মিলনমেলায় আজকে।।২৭ নভেম্বর ২০২৩

in আমার বাংলা ব্লগ8 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি অনেক দিন পর একটা মেলা ঘুরে এলাম।শীতকাল মানেই নানা রকমের মেলা আর মেলা মানেই আনন্দ আর আনন্দ।বলতে গেলে লেকটাউনের এই মেলা দিয়েই এই বার শীতের মেলা দেখা শুরু হলো।শীতকাল মানেই সত্যি কথা বলতে একটা উৎসব উৎসব ব্যাপার।যদিও জগদ্ধাত্রী পুজোর মধ্য দিয়ে এই বছরের মতো উৎসব একপ্রকার শেষ।কিন্তু বাঙালির আসলে উৎসব শেষ হয় না।আর কিছু দিন পরই বড়দিন।আর বড় দিনে বাঙালি ও খ্রিস্টিয়ান দের মত কেক কেটে বড়দিন উদযাপন করে।

IMG-20231127-WA0005.jpg

IMG-20231127-WA0007.jpg

IMG-20231127-WA0001.jpg

বিশেষ করে কলকাতার পার্ক স্ট্রিট বড়দিনে বিশাল আলোয় আলোয় ভরে ওঠে।আমি ব্যক্তিগত ভাবে কোনোদিন ও বড়দিনের দিন পার্ক স্ট্রীট যাইনি।আর তাই দেখা হয়নি পার্ক স্ট্রিটের জৌলুস।আনন্দ জীবনে থাকবে সেটাই স্বাভাবিক।কিন্তু আনন্দের কারণে জীবনটা অন্ধকারের দিকে এগিয়ে না যাক সেটা আমাদের খেয়াল রাখা উচিত।

IMG-20231127-WA0009.jpg

IMG-20231127-WA0004.jpg

IMG-20231127-WA0006.jpg

মিলন মেলা মানে যেখানে বহু মানুষের সমন্বয় ঘটে।আসলে বিভিন্ন অনুষ্ঠান তৈরি হয়েছে মানুষের সাথে মানুষের সমন্বয় বাড়ানোর জন্য।সেই লক্ষ্যে এই সব কিছু আয়োজন করা হয়।আজকের দিনে প্রত্যেক মানুষ নিজেদের জীবনযাত্রা ও কর্মক্ষেত্রে খুব ব্যস্ত।তাই একে অন্যের সাথে দেখা করার সুযোগ কমে এসেছে।এই ধারাবাহিকতায় সবাই এক সাথে হওয়ার একটা দারুণ ক্ষেত্র এই মিলন মেলাটা।আজকে অনেক মজা করলাম সবাই মিলে মেলায়।আজকের বিশেষ আকর্ষণ ছিল ব্রেক ড্যান্স।এরপর কিছু খাবার ও আইসক্রিম খেয়ে নিলাম।টিনটিন বাবাই খুব মজা করলো।আর অনুভব করলাম বেশ শীত শীত লাগছে।আর বেশিদিন বাকি নেই শীত আসতে।

IMG-20231127-WA0008.jpg

IMG-20231127-WA0003.jpg

IMG-20231127-WA0002.jpg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  
 8 months ago 

মিলন মেলা নামের মাধ্যমেই বোঝা যায় এখানে সকল মানুষকে একত্র করে ‌ । মেলায় যাব কিন্তু আইসক্রিম খাব না তা তো হয় না। টিনটিন বাবু বেশ ভালই মুড নিয়ে গাড়ি চালাচ্ছে।
আর আসলেই বাঙালির উৎসবের শেষ নেই।

 8 months ago 

দাদা এটা সত্যি বলেছেন,শীতকাল মানেই মিলনমেলা।চারিদিকে নানান মেলা হয়ে থাকে।এ সময় সবাই খুব একসাথে হয়ে আনন্দ করা যায়। আপনি সবাইকে নিয়ে খুব সুন্দর সময় কাটিয়েছেন। আপনার অনুভূতি গুলো পড়ে ভীষন ভালো লাগলো দাদা।ধন্যবাদ আপনাকে অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 8 months ago 

বিশ্বকর্মা পূজা দিয়ে উৎসব এর শুরু হয় আর জগদ্ধাত্রী পূজা দিয়ে শেষ হয় বাঙ্গালির উৎসব।দেখতে দেখতেই আনন্দগুলো শেষ হয়ে গেলো।আবার একটা বছর অপেক্ষা করতে হবে ভেবেই মনটা খারাপ হয়ে যায়।আমরা সবাই দিন দিন কেমন জানি যান্ত্রিক হয়ে যাচ্ছি তাই সবার সাথে দেখা সাক্ষাত করার মতো সময় সুযোগ হয়ে ওঠেনা।এরকম মিলনমেলা যদি সবখানেই হতো তাহলে হয়তো বা অনেক মানুষের সাথে দেখা করার সুযোগ মিলতো।দাদা আপনারা সবাই মিলে মেলায় বেশ আনন্দ উপভোগ করেছেন জেনে ভালো লাগলো।টিনটিন সোনার জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইলো।❤️আপনাদের প্রতিটি মুহূর্ত ও আনন্দে ভরে উঠুক এই প্রার্থনা করি।🙏🙏

 8 months ago 

জগদ্ধাত্রী পুজো শেষ হলে বছরের পুজো পার্বন শেষ হয়ে যায় ঠিকই তবে বর্তমানে পুজো থেকে বাঙালির উৎসবের শুরু হয়ে যা পুরো শীত জুড়েই নানান মেলা দিয়ে শেষ হয়। মিলন মেলায় অনেক বাংলাদেশি স্টলও বসেছে দেখছি, যেতে হয় একদিন।

রাতের দিকে অল্প অল্প শীত করছে আর একদম ভোরের বেলাতে। সেদিন ভোরে উঠে ভালোই টের পেলাম।

 8 months ago 

বেশিদিন বাকি নেই কী বলছেন দাদা শীত ইতিমধ্যে চলে এসেছে। বাঙালিরাও এখন ক্রিসমাস বড়দিন উৎযাপন করে থাকে। আর উৎসব গিয়ে আবার চলে আসলো উৎসব। এটা ছিল আপনার এই শীতের প্রথম মেলা। মিলনমেলায় মানুষের সাথে মানুষের একটা মেলবন্ধন সৃষ্টি হয়। বেশ চমৎকার লাগল দাদা আপনার পোস্ট টা।

Posted using SteemPro Mobile

 8 months ago 

এটা একদম সঠিক কথা বলেছেন দাদা, বাঙালীর উৎসবের শেষ নেই কারন বাঙালী মানেই উৎসবপ্রিয় এবং উৎসবমুখর জাতি। আর মেলার আয়োজনগুলো আমার কাছে দারুণ লাগে। বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন, দৃশ্যগুলো দারুণ লেগেছে। ধন্যবাদ

 8 months ago 

শীতের সময়টা আসলেই দাদা মেলার সময়। এ সময়ে মেলাও বেশি দেখা যায়। মেলায় আপনারা ভালো সময় কাটিয়েছেন। টিনটিন বাবুও দেখছি অনেক খুশি হয়েছে। তবে দাদা ব্র্যাক ডান্স কোনটা চিনলাম না।

 8 months ago 

আসলেই দাদা বাঙালীদের উৎসবের শেষ নেই। সারা বছরই একের পর এক উৎসব লেগে থাকে। তবে শীতকাল আসলেই মনের মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করে। টিনটিন বাবু তো বেশ মজা করেছে দেখছি। শীতকালে মেলায় ঘুরাঘুরি করতে আসলেই খুব ভালো লাগে। যাইহোক মেলায় ঘুরাঘুরি করে এবং খাওয়া-দাওয়া করে চমৎকার সময় কাটিয়েছেন দাদা। এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 8 months ago 

শীতের সময়টা চারিদিকে আসলে মেলা হয়ে থাকে।মিলন মেলা মানে যেখানে অনেক মানুষের সমন্বয় ঘটে। বাঙালিদের উৎসব আসলেই শেষ হয় না। আপনি সবাইকে নিয়ে খুব সুন্দর সময় কাটিয়েছেন।টিনটিন বাবুকে অনেক দারুন লাগছে দেখতে। অনেক ধন্যবাদ দাদা সুন্দর একটি অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.028
BTC 64153.02
ETH 3205.80
USDT 1.00
SBD 2.63