুবই সুন্দর আর সময় কাটানোর জন্য অনেক উপকরণ আছে।
এমনকি শীতকালে এই পার্কে আপনি আপনজনদের নিয়ে পিকনিকের আয়োজন ও করতে পারেন। অবশ্য সেটা আগে থেকে বুকিং করা প্রয়োজন।কারণ এই পার্কটি সংরক্ষিত পার্ক।যা খুশি তাই করা যায় না এই পার্কে।একটা সুন্দর কোয়ালিটি ধরে রাখা হয়।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Take it out and let it go.
Creativity and Hard working. Discord
দাদা আপনার ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে যে আপনি ফুলের রাজ্যে বসবাস করতেছেন।সত্যি বলতে যেদিকেই যায় না কেন ফুলের বাহারার বাহার শীতকালে।আজকাল মানুষ এত ফুলের বাগান করে যেদিকে যায় না কেন মানুষ ফুলের বিলাসিতায় যেন মেতে উঠেছে।মানুষ আসলেই সুন্দরের পূজারী। ফুলের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে।অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন দাদা অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
শীতকাল মানেই চারিদিকে নানা রকমের ফুলের সমারোহ। আপনি ইকো পার্কের বেশকিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। সত্যি ই অসাধারণ লাগছে দেখতে। এই পার্কে আবার বড় একটি গোলাপ বাগান ও আছে জেনে ভাল লাগলো। গোলাপ তো ফুলের রানী, তাই না? তাইতো এত কদর গোলাপের। আপনি খুব দক্ষতার সাথে ফটোগ্রাফিগুলো করেছেন, খুব সুন্দর হয়েছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দাদা।ভাল থাকবেন।
শীতকাল মানেই চায়ের দিকে ফুলে সমরহ। ফুল হলো সৌন্দর্যের প্রতীক, ফুল পছন্দ করে না এমন লোকের সংখ্যা খুব কমই আছে। দাদা ইকোপার্কে রং-রঙে যেসব ফুলগুলো আপনি ফটোগ্রাফি করেছেন, এই ফুলগুলো দেখতে সত্যি অসাধারণ লাগছে। ফুল তো সুন্দর কিন্তু সেই ফুলটাকে সুন্দরভাবে ফটোগ্রাফি করাটা মধ্যে সুন্দর লুকিয়ে থাকে। আর সেই সৌন্দর্য আপনি খুঁজে ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি দেখে মুগ্ধ হলাম দাদা, শেয়ার করার জন্য ধন্যবাদ।
শীতকাল আসলেই বিভিন্ন ধরনের ফুল দেখা যায়। দাদা আপনি ঠিকই বলেছেন শীতকালে ফুলের মেলা। ফুল আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার চমৎকার চমৎকার ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।
দাদা ঠিকই বলেছেন আপনি শীতকাল এ আসলেই ফুলের মেলা চারিদিকে।বাড়ির আঙিনা থেকে শুরু করে সবজায়গায় বিভিন্ন রকমের ফুল।ইকোপার্কের রঙ বেরঙ এর ফুলগুলো সত্যি অনেক সুন্দর।সবগুলো ফটোগ্রাফি দেখতেই চমৎকার লাগছে।প্রতিটি ফটোগ্রাফি খুব সুন্দর ক্যাপচার করেছেন আপনি।ধন্যবাদ আপনাকে দাদা সুন্দর ফটোগ্রাফি পোস্টটি শেয়ার করার জন্য।
আমার ও আসলে এই ফুলগুলো প্রায় চোখে পরেছে।তবে এগুলো শীতকালীন বা সব মাসেই হয় তা ঠিক জানা নেই।ফুলগুলো দেখতেই একেবারে তরতাজা লাগছে।ভাইয়া কিছু ছবি শো করছে না।আমার সমস্যা নাকি আপলোড হয়নি তা ঠিক বুঝতে পারছি না।
আমার ডিভাইস থেকে শো করছে।
হুম শীত কাল আসলে চারদিকে রং বে রং এর ফুলের মেলা বসে। যদিও আমি বাংলাদেশী তবুও আমি পশ্চিমবঙ্গের ইকো পার্কের নাম অনেক শুনেছি। আসলে ছবিতে দেখেই বুঝা যাচ্ছে বেশ সুন্দর পার্কটি। আর পার্কের ভিতরের রং বে রং এর জানা অজানা ফুলের বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন দাদা। বেশ ভাল লাগলো পার্কটি।
ঠিক বলেছেন দাদা, শীতকাল এবং বসন্তকালে চারিদিকে ফুলের ছড়াছড়ি দেখতে পাওয়া যায়। আপনিও ওয়ানপ্লাস ব্যবহার করে এই ছবিগুলোর ক্যাপচার করেছেন। ওয়ানপ্লাস এর ছবি নরমালি অনেক ভাল হয় তবে আপনার ছবিগুলো আরও বেশ প্রাণবন্ত লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
দাদা আপনি আপনার এই পোস্টে যে সমস্ত শীতকালের ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে তুলে ধরেছেন, তার মধ্য থেকে বিশেষ কিছু ফুল আমাদের বিদ্যালয় লাগানো হয়েছে এবার। ফটোগ্রাফিগুলো অনেক সুন্দর ছিল। এছাড়াও যে সমস্ত ফুল গুলো আমাদের ভিতরে নেই ঠিক তেমন কিছু ফুল দেখতে পারলাম আপনার পোস্টে। আপনার পোস্ট দেখে মনে হচ্ছে যেন ফুলের একটি ডালা তুলে ধরেছেন আমাদের সামনে। সব মিলিয়ে অসাধারণ, ধন্যবাদ দাদা