গ্রামের বুকে গোধূলির আলোয় প্রকৃতি দেখা ।।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
IMG_20200623_172830~2.jpg

সূর্যাস্ত

সুন্দর সত্য সত্যই সুন্দর।আর এই সুন্দর লুকিয়ে আছে প্রকৃতির মাঝে।সৃষ্টিকর্তা মনের মাধুরী মিশিয়ে এই প্রকৃতিকে সাজিয়েছেন।আমি ব্যক্তিগতভাবে প্রকৃতিপ্রেমী।শুধুমাত্র বাইক কিনেছিলাম যাতে নতুন নতুন গ্রামের প্রাকৃতিক পরিবেশে যেতে পারি।কারণ প্রকৃতির মাঝে আমি অপার শান্তি লাভ করি।আর নিজের মোবাইল ও ক্যামেরার মাধ্যমে ধারণ করি সেই সব সৌন্দর্য কে।আজকে কয়েকটা ফোটোগ্রাফির মাধ্যমে আমি সেই বিশুদ্ধ সৌন্দর্য কে তুলে ধরতে চাই।

BoC_LineBreak.png

এপার বাংলা এবং ওপার বাংলা দুই দেশেই নদী ছড়িয়ে রয়েছে জালের মতো।এই তো বিশেষ করে বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলে ।বিশেষ করে যাদের ছোটবেলা কেটেছে নদীর কাছের গ্রামে তাদের জীবনে কিছু মূল্যবান অভিজ্ঞতা রয়েছে।নৌকা তাদের কাছে খুব প্রিয়।নদীতে নৌকায় ভ্রমণ করা খুব আনন্দের ।কিন্তু মাঝ নদীতে যদি হঠাৎ তুফান আসে তাহলে কিন্তু বিপদ মাথার ওপর।তখন দরকার হয় একজন দক্ষ মাঝির।যিনি নিজের দক্ষতায় নৌকাটিকে নিরাপদে তীরে নিয়ে আসতে পারে।

এই ছবি গুলি কোনো নদীর নয়।এ গুলো একটি গ্রামের বড় একটি বিলের ছবি ।এই বিলে বর্ষাকালে জলে থৈ থৈ করে ।এই বিলে প্রচুর হরেক রকমের মাছ পাওয়া যায়।এই মাছ গুলো সাইজে ছোট।কিন্তু এ গুলো খেতে খুব সুস্বাদু।



চিত্র :১
IMG_20200623_173755.jpg


চিত্র:২
IMG_20200623_173215.jpg


চিত্র :৩
IMG_20200623_172842.jpg


চিত্র :৪
IMG_20200623_172830.jpg

আলোকযন্ত্রOneplus 7T
লেন্সInbuilt
তারিখ১২ই জুন ২০২১
স্থানবেড়াবেড়িয়া

smallamar.png


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP


Beauty of Creativity. Beauty in your mind.Take it out and let it go.Creativity and Hard working.Discord- https://discord.gg/RX86Cc4FnA

Sort:  

ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল ভাইয়া। সব চেয়ে বড় বিষয় হলো আমাদের দুই দেশের নদীর সংখ্যা বহু। আর নদী জন্য প্রকৃতির রূপটা আরও বেশি ফুটে ওঠে।সবই সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি।

 3 years ago 

নদী আমাদের জীবনযাত্রাতে একটা ব্যাতিক্রমী প্রভাব রাখে।নদী গাছপালা হলো সামগ্রিক একটি সৌন্দর্যের নমুনা।ধন্যবাদ আপনাকে।।

 3 years ago (edited)

একদম সত্য কথা দাদা। ধন্যবাদ।

 3 years ago 

ভীষণ সুন্দর তুলেছেন ভাই প্রকৃতির ছবি গুলো ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রকৃতি নিজেই এতো সুন্দর যে তাকে যে ভাবেই ধারণ করা হোক না কেন সেটি খুবই সুন্দর।।

 3 years ago (edited)

গ্রামের মনোরম প্রকৃতি সব সময় দারুন অনুভূতি খুঁজে পাওয়া যায়। খুব ভালো তোলা হয়েছে ছবিগুলো।

 3 years ago 

অনেক ধন্যবাদ তোমাকে।।

 3 years ago 

এক কথায় বললে অসাধারণ, তবে গ্রামে গেলে আগে এই রকম দৃশ্য দেখার সুযোগ পেতাম, বিশেষ করে নৌকার দৃশ্যগুলো এখন আর দেখা যায় না। প্রযুক্তির উন্নত ব্যবহার আর ব্রীজ তৈরী হওয়ার কারনে নৌকার প্রচলন অনেকটা হারিয়ে গেছে।

 3 years ago 

সেই সব উপাদান গুলি হারিয়ে যাচ্ছে।কিন্তু প্রযুক্তির এই অগ্রগতির সাথে এইগুলো ও যদি কিছুটা ঠিকে থাকে তবে তা খুবই ভালো হয়।ধন্যবাদ আপনাকে।।

 3 years ago 

অসাধারণ ফটোগ্রাফি দাদা আর তার সঙ্গে প্রকৃতির অপরূপ মহিমা সম্পর্কে লেখাটা।আসলে বর্ষাকালে মাছ ধরা ,নৌকায় চড়া, কলাগাছের ভেলায় চড়া প্রচন্ড মজার বিষয়।কিন্তু কোনো নদীর পাশে কিংবা খালের পাশে থাকাটা একটু ঝুঁকিপূর্ণ।আমাদের বাড়ির সামনে খালে দামোদর নদীর জল এসে ভরে গিয়েছে ।একপ্রকার চারিদিকে জল আর জল।মনে হচ্ছে দ্বীপের মধ্যে বাস করছি আর মাঠে বাণ এসেছে।

 3 years ago 

নদী যেমন দেয় তেমনি কেড়ে ও নেয় অনেক কিছু।নদী মানুষকে অন্যভাবে বাঁচতে শেখায় ।অনেক সুন্দর মন্তব্য করেছ তুমি।।

নদী আমার খুবই প্রিয় দাদা। নদীর পাড়ে বা নৌকায় করে নদীতে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে। আর বিলের মাছের স্বাদ আসলেই অন্যরকম। এখন তো বাংলাদেশ আমরা যে সমস্ত মাছ খাই তার বেশিরভাগই চাষের মাছ। নদীর মাছের অনেক দাম। যা বেশিরভাগই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে।

 3 years ago 

একদম,নদীর তাজা মাছের স্বাদ ই আলাদা।সে যেই মাছ হোক না কেন।চাষের মাছে আসলেই স্বাদ খুবই কম।ধন্যবাদ আপনাকে।।

👍

 3 years ago 

ছবিগুলো অসাধারণ হয়েছে ভাই।আর লেখাগুলো সুন্দর লিখেছেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

গ্রাম্য পরিবেশে সব ছবি খুব সুন্দর আসে।।ধন্যবাদ আপনাকে।।

 3 years ago 

কিছু ছবিকে শুধু সুন্দর বললেও কম হয়ে যায়। ভয়ঙ্কর সুন্দর এটা। সূর্যাস্তের ছবিটা এক কথায় আমাকে মুগ্ধ করেছে। আর ছবিটা ডাউনলোড করে আমি আমার ফোনের ওয়ালপেপারে ও রেখে দিয়েছি।

 3 years ago (edited)

সূর্যাস্তের ছবি বরাবরই ভালো আসে।তবে এই বিলের জল আর নৌকার combination এই ছবিটাকে আরো সুন্দর করে তুলেছে।সেই সঙ্গে জলের উপর reflection টা ছিলো অনবদ্য।।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.27
JST 0.044
BTC 99929.65
ETH 3605.27
SBD 2.46