আমার কবিতার খাতা থেকে: নিঃশব্দ জবানবন্দী।।৩১ মার্চ ২০২৩
হ্যালো বন্ধুরা,কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি আমার কবিতার খাতা থেকে একটি কবিতা আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি।আশা করছি আপনাদের খারাপ লাগবে না।
আমি বলছি না শহরের ধুলো মেঘ মেখে
তোমার কাছে এসে আবদার করবো,
আমি শুধু একবার দেখেই আবার ফিরে যাবো।
কিছু পরিবর্তন এসে কিছু কি বলে যায়?
ঘুম ঘুম চোখ নিয়ে আমি কল্পনা সাজাই।
সাপ লুডুর এই খেলায় আমি হারি জিতি
তুমি অপূর্ব দর্শক হয়ে শুধু হেসে যাই।
এই দুনিয়ার খাতায় কি আর হিসেব লিখি
সব অসহায় মানুষের পক্ষে এই আমার
নিঃশব্দ জবানবন্দি,আমি অবাক চোখে
আজও দাঁড়িয়ে তাদের আশেপাশে।
খুব ভোরে ট্রেন ধরে আমি পৌঁছে যাই
একটু কাজের খোঁজে, আমার কাজ বড় গোলমেলে
একটু দুঃখের আবরণে ঢাকা সুখের খোঁজে,
আমি পাগলের মতো ছুটছি,আমি আবার হেরে গেছি।
অনেক শহরের ব্যস্ততা ফেলে আমি গ্রামের পথে
একটু নিরবতা আর শান্তির অন্বেষণে।
আমার খোঁজ যদি চাও সবুজ পাতায়
একটু লিখে দিও,আমি ঠিক পেয়ে যাবো
আমার চলে যাওয়া মানেই বারবার ফিরে আসা।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Take it out and let it go.
Creativity and Hard working. Discord
সহানুভূতি, সহমর্মিতার হাত যেন বরাবরই অসহায়দের উপর থাকে, এমনটাই প্রত্যাশা রইল ভাই।
বেশ ভালো লাগলো, কবিতাটি।
দাদা আপনার কবিতায় খাতা থেকে আজকের এই কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। সত্যি কথা আপনার প্রত্যেকটা কবিতা আমার খুবই ভালো লাগে। আর এই কবিতাটি অসাধারণ হয়েছে। কবিতার ভাষা গুলো ছিল অসাধারণ।
দাদা আপনার লেখা কবিতা মানেই নতুন কিছু শেখার ৷ প্রতিটি লাইনে থাকা যে গভীরতা সত্যি মনকে কখনো কখনো গম্ভীর করে তোলে ৷
জি দাদা এই দুনিয়া এই সাপ লুডুর খেলায় কেউ হারে তো কেউ জিতে ৷ আর কেউ দর্শক হয়ে শুধু চেয়ে থাকে ৷ আর এটাই সত্য আর বাস্তবিক৷ যা হোক অনেক ভালো ছিল কবিতা টি ৷
দাদা আপনার লেখা কবিতা গুলো প্রায় আমি পড়ে থাকি। আপনি খুবই চমৎকার ভাবে কবিতা গুলো লিখে থাকেন। আজকেও তার ব্যতিক্রম নয়। কবিতার মধ্যে গভীর ভাব রয়েছে এবং প্রত্যেকটা কথায় অর্থ রয়েছে। কবিতার মধ্যে ভাব গাম্ভীর্য থাকে বলে কবিতা এত সুন্দর হয়ে থাকে। অনেক ধন্যবাদ দাদা সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
দাদা আপনার এই কবিতাটি অসাধারণ ছিলো। পড়ে খুবি ভালো লেগেছে। আমার এই লাইন গুলো খুবি ভালো লেগেছে।
দাদা আপনার লেখা কবিতা যতই পড়ি ততই মুগ্ধ হয়ে যাই। সত্যি দাদা আপনার কবিতা লেখার দক্ষতা আমাকে বরাবরই মুগ্ধ করে। কবিতার লাইন আর কবিতার গভীরতা দুটোই দারুন ছিল। সত্যি কথা বলতে আপনার লেখা কবিতা পড়তে পড়তে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। অনেক অনেক ধন্যবাদ দাদা দারুন একটি কবিতা শেয়ার করার জন্য এবং আমাদেরকে পড়ার সুযোগ করে দেওয়ার জন্য।
অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন দাদা। অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সাহায্য করার মধ্যে নিঃসন্দেহে জীবনের সার্থকতা খুঁজে পাওয়া যাবে। সারা জীবন যেন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করে যেতে পারে এটাই প্রত্যাশা করি। প্রিয় দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
দাদা আপনার কবিতার মধ্যে ভালবাসার গভীরতা টি অনুভব করতে পেরেছি। আপনার কবিতার মাঝে এতটাই ভালোবাসার গভীরতা থাকে যা বলে বোঝানো সম্ভব নয়। প্রত্যেকটি কবিতায় আপনি নতুনত্ব ফুটিয়ে তোলার চেষ্টা করেন যা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে। সর্বোপরি কবিতাটি অসাধারণ হয়েছে দাদা।।
মানুষ অনেক কল্পনাই সাজায়।শহরের কোলাহল থেকে বেড়িয়ে গ্রামে একটু শান্তির খোঁজ করে।অসহায় মানুষের প্রতি নীরব ভালোবাসার কথা তুলে ধরা হয়েছে কবিতায়।যেটা অনেক ভালো লেগেছে দাদা।তোমার কবিতা বরাবরই অসাধারণ, ধন্যবাদ তোমাকে।