আজকের একটি ছোট্ট ভ্রমণ -একটি উপভোগ্যময় দিন ।
https://w3w.co/video.promises.concerned
বন্ধুরা সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।এই অতিমারীর আবহে নিজে ভালো থাকা এবং অন্যকে ভালো রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।এই সময় আমাদের সবার একে অন্যের পাশে সুরক্ষা নিয়ে দাঁড়াতে হবে।শুধুমাত্র ঐক্যবদ্ধ সংগ্রামই এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য কার্যকর।
আজকে আমি আর আমার কনস্টান্ট সঙ্গী দীপ্র কে নিয়ে একটু রইডিং এ গিয়েছিলাম।এখন বর্ষাকাল চলছে তাই প্রকৃতি অনেক বেশি সতেজ ও আকর্ষণীয়।এই সুন্দর মনোরম পরিবেশে সময় কাটানো কিংবা তার পাশ দিয়ে যাওয়ার অনুভূতি ও আনন্দদায়ক।আজকে আবহাওয়া মিশ্রিত ছিলো।কখনো মেঘ তো কখনো বৃষ্টি।এই পরিস্থিতিতেই আমরা বেরিয়ে পড়লাম।আমাদের উদ্দেশ্য কল্যাণী এক্সপ্রেস হয়ে ব্যারাকপুর অতিক্রম করে বাড়ি ফিরে আসা।এই টুকু কভার করার জন্য bike এ মোটামুটি ১.৩০ মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা।কিন্তু যেহেতু আমরা বেশ কয়েকবার দাঁড়িয়ে একটু ফ্রেশ মুক্ত হাওয়া নিয়েছিলাম তার জন্য আমাদের মোট ২.৪০ মিনিটের মত সময় লেগেছিল।আজকে দিনটা খুবই সুন্দর কেটেছে।প্রকৃতির সাথে সময় কাটানো প্রতি মুহূর্তেই আনন্দের ও উপভোগের।
https://w3w.co/video.promises.concerned
https://w3w.co/video.promises.concerned
https://w3w.co/video.promises.concerned
এখন বর্ষাকাল ,পাট চাষের উৎকৃষ্ট সময়।এই পাটকে এক সময় বাংলার সোনালী আশ বলা হতো।কিন্তু আজকে এই পাট শিল্পের অবস্থা তেমন একটা ভালো নয়।চারিদিকে সারি সারি পাটকাঠি রেখেছে কৃষক পরিবার।
একটি গ্রামের রাস্তায় হঠাৎ দেখলাম সূর্য অস্ত যাচ্ছে।সেটা খুবই সুন্দর একটি দৃশ্য ছিলো।এভাবেই আমরা দুজন চলতে লাগলাম।
Support @amarbanglablog by Delegation your Steem Power
100 SP | 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP |
এমনভাবেই কাটুক আপনার আগামীর দিনগুলো। 🥰
আপনার দিনগুলো ও সুন্দর হোক।ধন্যবাদ।।
আসলে প্রকৃতিকে আমরা যে যে দৃষ্টিতে দেখি না কেন সেটা সবসময় একটা ভিন্নরূপে অবস্থান করে।ধন্যবাদ দাদা কাটানো সুন্দর মুহূর্তটি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
অনেক মূল্যবান কথা বলছো ।প্রকৃতি অনেক বেশি বৈচিত্র্যময়।।
বুঝলাম ভাইয়ের তাহলে আজকাল বেশ ঘুরাঘুরি চলছে ।যাইহোক শুভেচ্ছা রইল ভাই।
মাঝে মধ্যে যাই।
আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া
ধন্যবাদ আপনাকে।।
আপনাকে স্বাগতম ভাইয়া
প্রথম এবং শেষে চিত্রটি বেশ জটিল হয়েছে দাদা। অবশ্য লেখাগুলোও ভালো ছিলো।
আকাশের বৈচিত্র্য ক্যামেরা বন্ধী করার অনুভূতিই আলাদা।ধন্যবাদ আপনাকে।।
চমৎকার অনুভুতি দাদা। লেখনি টাও অপূর্ব।
ধন্যবাদ দাদা।
আপনাকে ও অনেক ধন্যবাদ।।
দাদা যদি আপনার সঙ্গে কোনদিন ঘরার সুযোগ প্রতাম খুব খুসি হতাম।
একদিন হবে নিশ্চয়ই।।
খুবই সুন্দর হয়েছে ছবি গুলো দাদা
ধন্যবাদ আপনাকে।।আকাশটা খুবই সুন্দর।।