কয়েকটি ফুলের ফোটোগ্রাফি ।।ফেব্রুয়ারী ,২০২২।।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

IMG_20220212_163534.jpg

ডালিয়া

হ্যালো বন্ধুরা কেমন আছেন?আশা করি ভালো আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।কয়েকদিন আগে গিয়েছিলাম বর্ধমান।আমার আগের পোস্ট এ আমি আগেই উল্লেখ করেছি।এই পার্কটির নাম কৃষ্ণ সায়র।এই স্থানে বিশাল একটি লেক আছে আর এই লেক কে কেন্দ্র করে এই পার্কটিকে সাজানো হয়েছে।শীতকাল ছিল তাই চারিদিকে ফুলের সমারোহ দেখা যাচ্ছিলো।

আসলে পার্ক গুলো শীতকালেই বেশি সুন্দর হয়ে যায় আর তার একমাত্র কারণ হলো বিভিন্ন রকমের ফুলের মন মাতানো আবির্ভাব।আসলে আমাদের পার্কে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল কিছু ফোটোগ্রাফি করা।তাই পার্কে ঢুকেই আমরা তিনজন ফটো তোলা শুরু করে দিলাম।

IMG_20220212_163528.jpgIMG_20220212_163524.jpg

মোবাইল ফোটোগ্রাফি একটু আলাদা মজা।আজকাল মোবাইলের ক্যামেরা এত উন্নত যে দারুন দারুন ফটো আসে।আমি যেহেতু ফটোগ্রাফার নই তাই তেমন একটা ভালো ভাবে ফটো তুলতে পারিনি।তবে ফুল গুলো এত সুন্দর যে কাঁচা হাতের ফটোগ্রাফি ও সুন্দর লাগছে।

এই পার্কটি কিন্তু উন্মুক্ত নয়।রীতিমত টিকিট কেটে এই পার্কে প্রবেশ করতে হয়।টিকিটের মূল্য ৩০ টাকা প্রতি জনের।পার্কের মেইন এন্ট্রি পয়েন্টে একজন টিকেট চেকার বসে আছেন।তিনি টিকেট চেক করে এক এক জন করে লোক প্রবেশ করতে দেন।এই পার্ক টির রক্ষনাবেক্ষণ যে বেশ ভালো হয় সেটা দেখেই বোঝা যাচ্ছিলো।এটা স্বীকার করতেই হবে পার্ক খুবই সুন্দর ও পরিছন্ন।পার্কের স্থায়ী পরিকাঠামো যত টা না সুন্দর তার চেয়ে বেশি সুন্দর হয়েছে শীতকালীন ফুলের উপস্থিতির জন্য।
IMG_20220212_163515.jpg

IMG_20220212_163509.jpgIMG_20220212_163500.jpg

এই পার্কটি এতটাই বড় যে এক বার সম্পূর্ণ ঘুরে আসতে প্রায় ২৫ মিনিটের মতো সময় লাগে।বিশাল পুকুর টা ঘুরে আসা মানেই পার্কটা ঘুরে আসা।এই পার্কে উঠতি বয়সীদের ভিড় ও যথেষ্ট আছে।

ফুলের কয়েকটি ধারাবাহিক ফোটোগ্রাফি

IMG_20220212_163451.jpg

কৃষ্ণ সায়র ,বর্ধমান পশ্চিমবঙ্গ,ভারত

**আলোকযন্ত্র: ONEPLUS **

IMG_20220212_163440.jpg

IMG_20220212_163853.jpg

IMG_20220212_163849.jpg

IMG_20220212_163839.jpg

IMG_20220212_163811.jpg

IMG_20220212_163801.jpg

IMG_20220212_163754.jpg

IMG_20220212_163736.jpg

গ্ল্যাডিওলাস

IMG_20220212_163712.jpg
স্ন্যাপড্রাগন

IMG_20220212_163700.jpg

IMG_20220212_163651.jpg

IMG_20220212_163641.jpg

IMG_20220212_163603.jpg


|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||
break.png
standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
break.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

image.png

Sort:  

Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Please consider to approve our witness 👇

Come and visit Italy Community

 2 years ago 

ফটোগ্রাফি দেখতে এবং ফটোগ্রাফি করতে দুটোই আমার খুব ভালো লাগে আপনার ফটোগ্রাফি গুলো খুব ভালো লাগছে। অনেকগুলো সুন্দর সুন্দর ফুলের ফটো দাবি করেছেন তার মধ্যে থেকে গ্লাডিওলাস এবং স্নাপড্রাগণ আমার কাছে খুব ভালো লাগলো। এই ফুলগুলো মনে হচ্ছে এর আগে আমি দেখিনি ডালিয়া ফুল আমাদের সবারই পছন্দের এর কথা আলাদা করে বলার কিছুই নেই। ধন্যবাদ দাদা অনেকগুলো সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ফুল আমার খুবই পছন্দের ফুল দেখলে সত্যিই মন অন্যরকম হয়ে যায়। ফুল পছন্দ করেনা পৃথিবীতে খুব কম মানুষই আছে।আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো সত্যি অনেক সুন্দর হয়েছে। আপনি লিখেছেন আপনি ফটোগ্রাফার নয় কিন্তু আপনার ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে আপনি আসলে প্রফেশনাল ফটোগ্রাফার।
আপনি ঠিক বলেছেন শীতকালে পার্ক গুলো সত্যিই খুব সুন্দর লাগে,কারণ শীতকালে বিভিন্ন রকমের ফুল ফোঁটে। ডালিয়া ফুল আমার কাছে খুবই ভালো লাগে।ডালিয়া ফুলের কালার গুলো অনেক সুন্দর হয়।আপনার প্রতিটা ফটোগ্রাফি এত সুন্দর হয়েছে আর আমি কোনটা ছেড়ে কোনটার কথা বলব বুঝে উঠেতে পারছি না সবগুলো ফুলে ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ অনেকগুলো ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ফুলের সৌন্দর্য তা এমনিতেই আমাকে মুগ্ধ করে। দাদা আজকে কয়েকটি ফুলের সুন্দর ফটোগ্রাফি করেছেন ।তার সাথে সুন্দর বর্ণনা দিয়েছেন আমার কাছে খুবই ভালো লাগলো।

 2 years ago 

দাদা আপনার প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি দেখলে আমার খুবই ভালো লেগেছে। আপনি খুবই সুন্দরভাবে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে দেখার সুযোগ করে দিলেন। সত্যিই অসাধারণ। আপনার ফটোগুলো দেখে আমার খুবই ভালো লাগলো। আপনার জন্য রইল শুভকামনা।

 2 years ago 

প্রতিটা ফুল দেখতে অসম্ভব সুন্দর লাগছে দাদা।আর বেশ কিছু নতুন ফুল দেখলাম যেগুলো আগে কখুনো দেখা হয়নি। ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে।খুব গুছিয়ে করেছেন উপস্থাপন।

ফুল আমাকে মুগ্ধ করে আমার কাছে গ্ল্যাডিওলাস ফুলটি খুব সুন্দর লেগেছে।

 2 years ago 

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xqxDSWhfwHrxWD5FRDL1HcoyNtDYfQDPrPZidLkymVdXKe1gruFqRK9yS5FGdWAxspFCqTWG1zKtqnWRJeqP8DPVgPjtJ.jpeg

দাদা আজকে আপনি চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে সব গুলো ফটোগ্রাফি করেছেন। আপনার প্রশংসা করতে হয়। আশাকরি আপনার কাছে থেকে আরও সুন্দর সুন্দর ফটোগ্রাফি উপহার পাবো আমরা। অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

 2 years ago (edited)

মোবাইল ফোটোগ্রাফি একটু আলাদা মজা।

এই কথাটা কিন্তু একদম ঠিক বলেছেন দাদা। মোবাইল দিয়ে ফটোগ্রাফি করতে অন্যরকম মজা হয়। আর আপনার ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই অসাধারণ লেগেছে। প্রত্যেকটা ফুল দেখে মন ভরে গেল। আমার কাছে সব গুলো ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে। আমি ফুলের ফটোগ্রাফি খুবই পছন্দ করি। এখানে অনেকগুলো ফুল আমি চিনিও না। আপনার ফটোগ্রাফি অপেক্ষায় থাকি। কারণ আপনার ফটোগ্রাফি একদম নিখুঁত হয়।

 2 years ago 

ওয়াও কি অসাধারণ ফটোগ্রাফি করলেন 🤗 ফুল গুলো দেখে একেবারে চমকে গেলাম আমি। সব ফুলের ফটোগ্রাফি গুলো কিনা অসাধারণ দেখাচ্ছে। আসলে শীতকালের সময় পার্ক গুলো আর বেশিরভাগ নার্সারি এগুলো ফুল গাছে ভরপুর থাকে। কিছুদিন আগে আমাদের বাড়ির পাশে একটা নার্সারিতে গিয়েছিলাম। ওখানেও অনেক রকম সুন্দর সুন্দর ফুলে ভরা গাছ দেখেছিলাম। আজকে আপনার তোলা সুন্দর ফুলের কোন রাশির কোন দেখেও আমার কাছে একেবারে অসাধারণ লাগলো। আমিতো শেষের ফুল দুটো মনে হয় আগে কখনো দেখিও নি। আজকের ভিন্নরকম ফুলের কিছু ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর কিছু আলাদা আলাদা ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74