দিনে অন্তত কিছু সময় একাকী নির্জনে গভীর চিন্তা করা উচিত ।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
image.png

Source

জ সারাদিন কেটে গেছে অলস ভাবে। তেমন বিশেষ কিছু করা হয়নি আজকে।গত কিছুদিন খুব ব্যস্ততার ভিতর কেটে গেছে ।তার ওপর একদিন কিছুটা অসুবিধার ভিতর ছিলাম ।তো কিছুদিন খুব ব্যস্ততার পর আজকে সারাদিন বিশ্রাম নিলাম তাই তেমন কিছুই করা হয়নি ।সারাদিন ঘুমিয়ে কেটে গেছে । উল্লেখযোগ্য বিশেষ কিছু ঘটেনি। যখনই অবসর সময়টা উদযাপন করি তখন শারীরিক পরিশ্রম কম হলেও মাথায় চিন্তা ভাবনা চলতে থাকে।সাধারণত কোন বিষয়ে সুন্দর ভাবে গভীরভাবে ভাবতে গেলে চাই নিরিবিলি পরিবেশ ও একাকিত্বতা।



আজকে মোটামুটি সেই রকম একটা নির্জন সময় পার করেছি ।তাই অনেক কিছু ভাবতে চেষ্টা করেছি। আসলে আমাদের প্রত্যেকেরই দিনে অন্তত কয়েক মিনিট অত্যন্ত নির্জনতায় একাকী সময় পার করা উচিত।আমাদের সত্যিকারের চিন্তা ভাবনাগুলো করা উচিত।আমাদের এই চিন্তা ভাবনা গুলো করা খুবই জরুরি নিজেকে মূল্যায়ন করার জন্য।নিজেকে প্রত্যেকদিন মূল্যায়ন করতে পারলে নিজেকে আরও বেশি সুন্দর করে সাজানো সম্ভব। কিন্তু সব সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আমরা নিজেদেরকে নিয়ে ভাবতে পারি না।নিজের উন্নয়ন কিভাবে সম্ভব এবং নিজের থেকে কতটা ইতিবাচক আউটপুট বের করা যায় সেটা ও এই নির্দিষ্ট কিছু সময় আমাদের ভাবতে সাহায্য করে।আজকে সেরকম একটা সময় পার করেছি।

অনেক বিষয় নিয়ে চিন্তাভাবনা করতে করতে নিজের অনেক ভুল ত্রুটিগুলো সংশোধন করার উপায় খুঁজে পাওয়া যায়।নিজেকে সংশোধন করতে গেলে আমাদের কি কি পদক্ষেপ নেয়া প্রয়োজন ,সেটা ও চিন্তা করতে পেরেছি। আশা করি সামনে কিছুদিন আমার এই পরিকল্পনা মাফিক আমি সুন্দর সময় কাটাতে পারবো।যদিও সবকিছু আমাদের হাতে থাকে না, তবুও চেষ্টা করে দেখতে পারি। আজকে অবসর সময়ে একটা কবিতা লিখে ফেললাম ।সেই কবিতাতিবআপনাদের সঙ্গে শেয়ার করব।

BoC_LBW.png

মানুষ সামাজিক জীব ,মানুষ একাকী বসবাস করতে পারে না।মানুষ একে অন্যের সুখ দুঃখে পাশে থাকে।আমরা এই কারণেই সমাজে বসবাস করি তা না হলে মানুষ পশুর মতো জঙ্গলে বাস করত। আমাদের সমাজে অনেক নেতিবাচক বিষয় থাকলে ও সমাজ আমাদের জীবনকে নিয়ন্ত্রিত করে সুস্থ ও স্বাভাবিক পথে চলতে। সমাজ আছে বলেই আমরা একটা সংঘবদ্ধ জীবন পেয়েছি।

BoC_LineBreak.png

সময় তো পেরিয়ে গেছে অনেক
আমাদের ফিরতে হবে এখন ,
অনেক না বলা কথা পকেটে ঢুকিয়ে
আমরা গোপনে কেঁদে যাব কিছুক্ষণ ।
জানি তোমার সঙ্গে আর দেখা হবে না
তবুও মিথ্যে আশা নিয়ে বাকি জীবন ,
বেঁচে থাকা এই আশা আমাকে রসদ যোগাবে।
আমরা এরপর যার যার জীবনে ব্যস্ত হয়ে যাব ,
আজকের এই কথা শুধু স্মৃতির পাতায় লেখা থাকবে।
হয়তো কোনো নির্জন রাতে একাকী বসে
মনে পড়ে যেতে পারে তোমার কথা ,
হয়তো তোমার আমার কথা,
আমি একাকী হলেও জানতে চাইব
অনেক নীরবে নিঃশব্দে কান পেতে।
তুমি তো জানো না
আমি বহুদিন নদীর পাড়ে যাইনি,
বহুদিন তোমাকে নিয়ে চিন্তা করি নি ।
তবে শুধু একবার হতে চেয়েছি তোমার
এই অবাস্তব কল্পনা নিয়ে আরো কিছুদিন ,
বেঁচে থাকতে চাই
আমি জীবনকে ভালবাসি
মৃত্যুকে হারিয়ে দিতে চাই।


সবাই অনেক অনেক ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ

smallamar.png


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP


Beauty of Creativity. Beauty in your mind.Take it out and let it go.Creativity and Hard working.Discord- https://discord.gg/RX86Cc4FnA

Sort:  
 3 years ago 

অনেক না বলা কথা পকেটে ঢুকিয়ে
আমরা গোপনে কেঁদে যাব কিছুক্ষণ ।

ভাই আপনার কথাগুলো বাস্তব জীবনের সাথে একদম মিলে যায়, মাঝে মাঝে আমি নিজেও অবাক হয়ে যাই, আপনার পংতিগুলোর গভীরতা লক্ষ্য করে। অসম্ভব ভালো লিখেছেন। মাঝে মাঝে আমি নিজেও একাকি কিছুটা সময় ব্যয় করি, নিজেকে অন্যভাবে খুঁজে পাওয়ার চেস্টা করি। ধন্যবাদ

 3 years ago 

সারাদিন মোটামুটি একাই থাকি।নিজেকে নিয়ে হোক কিংবা অন্য কোনো বিষয়ে চিন্তা-ভাবনাও বেশ ভালোই করি।কিন্তু সে অনুযায়ী কাজটা করে উঠতে পারিনা।
শেষে তো মনে হয় যে ভাবনাগুলো ছিল বয়সের দোষ☹️

ঠিক বলছেন ভাই! কিছু একাকী থাকলে বিভিন্ন ধরনের চিন্তার আবির্ভাব ঘটে। আমাদের উচিত কিছু সময় সম্পূর্ণ নিজের জন্য রাখা। গুরুত্বপূর্ণ পোস্ট 🙂

 3 years ago 

আসলে আমাদের প্রত্যেকেরই দিনে অন্তত কয়েক মিনিট অত্যন্ত নির্জনতায় একাকী সময় পার করা উচিত।আমাদের সত্যিকারের চিন্তা ভাবনাগুলো করা উচিত।আমাদের এই চিন্তা ভাবনা গুলো করা খুবই জরুরি নিজেকে মূল্যায়ন করার জন্য।নিজেকে প্রত্যেকদিন মূল্যায়ন করতে পারলে নিজেকে আরও বেশি সুন্দর করে সাজানো সম্ভব।

সত্যিই এখন আমাদের জীবন এমন যান্ত্রিক হয়ে গিয়েছে যে, নিজেকে নিয়ে সময় দেওয়া হয়ে উঠে না। আমাদের এই বিষয়ে চিন্তা করা উচিত নির্জনে কিছু সময় নিজেকে দেওয়া উচিত। এতে নিজের ভাল মন্ধ গুলো চিন্তা করে নিজেকে ভাল মানুষ হিসাবে গড়ে তোলা যাই।

 3 years ago 

এখন সময় এত ব্যস্ততার মধ্যে কেটে যায় যে নিজেদেরকে নির্জনতা কিংবা নিজের প্রতি খেয়াল রাখার সময়টুকু হয়ে ওঠে না।অনেক শিক্ষণীয় পোষ্ট এটি।আশা করি ভবিষ্যতে আপনি আপনার পরিকল্পনা মাফিক সুন্দর সময় অতিবাহিত করতে সক্ষম হবেন।অনেক শুভকামনা রইলো দাদা।

 3 years ago 

মাঝে মধ্যে মনোটনাস থাকাটা সত্যিই কাজে লাগে। ব্যস্ততার মধ্যে নিজেদের জন্য একটু সময় বরাদ্দ হয় আবার আমি লক্ষ্য করেছি ব্যস্ত জায়গার থেকে শান্ত পরিবেশে সঠিক ভাবে চিন্তা ভাবনাও করা যায়।

আসলেই দাদা মাঝে মাঝে নিজেকে কিছুটা সময় দেয়া দরকার। তাতে নিজের ভেতরের সমস্যাগুলি খুঁজে বের করা যায়, নিজেকে মূল্যায়ন করা যায়। যে মানুষ নিজের দোষ ত্রুটি নিজে খুঁজে বের করতে পারে তিনিই উত্তম মানুষ। আমাদের সবার ভিতরেই কোন না কোন সমস্যা থাকে। সেটা যদি আমরা নিজেরাই খুঁজে বের করতে পারি। তাহলে সংশোধন করতে অনেক সুবিধা হবে। কবিতাটি সুন্দর হয়েছে। আমি একটা ব্যাপার চিন্তা করে অবাক হয়ে যাই। আপনার পরিবারের সবাই কবিতা লিখতে পারেন। এটা আমার কাছে খুবই আশ্চর্য লাগে। এতগুলি ক্রিয়েটিভ মানুষ একসাথে থাকে। এটা খুব বিরল একটা ব্যাপার। ধন্যবাদ দাদা আপনাকে।

 3 years ago 

এইটা একদম সত্যি কথা ভাই । দিন শেষে মাঝে মাঝে নিজের জন্য একটু হলেও ভাবা দরকার। ধন্যবাদ আপনার অনুভূতি শেয়ার করার জন্য। শুভেচ্ছা রইল।

 3 years ago 

খুবই সুন্দর লিখেছেন দাদা।আসলেই আমাদের নিজেদের নিয়ে ভাবা উচিত।তাহলেই অনেক কিছু বেরিয়ে আসবে।কবিতাটি খুবই সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

কী আর বলব দাদা যখন একাএকা থাকি তখন কোনো নির্দিষ্ট বিষয়ে কোন চিন্তাই করতে পারি না। একটি বিষয়ে চিন্তা করতে শুরু করলে সবশেষ অন‍্যএকটি বিষয়ে ঢুকে পড়ি। আমার মন এখনো বিচলিত পুরোপুরি স্থির হয়নাই। খুব গম্ভীর একটি বিষয়ে আলোচনা করেছেন।।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.21
JST 0.036
BTC 97939.48
ETH 3363.31
USDT 1.00
SBD 3.31