কিছু বিষয় নিয়ে ভাবনা চিন্তার দরকার আছে।।১৮ মে ২০২২।।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।আজকে আমি কিছু বাস্তবতা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি।জীবন মানেই সংগ্রাম জীবন মানেই বৈচিত্র্য।তাই এই জীবনে উঠা পড়া থাকবেই।জীবনে সব কিছুই স্বীকার করার মানসিকতা গড়ে তুলতে হবে।কিন্তু হার স্বীকার করা যাবে না আর করলেই সর্বনাশ হয়ে যাবে।সত্যি কথা বলতে জীবন বেশ অদ্ভুত আর এই বিদঘুটে জীবনে প্রক্রিয়াধীন কিছু সত্যতা জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

image.png

credit:pixabay


অভ্যন্তরীণ পরিবর্তন:

স্টিভেন পল জবস কে আমরা মোটামুটি সবাই চিনি।আধুনিক কম্পিউটারের অগ্রদূত বলা হয় স্টিভ জবস কে ।স্টিভ জবস apple এর একজন ফাউন্ডার চেয়ারম্যান।উনাকে ডিজিটাল ওয়ার্ল্ডের ডিজাইনার বলা হয়।সমগ্র বিশ্বকে অনেকটা নতুন সম্ভাবনার দিকে এগিয়ে নিয়েছিলেন স্টিভ জবস।কিন্তু এই কিংবদন্তি প্রযুক্তিবিদের প্রথম জীবন একদম আলাদা ছিল।কোনো গঠনগত কাজে সংযুক্ত ছিলেন না তিনি।নারী সঙ্গ আর উদ্দেশ্যহীন জীবন ছিল তার।এরপর সুযোগ এলো ভারত ভ্রমণের।ভারতের সংস্কৃতি ও ঈশ্বরবাদ স্টিভ জবসকে দারুন ভাবে আকৃষ্ট করে।তার মনের মধ্যে একটা ব্যাপক পরিবর্তন ঘটে যায়।আমেরিকা ফিরে স্টিভ জবস এক অন্য মানুষ হয়ে যান।আগের জীবনের প্রতি তার কোনো আকর্ষণ থাকে না।এরপর পড়ে যান কম্পিউটারের প্রেমে।এরপর থেকে শুরু এক নতুন অধ্যায়ের।

macintosh নাম বের করেন পার্সোনাল কম্পিউটার।সারা পৃথিবী সেদিন হেসেছিলো স্টিভ জবস এর এই কাজে।সেদিন কেউ বুঝতে পারিনি এই পার্সোনাল কম্পিউটার উঠে উঠবে এক অপরিহার্য যন্ত্র যা সমগ্র বিশ্বকে আমূল পাল্টে দেবে।

এই রকম একটা পরিবর্তন খুবই দরকার প্রত্যেক মানুষের জীবনে।আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি প্রত্যেক মানুষের মাঝেই একটা সম্ভাবনা আছে।আর সেটা বের করে নিয়ে আনাই আসল কথা।


সঠিক মানুষ নির্বাচন

শুনেছি জাহাজে আগুন লাগলে সবচেয়ে আগে ভীতুরা আগে জাহাজ ছেড়ে পালিয়ে যায়।কিন্তু সত্যিকারের সাহসী ও শুভানুধ্যায়ী ব্যক্তিরা কখনোই খারাপ সময়ে ছেড়ে যায় না।তেমনি কোনো সংগঠনের ভালো সময়ে যে মানুষগুলো পাশে থাকে তারা সংগঠনের খারাপ সময়ে আসলেই কি পাশে থাকবে সেটাই আসল কথা।আর তখনি প্রমাণিত হবে কে বা করা সত্যিকারের বন্ধু।আর তাদেরই একমাত্র আমাদের সমর্থন করা উচিত।


মানুষ চেনার হাতিয়ার

মানুষ চেনার সবচেয়ে বড় হাতিয়ার কি ?জানি এই প্রশ্নের উত্তর বেশ কঠিন।তবে আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি বলে মানুষ চেনার বড় হাতিয়ার হলো দুঃসময়।দুঃসময়ই পারে একটা মানুষকে সঠিকরূপে প্রকাশিত করতে।দুঃসময় একটা মানুষ কে শক্ত করে তোলে মানসিক ভাবে।আর এই কঠিন মানসিকতা গড়ে তোলার প্রত্যেক পর্যায়ে একটা মানুষ নিজেকে উপস্থাপিত করেন বিভিন্ন রকম ভাবে আর এটাই তার পরিচয় তুলে ধরে।।



|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  
 2 years ago 

জীবন মানেই সংগ্রাম জীবন মানেই বৈচিত্র্য।তাই এই জীবনে উঠা পড়া থাকবেই।জীবনে সব কিছুই স্বীকার করার মানসিকতা গড়ে তুলতে হবে।কিন্তু হার স্বীকার করা যাবে না আর করলেই সর্বনাশ হয়ে যাবে ।

আসলে কি দাদা , যখন কেউ সাফল্যের শীষে পৌঁছানোর চেষ্টা করে তখন অনেক মানুষ আছে যারা তাকে নিয়ে মজা করে আবার এমনও লোক আছে আপনার পাশে সব সময় আপনাকে উৎসাহ দেয়ার জন্য পাশে থাকবে , কিন্তু আমার মনে হয় এই রকম নিঃস্বার্থ ভাবে পাশে থেকে যাওয়া লোক অনেক কমই খুঁজে পাওয়া যাবে। যদিও আমি সমাজের লোকেদের কথা বলছি , পরিবারকে বাদ দিয়ে। কিন্তু এটা ঠিক দাদা , যে সাফল্য অর্জনের পর সবাই ভাবে এটা খুব সহজেই সে অর্জন করে ফেলছে। কিন্তু একমাত্র সাফল্য অর্জনকারীই বুঝে কত সংগ্রামের মধ্যো দিয়ে সেই শীর্ষে পৌঁছাতে হয়েছে।

 2 years ago 

সময় উপযোগী বার্তা ভাই । ভদ্রলোক স্টিভ জবসের চেষ্টা ও জীবন নিয়ে অন্য রকম ভাবনাই তাকে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছে । তাছাড়াও জাহাজের আগুনের ঘটনার বার্তা একদম বাস্তবিক, ভালোবাসি ভাই তোমাকে। তবে সর্বোপরি আমি মনেকরি মানুষের দু:সময় না আসলে, মানুষ নিজের থেকে নিজেকে কখনোই চিনতে পারে না । তাই মাঝেমাঝেই খারাপ সময় আসা দরকার।

আমি কৃতজ্ঞতাবোধ প্রকাশ করছি , সব কিছুর জন্যই।

 2 years ago 

দুঃসময়ে যে পাশে থাকে সেই প্রকৃত বন্ধু তাকে চোখ বন্ধ করেও বিশ্বাস করা যায়। এবং এটা দারুণ বলেছেন দাদা মানুষ চেনার জন্য হলেও জীবনে দুঃসময়ের প্রয়োজন আছে। কিছুদিন আগে আমি একটা ঝামেলায় পড়ছিলাম। অনেক বন্ধুদের সাথেই যোগাযোগ করি সেদিন বুঝে গিয়েছিলাম আমার আসল বন্ধু কে। এরপল থেকে ওদের কে আমি এড়িয়ে চলি। কারণ ওরা শুধু আমার সুসময়ে আমাকে সঙ্গ দেবে দুঃসময়ে নয়।

 2 years ago 

আপনি যথার্থ বলেছেন দাদা, আপনার শুরুর কথাগুলোর সাথে সম্পূর্ণ সহমত পোষণ করছি আমি। পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় সব কিছু স্বীকার করে নেয়ার মানসিকতা ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব। সত্যি স্টিভ জবস এর মতো একটা ঝাঁকুনি দরকার আমাদের হৃদয়ে, তা না হলে সম্ভাবনা বেরিয়ে আসবে না সেটা অন্ধকারেই থেকে যাবে। দারুণ ছিলো আজকের কথাগুলো। ধন্যবাদ

 2 years ago 

একটা প্রবাদ আছে দাদা। সুসময় বন্ধু বটে, অসময়ে কেউ কারো নয়।

আপনি ঠিকই বলেছেন, জাহাজে আগুন লেগে গেলে ভিতুরা সবচেয়ে আগে মরে। আপনি অনেক সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বুঝানোর চেষ্টা করেছেন। এবং যতোটুকু বুঝতে পেরেছি আপনার কথাগুলো অন্তরে গেঁথে গেছে। বিপদের সময়ে যে পাশে থাকে না, সেই প্রকৃত বন্ধু নয়। সে হচ্ছে স্বার্থপর, আর যে মানুষ মনোবল শক্ত করে সামনের দিকে এগিয়ে যায় হাজার বিপদের মোকাবেলা সেই প্রকৃত মানুষ দাদা। এত সুন্দর করে আমাদের সাথে আপনার গল্প গুলো শেয়ার করার জন্য, আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।

 2 years ago 

শ্রদ্ধেয় প্রিয় দাদা, আশাকরি ভালো আছেন? আজকে আপনার পোষ্টটি পড়ে খুব ভালো লাগলো। আমাদেরকে পরিবেশ এবং পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হবে। দুঃখের সময় যে পাশে থাকে সেই হলো প্রকৃত বন্ধু। এত অসাধারন পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকবেন দাদা।

 2 years ago 
আপনি একদম ঠিক বলেছেন দাদা জীবন মানেই সংগ্রাম। জীবনের প্রতিটি ভাঁজে ভাঁজে বৈচিত্র লক্ষ্য করা যায়। এই জীবনে সামনে চলতে হলে কত ধরনের প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। কিন্তু নিজেকে কখনো হার মানানো যাবেনা। জীবনে চলার পথে এমন কিছু ঘটনা আছে, এমন কিছু সত্য আছে যা আমাদের অবশ্যই একটি লক্ষ্যের দিকে ধাবিত করে। নিজের মন মানসিকতা চেঞ্জ করে। স্টিভ জবস সম্পর্কে আপনি দারুন তথ্য তুলে ধরেছেন দাদা। তার জীবনের পাল্টে যাওয়ার ঘটনা টা আজকে জানলাম। আপনি একদম ঠিক বলেছেন যে কোনো ক্ষেত্রেই আমাদের সঠিক মানুষ নির্বাচন করা একান্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সবকিছুরই উত্থান-পতন আছে কিন্তু পতনের সময় যারা চলে যায় তারা কখনোই সঠিক বন্ধু হতে পারেনা। বন্ধু তো সেই যে সুখে দুঃখে সবসময় শক্ত হাতে হাত ধরে থাকে। সবকিছু নষ্ট হবে কিন্তু বন্ধুর হাত কখনো ছেড়ে যাবে না এমন প্রতিজ্ঞ মানুষই আমরা চাই, এমন যে প্রতিজ্ঞাবদ্ধ বন্ধু আমরা চাই। মানুষ চেনার সবথেকে বড় হাতিয়ার হচ্ছে দুঃসময় ও বিপদ। আমরা যখন বিপদে পড়ি তখন আমাদের আশেপাশের মানুষদের মুখোশ উন্মোচন হয়। আমাদের প্রতি তারা কেমন আন্তরিক সেটা প্রকাশ পায়। এত সুন্দর একটি গুরুত্বপূর্ণ পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা।
 2 years ago 

দাদা আজকে আপনার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এ কথাগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ এখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। আসলে মানুষ চেনার যে একটা পদ্ধতি আপনি বলে দিলেন এটা সত্যি গুরুত্বপূর্ণ। কারণ দুঃখের সময় প্রিয় মানুষগুলো আসল পরিচয় দিয়ে থাকে। যে দুঃখের সময় পাশে থাকবে সেই প্রকৃত বন্ধু। সেই আমার জীবনসঙ্গী এবং তাকে নিয়ে আমার জীবনের উন্নতি হবে। দুঃখের সময় যে বন্ধুগুলো পাশে থাকবে তারাই প্রকৃত বন্ধু এবং যারা আমার শত্রু তারা আমার এই দুঃখের সময় আমার পাশে থাকবে না। তাই মানুষ চিনতে হলে দুঃখের সময় বেছে নিতে হবে। যাই হোক দাদা আপনার কথাগুলো আমার খুবই ভালো লেগেছে।

 2 years ago 

কথাগুলো বেশ চমৎকার। স্টিভ জবস সম্পর্কে এতকিছু জানতাম না।যাই হোক কথায় আছে সৎ সঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ,তাই সঙ্গ নির্বাচনে অব্যশই খেয়াল রাখতে হব।তবে আসলেই মানুষ চেনা বেশ কঠিন।কথাগুলো ভালো লাগলো।ধন্যবাদ

 2 years ago 

পরিবর্তন আমাদের জীবনে দরকার রয়েছে কারণ আমাদের চারপাশে ঘটে যাওয়া নানান মানুষের নানান সংস্কৃতি জীবন যাপন দেখলে আমরা জীবনকে আবার নতুনভাবে চিন্তা-ভাবনা করার সুযোগ তৈরী করতে পারি।

দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। দুঃসময়ে যাদেরকে পাওয়া যায় তাদেরকে নিয়েই সামনে এগিয়ে যাওয়ার সময় এবং দুঃসময় পারে আমাদেরকে মনের দিক থেকে আরও মজবুত করে তুলতে কারণ প্রতিকূল পরিবেশ আমাদেরকে অনেক কিছু করতে শেখায় ও অভিজ্ঞতা অর্জন করতে সাহায্য করে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 54681.92
ETH 2286.50
USDT 1.00
SBD 2.29