আমার ডায়েরির পাতা থেকে আজকের বিকেলবেলা ।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আজকে সকাল থেকে দুপুর অবধি অঝোরে বৃস্টি হলো।প্রকৃতি সিক্ত আর অনেকটা শান্ত।মৃদুমন্দ হাওয়া বইছে বাইরে।প্রায় দেড় মাস lockdown এ বাড়িতে একঘেয়ে সময় পার করেছি।উপায় ও নেই যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল আমাদের দেশে সে এক বিভীষিকা।আজকাল আর দল বেঁধে কোথাও যাই না।তার দুটি কারণ, একটি অবশ্যই করোনা ভাইরাস আর দ্বিতীয়টি এখন হট্টগোল একদম ভালো লাগে না।তাই অধিকাংশ সময় একাই বেরিয়ে পড়ি।আর মাঝে মাঝে আমার বন্ধু দীপ্র আসে।আমার দুজনে বেরিয়ে পড়ি একটু খোলামেলা পরিবেশ কিছুক্ষণ সময় কাটানোর জন্য।ইদানিং নির্জনতা আর সবুজ এই দুটি আমার দারুন প্রিয় ও যেকোন বিষয় নিয়ে ভালোভাবে চিন্তা করার জন্য দারুন সহায়ক।অনেকদিন পর দীপ্র আজ এলো তাই বেরিয়ে পড়লাম একটু মুক্ত বাতাসের সন্ধানে।যেহেতু বৃষ্টি হয়েছিল তাই পিচের রাস্তা ছিল একদম পরিষ্কার।এইদিকের রাস্তা টাও দারুন ,বাইক চালানোর জন্য একদম আদর্শ।আমরা আস্তে আস্তে গ্রামের ভিতরের রাস্তা ধরে গল্প করতে করতে যেতে লাগলাম।

বৃষ্টির দিনে আকাশ খুব বৈচিত্র্যময়।ক্ষণে ক্ষণে রূপ বদলায়।সারা আকাশ জুড়ে মেঘের মেলা।সত্যি বর্ষাকাল আর শরতের আকাশ দেখেই পুরো বিকেলটা কাটিয়ে দেওয়া যায়।আমার ছোটবেলায় অনেকদিন সারা বিকেল কাটিয়েছি আকাশের দিকে তাকিয়ে আর মেঘের নানান সৃষ্টিকর্ম দেখতে দেখতে।

IMG_20210709_181503.jpg

IMG_20210709_175427.jpg

IMG_20210709_175425.jpg

IMG_20210709_175213.jpg

IMG_20210709_175210.jpg

IMG_20210709_175206.jpg

IMG_20210709_175203.jpg

IMG_20210709_175150.jpg

IMG_20210709_175141.jpg

আমরা আজকে যে অঞ্চলে গিয়েছিলাম সেখানে সাধারণত কৃষিকাজ হয়ে থাকে।রাস্তার দুইদিকে ফসলের সমাহার।আমরা যে দিকে দাঁড়িয়ে গল্প করছিলাম সেখানে দেখলাম একজন কৃষক নিজের ক্ষেতে কাজ করছেন।কি ঝড় কি রোদ বৃষ্টি কিছুতেই থেমে নেই এই কৃষকের কর্মযজ্ঞ।আজকে বিকেলটা সত্যি সুন্দর করে কাটালাম।

Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP


Beauty of Creativity. Beauty in your mind.Take it out and let it go.Creativity and Hard working.Discord- https://discord.gg/RX86Cc4FnA
Sort:  
 3 years ago 

খুব সুন্দর লিখেছেন দাদা।ছবিগুলো অসম্ভব সুন্দর।

 3 years ago 

প্রকৃতি এত সুন্দর যে শুধু তাকে ক্যামেরা বন্ধি করলেই হয়।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ছবিগুলি খুব সুন্দর এবং লেখাটাও।ধন্যবাদ দাদা শেয়ার করার জন্য।

 3 years ago 

তোমাকে ধন্যবাদ আমার ক্ষুদ্র প্রয়াস কে সমর্থন দেয়ার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর মূহুর্ত আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। শুভেচ্ছা রইলো।

 3 years ago 

আপনাদের সাথে আনন্দ ও সুন্দর কে ভাগ করে নিতে পেরে আমিও খুব আনন্দিত।

বৃষ্টি আসার আগের মুহূর্তে যে বাতাসটা শরীরে লাগে তাতে অনেক ভালো লাগে। আমাদের দেশেও আমরা লকডাউনে আটকা পড়ে আছি সময় গুলো কেন জানি কাটছেই না। যাইহোক এই করোনা পরিস্থিতিতে সাবধানে থাকাটাই আমাদের সকলের প্রধান লক্ষ্য।

 3 years ago 

এই মহামরিতে সবাই সুরক্ষিত থাকুক এটাই কাম্য।ধন্যবাদ আপনাকে।

 3 years ago (edited)

প্রকৃতি নিয়ে লিখাটা অনবদ্য হয়েছে ।দারুন ।

 3 years ago 

ধন্যবাদ তোমাকে লেখাটি পড়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65185.94
ETH 2630.94
USDT 1.00
SBD 2.83