কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি।।২৯ এপ্রিল ২০২৩

in আমার বাংলা ব্লগlast year

IMG20221115123533.jpg

আর্মি মিউজিয়াম এ যাওয়ার পথ


হ্যালো বন্ধুরা, কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি সিকিমের নাথুলা পাস থেকে ফেরার পথে কিছু জায়গায় আমরা থেমেছিলাম সেগুলো হলো আর্মি মিউজিয়াম এবং বাবা মন্দির।সেখানে যে অপূর্ব দৃশ্য উপভোগ করেছিলাম তার কিছু অংশ আমি ক্যামেরার দ্বারা ধারণ করেছিলাম।আজকে সেই ফটোগ্রাফি আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি।আশা করছি আপনাদের ভালোই লাগবে।

IMG20221115121654.jpg

আর্মি মিউজিয়াম এ চীনের সাথে যুদ্ধে শহীদ দের স্মৃতি সংরক্ষিত করা হয়েছে।আর সেই সাথে বিভিন্ন অস্ত্র গুলো ও প্রদর্শিত করা হয়েছে।এখানে ভিতরের ফটো তোলা বারণ ছিলো তাই ফটো তুলতে পারিনি।তবে মিউজিয়াম টি পরিসরে ছোট হলেও দেখার মত অনেক কিছুই আছে।প্রত্যেকটা জিনিসের নিচে বিশদ বিবরণ রয়েছে।কিন্তু সময়ের স্বল্পতার কারণে সব কিছু ভালো করে দেখা সম্ভব হয়নি।আরেকটা শান্ত ঘরে আছে একটি ডকুমেন্টারি দেখানোর ব্যবস্থা।আমরা কয়েক মিনিট দেখে বেরিয়ে গেলাম।আরো দেখার ইচ্ছে ছিলো বেশ ভালোই লাগছিলো কিন্তু ওই যে হাতে সময় কম।আর এটা restricted area ছিলো তাই সময়ের মধ্যে সবটা দেখার একটা তাড়া ও ছিলো আমাদের মতো আরো অনেকের।

IMG20221115123625.jpg

IMG20221115123622.jpg

IMG20221115123536.jpg

IMG20221115123112.jpg

IMG20221115123109.jpg

IMG20221115123104.jpg

এরপর বাবা মন্দির এ গিয়ে আমাদের গাড়ি থামলো।একটু ছোট পাহাড়ি উপত্যকায় এই বাবা মন্দির টা তৈরি করা হয়েছে।এখানে বেশ শীত লাগছিলো কিন্তু এমন নৈসর্গিক দৃশ্য যে মনটা সর্বদা ভীষণ ভালো ছিলো।এখানে কিছুক্ষন সময় কাটিয়ে ফটোগ্রাফি করলাম।আর এখানে কিছু শপ ছিলো সেখান থেকে অল্প কিছু কেনাকাটা করলাম।

IMG20221115131333.jpg

IMG20221115125154.jpg


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  
 last year 

দাদা আপনার ফটোগ্রাফি গুলো সত্যিই দুর্দান্ত হয়েছে । আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে নীল আকাশের ফটোগ্রাফি । নীল আকাশ দেখতে ভীষণ ভালো লাগে আর আপনার ফটোগ্রাফিতে তা চমৎকার দেখাচ্ছে ।আর্মি মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি করতে পারলে হয়তো আরো নতুন কিছু দেখতে পারতাম । যাইহোক বেশ ভালো ছিল । ধন্যবাদ।

 last year 

দাদা, আর্মি মিউজিয়াম এর মতো জায়গাতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সেখানে ফটোগ্রাফি করা নিষেধ থাকে। যাহোক, আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। নীল আকাশ সহ প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম দাদা। সত্যি দাদা আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে অপরূপ সৌন্দর্য আমি খুজে পেয়েছি। অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আজকের পোস্টে দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। বিশেষ করে ছেলের সাথে যুদ্ধে শহীদ হওয়া আর্মিদের স্মৃতি বিজড়িত মিউজিয়াম টির কথা জানতে পেরে খুবই ভালো লাগলো।।
পাহাড় নীল আকাশ ফাঁকা প্রান্তর এমন জায়গা ভ্রমণ করতে আমারও অনেক ভালো লাগে নিশ্চয়ই অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলেন।।

 last year 

দাদা যদিও আপনি এলোমেলো ফটোগ্রাফি শেয়ার করেছেন কিন্তু ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে একটু এলোমেলো লাগছে না। আপনি কিছু দৃশ্য তুলেছেন যেগুলো অসম্ভব সুন্দর। নীল আকাশ ও প্রাকৃতিক দৃশ্য ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়েছি দাদা। চারিদিকে ওসব পাহাড়ের মত দেখতে লাগছে এবং মাঝখানে পানি অসম্ভব সুন্দর। আর সবথেকে বড় কথা আর্মিদের এলাকা গুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই জায়গা গুলোর মধ্যে অপরূপ সৌন্দর্য নীলাভূমি আমি দেখতে পেয়েছি।

 last year 

কিছু কিছু মিউজিয়ামে কিছু জিনিসপত্রকে restricted করে রাখে সেখানে ফটো তোলা ও নিষেধ।তবে সত্যি বলতে প্রত্যেকটি ফটোর বিশদ বিবরণ থাকে এবং সেটা কিন্তু সম্পূর্ণ তুলে ধরা সম্ভব হয় না অনেক সময়। ধন্যবাদ দাদা খুব চমৎকার কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম আপনার আজকের এই পোষ্টের মাধ্যমে ভালো থাকবেন।

 last year 

কোথাও ঘুরতে গিয়ে আসলে তাড়াহুড়া করলে সবকিছু ভালো মতো ঘুরে দেখা যায় না এজন্য অনেক বেশি সময় নিয়ে গেলে ভালো হয়। আর্মি মিউজিয়াম এর ভেতরের ছবি তুলতে দিলে হয়তো আরও বেশ কিছু সুন্দর সুন্দর ছবি দেখতে পারতাম। সময়ের অভাবে ডকুমেন্টারিটাও ভালোমতো দেখতে পারলেন না যাই হোক ফটোগ্রাফি গুলো কিন্তু চমৎকার হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে জায়গাটা অসম্ভব সুন্দর।

 last year 

এত সুন্দর জায়গা দেখেই তো চোখ জুড়িয়ে গেল দাদা। জায়গাটি সত্যি অনেক সুন্দর। আসলে এরকম কোন জায়গায় ঘুরতে গেলে অনেক ভালো লাগে। ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে দাদা। মন্দিরটি দেখতেও সুন্দর। অনেক অনেক শুভকামনা রইলো দাদা।

 last year 

ঘুরতে গেলে সময় নিয়ে গেলে অনেক কিছুই দেখার সুযোগ হয়।মিউজিয়াম ছোট হলেও ভেতরে দেখার অনেক কিছুই ছিল যেহেতু ফটোগ্রাফি করতে দেয়নি কি আর করার।করলে হয়ত আমাদের দেখার সৌভাগ্য হতো।জায়গাটি সত্যি খুব সুন্দর । আকাশের ফটোগ্রাফি বরাবরই আমার ভালো লাগে।উদাস হয়ে যাই এমন আকাশ দেখলে।মন্দিরটিও বেশ সুন্দর লাগলো। ধন্যবাদ দাদা সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

অপরূপ সৌন্দর্যময় ফটোগ্রাফি গুলো আমার মন ছুঁয়ে গেছে। খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। নীল আকাশের মাঝে এই সুন্দর দৃশ্য গুলো অসাধারন লেগেছে।

 last year 

বাবা হরভজন মন্দিরের কথা আমি বেশ কয়েকটা ডকুমেন্টারিতে শুনেছি। দারুন রোমহর্ষক কাহিনী। বীরগতি প্রাপ্ত হয়েও আর্মি জওয়ানদের সর্ব ক্ষনের প্রহরী। জায়গাটাও সুন্দর। দেখে খুব শান্ত বলেই মনে হচ্ছে।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.14
JST 0.030
BTC 60061.12
ETH 3196.84
USDT 1.00
SBD 2.45