আমার কবিতার খাতা থেকে : বিবেকের মিলনমেলা

in আমার বাংলা ব্লগ3 years ago
IMG_20211016_172716.jpg

একজন বিশ্বাসী লোকের বড় দরকার
এই মধ্যাহ্ন ভোজের শেষ কিনারে
তার কাছে আমি রেখে যাবো
আমার সব সম্পত্তি যা কিছু করেছি অর্জন,
আজ সত্যি একজন বিশ্বাসী মানুষের বড় প্রয়োজন।
কেউ হিংসা ছড়াবে কেউ হেরে যাবে লোভে পড়ে
হঠাৎ একটা অন্ধকারে পথিকের
গন্তব্যে ছড়াবে চরম অনিশ্চয়তা,
তাকে পথ দেখানোর জন্য একজন
বিশ্বাসী মানুষের বড় বেশি প্রয়োজন।
ঘরের মধ্যে অনেক গুলো ঘর
সেখানে সবাই আপন অথচ কেউ কেউ
নিমিষে হয়ে যায় পর।
জানি কিছু পরিযায়ী সুখ আসি মধ্য রাতে
দরজায় কড়া নাড়ে
আমি হার মেনে যাই হঠাৎ মরীচিকা দেখে।

হারিয়ে যাওয়া কোনো বিকেল বেলায়
খুঁজে পেলাম বিবেকের মিলনমেলা
এবার মানুষ হয়ে মানুষের মাঝে
জীবন বানাবো জীবনের মতো করে।

BoC- linet.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

image.png

Sort:  
 3 years ago 

একজন বিশ্বাসী লোকের বড় দরকার
এই মধ্যাহ্ন ভোজের শেষ কিনারে
তার কাছে আমি রেখে যাবো
আমার সব সম্পত্তি যা কিছু করেছি অর্জন,
আজ সত্যি একজন বিশ্বাসী মানুষের বড় প্রয়োজন।

কোন চিন্তা নেই দাদা, আমি আছি তো, হা হা হা হা । আমার কাছে নিশ্চিন্তে সব রাখতে পারেন, পরে আর খুঁজেও পাবেন না, হা হা হা।

একটু মজা নিলাম আজ, সত্যি আজ বড্ড বেশী প্রয়োজন বিশ্বাসী একজনকে, হাজার হাজার মানুষ চারপাশে কিন্তু ভরসা করার মতো কেউ নেই। ধন্যবাদ

 3 years ago 

আমি হার মেনে যাই হঠাৎ মরীচিকা দেখে।
হারিয়ে যাওয়া কোনো বিকেল বেলায়
খুঁজে পেলাম বিবেকের মিলনমেলা
এবার মানুষ হয়ে মানুষের মাঝে
জীবন বানাবো জীবনের মতো করে।

কবিতার এই চরণগুলো আমার অনেক ভালো লেগেছে। দাদা প্রতিনিয়ত আমাদের মাঝে নিত্য নতুন কবিতা শেয়ার করে থাকেন এবং কবিতাগুলো অসাধারণ হয়ে থাকে। ঠিক তেমনি ভাবে আজকের কবিতাটাও তার ব্যতিক্রম নয়। নানান নিত্যনতুন শব্দভাণ্ডার দিয়ে আজকের কবিতাটি আপনি সাজিয়ে তুলেছেন । আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। অসাধারণ এই কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 3 years ago 

ওয়াও দাদা আপনি এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আমি আপনার কবিতাটি পড়ে সত্যি মুগ্ধ হয়ে গেছি। কবিতার অর্থ গুলো মনকে ছুঁয়ে দিয়েছে। দাদা, আপনার প্রতিটা কবিতাই অসাধারণ সুন্দর হয় অর্থগুলো সত্যিই অসাধারণ।দাদা,আপনার কবিতার প্রতিটি লাইন আমার খুবই ভালো লেগেছে।তবে কবিতা এই অংশটি আমার মনকে ছোঁয়ে দিয়েছে।

জানি কিছু পরিযায়ী সুখ আসি মধ্য রাতে
দরজায় কড়া নাড়ে
আমি হার মেনে যাই হঠাৎ মরীচিকা দেখে।
হারিয়ে যাওয়া কোনো বিকেল বেলায়
খুঁজে পেলাম বিবেকের মিলনমেলা
এবার মানুষ হয়ে মানুষের মাঝে
জীবন বানাবো জীবনের মতো করে।

ধন্যবাদ দাদা।

 3 years ago 

বাহ পোস্টগান আপনি খুব আকর্ষণীয়, এবং ছবি খুব সুন্দর হয়

 3 years ago 

হারিয়ে যাওয়া কোনো বিকেল বেলায়
খুঁজে পেলাম বিবেকের মিলনমেলা
এবার মানুষ হয়ে মানুষের মাঝে
জীবন বানাবো জীবনের মতো করে।

কবিতাটি অসাধারণ হয়েছে দাদা। কবিতার প্রতিটি চরণে ছন্দের দারুণ মিল। কবিতাটির অর্থ গুলো মন ছুয়ে গেল। অনেক সুন্দর সহজ এবং সাবলীল ভাষা ব্যবহার করেছেন কবিতায়। এত সুন্দর একটি কবিতা আমাদের উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা। আপনার পরবর্তী কবিতার অপেক্ষায় রইলাম।

 3 years ago 

হারিয়ে যাওয়া কোনো বিকেল বেলায়
খুঁজে পেলাম বিবেকের মিলনমেলা
এবার মানুষ হয়ে মানুষের মাঝে
জীবন বানাবো জীবনের মতো করে।

যথার্থ বলেছেন ভাই । শুভেচ্ছা রইল আপনার জন্য।

 3 years ago 

বিশ্বাস বিশ্বাস বিশ্বাস এই কথাটার অনেক মূল্য , কিন্তু পারে কি সবাই সেই মূল্য দিতে। সেই বিশ্বাসকে ধরে রাখতে ,ভাইয়া অসাধারণ কবিতা লিখেছেন। কিছু বাস্তব অভিজ্ঞতা নিয়ে , যদিও আপনার গল্প আমার সবসময় অনেক বেশি ভালো লাগে দাদা। অনেক ধন্যবাদ।

 3 years ago 

বিশ্বাসের দোলাচালে মন বারবার অবিশ্বাসী হয়ে ওঠে,তবুও কিছু মানুষ বিশ্বাস খোঁজে। দারুণভাবে
নাড়া দিয়ে গেলো কবিতাটা। আমরা সবাই অবচেতন মনে বিশ্বাসী মানুষ খুঁজি হয়তো কেউ পায়
খুঁজে তবে না পাবার পাল্লাটাই ভারি হয় ভীষণ।

 3 years ago 

চমৎকার লিখেছেন ভাই কবিতাটি ।আসোলেই দুনিয়াতে বিশ্বাসী লোকের বড় অভাব ।যাকেই বিশ্বাস করবো সেই ধোকা দিয়ে চলে যাবে ।এখন আমরা বিশ্বাস ও ধোকার মধ্যখানে আটকে ঝুলতেছি না পারি নামতে না পারি উঠতে ।

একজন বিশ্বাসী লোকের বড় দরকার
এই মধ্যাহ্ন ভোজের শেষ কিনারে
তার কাছে আমি রেখে যাবো
আমার সব সম্পত্তি যা কিছু করেছি অর্জন,
আজ সত্যি একজন বিশ্বাসী মানুষের বড় প্রয়োজন।

এটাই সত্য ভাই যে বিশ্বাসী মানুষের অভাব ।ধন্যবাদ সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 99331.95
ETH 3298.98
USDT 1.00
SBD 3.05