বারমুডা ট্রায়াঙ্গেল।।২৮ মার্চ ২০২৪
বারমুডা ট্রায়াঙ্গেল হলো একটি অমীমাংসিত রহস্য যা ডেভিলস ট্রায়াঙ্গেল নামেও পরিচিত।এটি উত্তর আটলান্টিক মহাসাগরের একটি এলাকা যা মোটামুটি মিয়ামি, বারমুডা এবং পুয়ের্তো রিকো দ্বারা আবদ্ধ।বছরের পর বছর ধরে জাহাজ এবং বিমানের রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার কারণে এই অঞ্চলটি দীর্ঘস্থায়ী একটা রহস্য হয়ে দাঁড়িয়েছে।দিন দিন এটা সারা পৃথিবীর কাছে জল্পনা-কল্পনার বিষয় হয়ে উঠেছে।এর কুখ্যাতি সত্ত্বেও বারমুডা ট্রায়াঙ্গেল কোন সরকারী বৈশ্বিক মানচিত্রে প্রদর্শিত হয় না বা এর কোন সরকারী সীমানা নেই।এর ক্ষেত্রফল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রয়েছে তবে মোটামুটি এটা ৫০০০০০ থেকে ১.৫ মিলিয়ন বর্গমাইল।
বারমুডা ট্রায়াঙ্গেলের কিংবদন্তি ২০ শতকে তৈরি হতে শুরু করে যা মূলত অব্যক্ত ধারাবাহিক কিছু অন্তর্ধানের জন্য দায়ী।সবচেয়ে বিখ্যাত ফ্লাইট ১৯ এর অন্তর্ধান।এটা ঘটে ছিলো ১৯৪৫ সালে,একটি প্রশিক্ষণ ফ্লাইটে পাঁচটি মার্কিন নৌবাহিনীর বোমারু বিমানের একটি দল এই জায়গার উপর দিয়ে যাচ্ছিল।আচমকা এই বিমানটি কোন চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে যায় এবং তাদের খুঁজে বের করার জন্য পাঠানো উদ্ধারকারী বিমানটিও অদৃশ্য হয়ে যায়।আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হল ১৯১৮ সালে ইউএসএস সাইক্লপস, নৌবাহিনীর একটি কার্গো জাহাজ যাতে ৩০০ জনেরও বেশি লোক ছিল।কিন্তু মজার বিষয় হলোএই বিমানের বা মানুষের ধ্বংসাবশেষ বা মৃতদেহ কোনটিই পাওয়া যায়নি।
বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য ব্যাখ্যা করার জন্য অনেক তত্ত্ব প্রস্তাব করা হয়েছে।
আর কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা ও পাওয়া যায় এর মধ্যে।
কেউ বিশ্বাস করেন যে এলাকায় অস্বাভাবিক চৌম্বকীয় অসামঞ্জস্যতা রয়েছে যা কম্পাস এবং নেভিগেশনাল যন্ত্রগুলিকে ব্যাহত করে।যদিও এই ব্যাপারে যথেষ্ট প্রমাণ অসম্পূর্ণ।
অনেকে ব্যাখ্যা করেছেন যে সমুদ্রের তল থেকে মিথেন গ্যাসের ব্যাপক বিস্ফোরণ জলের ঘনত্ব কমাতে পারে যার ফলে জাহাজগুলি তাত্ক্ষণিকভাবে ডুবে যেতে পারে।এই আকস্মিক, বিশাল তরঙ্গগুলি সহজেই জাহাজকে আচ্ছন্ন করে ফেলতে পারে এবং ডুবিয়ে দিতে পারে।
এই বৈজ্ঞানিক অনুমানগুলি ছাড়াও আরও অনেক চমৎকার ব্যাখ্যা রয়েছে।এর মধ্যে রয়েছে অলৌকিক ক্রিয়াকলাপ, যার মধ্যে রয়েছে বহির্জাগতিক অপহরণ এবং পোর্টাল সহ অন্যান্য মাত্রা,উন্নত প্রযুক্তির সাথে প্রাচীন হারিয়ে যাওয়া সভ্যতা ও। ষড়যন্ত্রমূলক তত্ত্বের সত্ত্বেও বেশিরভাগ বিজ্ঞানী এবং গবেষকরা যুক্তি দেন যে বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে ঘটে যাওয়া ঘটনার সংখ্যা বিশ্বের অন্য যে কোনও ভারী ভ্রমণ অঞ্চলের তুলনায় আনুপাতিকভাবে বলতে গেলে তেমন একটা বেশি নয়।নিখোঁজ নিয়ে অনেকেরই যৌক্তিক ব্যাখ্যা রয়েছে যার মধ্যে মানবিক ত্রুটি, খারাপ আবহাওয়া এবং যন্ত্রপাতির ব্যর্থতা ও রয়েছে।
ইউ.এস. কোস্ট গার্ড বারমুডা ট্রায়াঙ্গলের অস্তিত্বকে নির্দিষ্ট বিপদের একটি ভৌগলিক এলাকা হিসেবে স্বীকৃতি দেয় না।তবে এরা বলেন যে ভারী সামুদ্রিক এবং বিমান চলাচল, অস্থির আবহাওয়া এবং এলাকার বিশাল আকারের সম্মিলিত উপাদানগুলি এমনকি অভিজ্ঞ নাবিক এবং বিমানচালকদেরও চ্যালেঞ্জ এর সম্মুখীন করে দিতে পারে।
ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) আরও বলে যে পরিবেশগত বিবেচনাগুলি অনেকগুলি অন্তর্ধানকে ব্যাখ্যা করতে পারে।
বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে প্রচলিত গল্প এর প্রতি লোভ জনসাধারণের কল্পনাকে মোহিত করে চলেছে।এই গল্প গুলো চাঞ্চল্যকর গল্প এবং অনুমানমূলক তত্ত্ব দ্বারা চালিত।ডকুমেন্টারি, বই এবং চলচ্চিত্রগুলি এই অঞ্চলের আশেপাশের পৌরাণিক কাহিনীতে ও কৃতিত্ব দেয়।কঠোর বৈজ্ঞানিক যাচাই-বাছাই সত্ত্বেও বারমুডা ট্রায়াঙ্গেল অজানার প্রতীক, মানুষের বোঝার বাইরে থেকে গেলো।প্রাকৃতিক বিশ্ব এখনও ধারণ করে রয়েছে এমন রহস্য সত্যি অমীমাংসিত।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Take it out and let it go.
Creativity and Hard working. Discord
এর আগেও অনেকবার শুনেছি বারমুডা ট্রায়াঙ্গেল এর কথা , তবে আজকে ডিটেলস এ জানলাম , দাদা। সত্যিই কি ভয়ংকর। পৃথিবীটা আসলেই অনেক রহস্যময়। ধন্যবাদ দাদা, এতো সুন্দর টপিক নিয়ে আলোচনা করার জন্য।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে যত বেশি চিন্তা করি, ততই যেনো মাথা ঘুরতে থাকে। এত বড় বড় জাহাজ, বিমান কিভাবেই বা নিমিষে উধাও হয়ে যেতে পারে।
এর সঠিক ব্যাখ্যা আবিষ্কার হয়ত আদৌ সম্ভব হবে না, নয়তো এই পুরো ব্যাপারটিই ডেভিলস দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে। খুব সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করেছেন দাদা।
স্কুলে থাকতে এই বারমুডা ট্রায়েঙ্গেল নিয়ে অনেক সার্চ করার চেষ্টা করতাম ।কিন্তু ওইযে যেটা বললেন কল্পনীয় কাহিনিই বেশি পেয়েছি।আমার মনে হয় এর চৌম্বকীয় আকর্ষণটা এতোটাই বেশি যে সবকিছুইকেই টেনে নেয় ।
বারমুডা ট্রায়াঙ্গেল একটা সময় আমার প্রচুর আকর্ষণের বিষয় ছিল। আমার কৌতুহল এতোটাই ছিল আমি সারাদিন এটা নিয়ে সার্চ দিয়ে ইউটিউবে ভিডিও দেখতাম। সেই সময়েই এই জায়গা কে নিয়ে বিভিন্ন মানুষের মতবাদ বিভিন্ন ধারণা সম্পর্কে জেনেছিলাম। সত্যি পৃথিবীর মাঝে কী এক অদ্ভুত জায়গা। যেটার রহস্যের সমাধান কেউ করতে পারেনি এখন পযর্ন্ত।
বিজ্ঞানের এই উৎকর্ষতার যুগেও যে এটার কোন সন্তোষজোনক ব্যাখ্যা আমরা এখনো পাই নাই এটাই আশ্চর্যের বিষয়। মানুষ্যবিহিন যান পাঠিয়ে মহাকাশের খবর নিয়ে আসতেছি। কিন্তু বারমুডার রহস্য বের করতে পারি নাই।
হতে পারে মুখরোচক গল্প গুলোকে বাচিয়ে রাখতে সঠিক ব্যখ্যা সামনে আসছে না।
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
বারমুডা ট্রায়াঙ্গেল সত্যি একেবারে রহস্যে ঘেরা মনে হচ্ছে। আর এরকম রহস্যে ঘেরা জায়গার প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি থাকে। আর সবাই জানার আগ্রহ পোষণ করে। দাদা আপনার পোস্ট পড়ে অনেক কিছু জানতে পারলাম। আর এই তথ্যগুলো জেনে সত্যি অনেক ভালো লাগলো।
বারমুডা ট্রাইংগেল আসলে এখনো একটা অমীমাংসিত ব্যাপার হিসেবেই রয়ে গেলো। কারণ বিজ্ঞানমনস্ক লোকদের ব্যাখ্যা এখনো সবাইকে সন্তুষ্ট করতে পারেনি। ওখানে হয়তো এমন কিছু রয়েছে যেটার সন্ধান মানুষ এখনো বের করতে পারেনি। তবে একটা ব্যাপার ভালো হয়েছে এই বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে অনেক গল্প উপন্যাস লেখা হয়েছে। সেগুলো পড়তে কিন্তু দারুন লাগে। ধন্যবাদ দাদা আপনাকে চমৎকার এই পোস্টের জন্য।
বারমুডা ট্রায়াঙ্গেলের উপর ভিত্তি করে বহু আগে একটা সিনেমা দেখেছিলাম ভাই , আপনার লেখার সঙ্গে সেই সিনেমার অনেক কিছুর সাদৃশ্য পাচ্ছি।
তথ্য বহুল পোস্ট।