আমার কবিতার খাতা থেকে : নামতে নামতে।। ২০ সেপ্টেম্বর ২০২১,সোমবার ।।

in আমার বাংলা ব্লগ3 years ago

BoC_LBW.png

অন্ধকার ঘরে আমরা হাতড়ে খুঁজি
আমাদের বিবেক, আমরা ফেলে এসেছি তাকে
অনেক আগে কোন রাস্তার মোড়ে,
কোন আহত কোকিলের কাছে।
আমরা শুধু চেয়েছি উপরে উঠতে
উঠতে গিয়ে আমরা ফেলে দিয়েছি
আমাদের সব মানবতা সব ভালোবাসা।
আমরা শুধু উপরে উঠতে চেয়েছি
আমাদের কাছে বিবেক হাস্যকর আয়োজন।



নামতে নামতে আমরা অনেক নেমে গেছি
বিশ্বস্ততায় ফাটল দেখা দিয়েছে,
যখন তখন গজিয়ে যেতে পারে বিষবৃক্ষ।
তপ্ত দুপুরে অবারিত প্রান্তরে
আমরা আশাহত আমরা দারুণভাবে বিধ্বস্ত।
আমরা প্রতারিত আমাদের কেউ বঞ্চিত করেনি,
আমরা নিজেরা নিজেদেরকেই ডেকে এনেছি
এই ধোঁয়া কুণ্ডলীর মাঝে,
আমাদের শ্বাসরুদ্ধ হয়ে আসছে
আমরা বাঁচতে চাই।
চারিদিকে হাহাকার কেউ কারো জন্য নয়।
সুন্দর সুন্দর শিশুরা আবার গান গাইবে
সুন্দর ফুল ফুটবে চারিদিকে,
বিবেকের আয়োজনে বিশালতা নিয়ে
আসবে মানবতা মৃদু হাসি ছড়িয়ে।

BoC- linet.png

ধন্যবাদ

smallamar.png


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP

image.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

image.png

Sort:  
 3 years ago 

দাদা কি সুন্দর কবিতা আমাদের মাঝে উপহার দিলেন। বর্তমানকে তুলে ধরেছেন কবিতার মাধ্যমে।অসম্ভব সুন্দর হয়েছে দাদা।পরর্বতীতে আরও সুন্দর সুন্দর কবিতা আপনার কাছ থেকে পাবো আশাকরি।

 3 years ago 

পড়তে পড়তে আমার কাছে মনে হতেছিলো, বর্তমান সময়ের আমাদের চরিত্রটাকে অংকন করেছেন আপনি। সত্যি আমরা সুবিধা কিংবা উপরের সিড়িতে উঠার জন্য, কতটা নিচে নেমেছি, বিবেকটাকে কতটা নষ্ট করেছে, এটা নিয়ে মোটেও চিন্তিত না। কারন বিবেকটা পুরোপুরি পঁচে গেছে আমাদের। খুব ভালো লেগেছে কবিতাটি। ধন্যবাদ

 3 years ago 

নামতে নামতে আমরা অনেক নেমে গেছি
বিশ্বস্ততায় ফাটল দেখা দিয়েছে,
যখন তখন গজিয়ে যেতে পারে বিষবৃক্ষ।
তপ্ত দুপুরে অবারিত প্রান্তরে
আমরা আশাহত আমরা দারুণভাবে বিধ্বস্ত

অসাধারণ কবিতা লিখেছেন আপনি আপনার কবিতায় শিক্ষানীয় বিষয় গুলো ফুটে উঠেছে

 3 years ago 

বিবেকের কাঠগড়ায় আমরা সবাই অপরাধী।আমরা আমাদের কাজের মাধ্যমে নিজেদের বিবেক হারিয়ে ফেলেছি। বিশ্বাস যেন আজ মরীচিকার মত। অসাধারণ কবিতা দাদা।

"আমাদের বিবেক, আমরা ফেলে এসেছি তাকে
অনেক আগে কোন রাস্তার মোড়ে,"

 3 years ago 

বন্ধু জীবন অনেক কঠিন। তোমার কবিতা পড়ে বুঝলাম জীবনের বাস্তব অভিজ্ঞতার নিরিখে কবিতা টি লিখেছো। জীবনে নানা ধরণের মানুষ থাকবে। বিশ্বাসের ভিদ কে মজবুত করেই জীবন চলবে। বাস্তবের রাস্তায় চলে আমরা যে অভিজ্ঞতা পাই। তা থেকে বিশ্বাস জন্মে। ভালোবাসা জন্মায়। সেটা বাস্তবের রাস্তায় রাখার অভিপ্রায় সবার করার উচিত। অনেক শিক্ষানীয় কবিতা। তোমাদের সবসময়ই সার্বিক মঙ্গল কামনা করি। শুভেচ্ছা নিও বন্ধু।

 3 years ago 

অসাধারণ আপনার প্রতিভা।আপনার প্রতিটি কথাতে আমি যুক্তি খুঁজে পেয়েছি আপনার জন্য ভাই অনেক অনেক শুভকামনা রইল ।

 3 years ago 

"নামতে নামতে আমরা অনেক নেমে গেছি
বিশ্বস্ততায় ফাটল দেখা দিয়েছে,
যখন তখন গজিয়ে যেতে পারে বিষবৃক্ষ।" কি ধারালো কথা মাইরি । জাস্ট অসাধারণ ভাই ।

 3 years ago 

চমৎকার লিখেছেন দাদা কবিতাটি। আপনার লেখনি আসলেই অসাধারণ। আমিতো শত চেষ্টা করেও একটি লাইন লিখতে পারিনা কবিতা। অথচ আপনি কি চমৎকার সব কবিতা আমাদেরকে উপহার দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে দাদা।

অসাধারণ একটি কবিতা উপহার দিয়েছেন দাদা।খুব সুন্দর হয়েছে, কবিতার ভাবার্থ খুবই বাস্তব।অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভ কামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

একটি কবিতা যার একটি খুব অসাধারণ অর্থ রয়েছে, আমি সত্যিই এটি পছন্দ করি...

Coin Marketplace

STEEM 0.34
TRX 0.11
JST 0.034
BTC 66344.62
ETH 3214.81
USDT 1.00
SBD 4.37