কৃষকরা এখন মাছ ধরায় খুবই ব্যস্ত -হরেক রকমের মাছ তবে সব ছোট আকারের ।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)
DSC_0210.JPG

what3words-Location
BoC_LineBreak.png

বাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ।আশা করি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন ।বাংলায় বর্ষা যাওয়ার পথে ।খাল বিল অথৈ জলে ভরে আছে ।আস্তে আস্তে এই জল শুকিয়ে যাবে মাঠে রূপান্তরিত হয়ে এই জলাশয় ।কৃষক ব্যস্ত হয়ে পড়বে তার জমির চাষাবাদ নিয়ে ।মাঠে সে ফলাবে শীতকালীন ফসল ।এই সব মাঠ গুলোতে সাধারণত কৃষকরা পিয়াজ আর সর্ষের চাষ করে ।অনেক পরিশ্রম ও মাথার ঘাম পায়ে ফেলে কৃষক সোনার ফসল ফলিয়ে থাকে ।আর আমাদের চাহিদা মেটে তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে ।এখনো বর্ষা পুরোপুরি যাইনি ।মাঠগুলো এখনো জলে ভর্তি ।এই জলাশয়ে অনেক প্রকার ছোট মাছ আছে ।শোল কৈ পুঁটি ইত্যাদি ছোট মাছ এই বিলে পাওয়া যায় ।



এই মাঠকে ঘিরে চারিদিকে বেশ কিছু গ্রাম রয়েছে ।তাদের মধ্যে একটি গ্রামের নাম বেড়াবেড়িয়া ।এই গ্রামে একটি বাজার রয়েছে ।সেখানে একজন ভাদ্র মহিলা অনেক মজাদার ও টেস্টি সিঙ্গারা তৈরী করেন।আমরা বন্ধুরা মিলে যখনই এখানে ঘুরতে আসি বিশেষ করে এই গ্রামে তারা সবাই সিঙ্গারা চপ পিঁয়াজী খেয়ে থাকি ।গ্রামের খাবারের আলাদাই টেস্ট ।

DSC_0216.JPG

what3words-Location

DSC_0211.JPG

what3words-Location

DSC_0217.JPG

what3words-Location


এখানে আমি কয়েকটি লোকের মাছ ধরার ছবি শেয়ার করেছি ।এই বিলের এক পাশ দিয়ে সারি সারি তাল গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে ।এই গাছ গুলোর উচ্চতা অনেকটা বেশি কিন্তু জলাশয়ে জল তেমন একটা নেই ।হাঁটু জল ,তাই এই অগভীর জলে ছোট মাছ ছাড়া আর কোনো মাছ থাকতে পারে না ।পাশের গ্রামের মানুষ যারা পেশায় কৃষক তারা এখানে জাল পেতে মাছ ধরে ।তারা যে মাছ পায় তার মধ্যে কিছু মাছ পরিবারের জন্য রাখে বাকি মাছ ঐ বাজারে বিক্রি করে ।অনেক শহরের মানুষ বাইক ও গাড়ি চালিয়ে এখানে তাজা ও ছোট মাছ কিনতে আসে ।তাদের উদ্দেশ্য দেশি তাজা মাছ ন্যায্য দামে কেনা ।

DSC_0212.JPG

what3words-Location

DSC_0213.JPG

what3words-Location

DeviceLocationCategory
Nikon D5600BeraberiaNature&Life

smallamar.png


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP


Beauty of Creativity. Beauty in your mind.Take it out and let it go.Creativity and Hard working.Discord- https://discord.gg/RX86Cc4FnA

Sort:  
 3 years ago 

এখন প্রচুর বৃষ্টিপাত হচ্ছে তাই কৃষকের জমি পানিতে ডুবে গেছে, জমিতে পানি আসায় নানা প্রজাতের দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। আমরা ছোট বেলায় দেখেছি মানুষ আনন্দসহকারে জমি হতে মাছ ধরতো।

 3 years ago 

আমরা যারা গ্রামের মানুষ তারা এগুলো দেখছি।তাই বড় হয়ে যখন এগুলো দেখি তখন খুব ভালো লাগে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মাছ ধরার দৃশ্য চমৎকার হয়েছে। আশা করি সেই সিংগারা দোকানের আরেকদিন বর্ণনা দেবেন যাতে করে আমরা দেখতে পারি। গ্রাম বাংলার ছোট ছোট মাছ ধরার যে আনন্দ এবং মজা সেটি আসলে গ্রামে না গেলে কখনও বুঝা যায় না এবং আমাদের বাংলাদেশও এখন বর্ষাকাল প্রচুর মাছ ধরছে বড়শিতে এবং বিভিন্ন ভাবে যা দেখি খুব ভালো লাগে।

 3 years ago 

ছোটবেলায় বর্ষা পড়লেই বড়শি নিয়ে পুকুরে গিয়ে মাছ ধরতাম।সত্যি দারুণ ছিলো সেই সব দিনগুলি।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মাছ ধরার মধ্যে সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে এই বরশি দিয়ে মাছ ধরা টা। আমি ছোটবেলায় বরশি দিয়ে মাছ ধরার খুব ছোট ছিলাম আমার সাথে অনেকেই মাছ ধরে কুলিয়ে উঠতে পারত না। সেই দিনগুলো কোথায় যে হারিয়ে গেল আর সেই বরশি আর মাছ ধরা ও তেমন একটা দেখা যায়না।

 3 years ago 

ছোট মাছ ধরার মধ্যে ও আনন্দ আছে বলো। মাছ ধরতে খুব ভালো লাগে। এমন সুন্দর দৃশ্যগুলি ক্যামেরা বন্দি করেছো। অনেক ধন্যবাদ বন্ধু। চমৎকার ফটোগ্রাফি

 3 years ago 

হ্যাঁ মাছ ধরা একটা আনন্দের বিষয়।

 3 years ago 

এমন দৃশ্য দেখলে মন আপনা আপনি নেচে ওঠে।ছবিগুলোও খুব সুন্দর তুলেছেন দাদা😊

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ।।

 3 years ago 

ওয়াও কি বলবো ভাই অসাধারণ মাছ ধরার দৃশ্য আমাদের মাঝে আপনি শেয়ার করেছেন আপনার জন্য শুভকামনা রইল ভাই।

 3 years ago 

আসলে দুর্দান্ত হয়েছে দৃশ্যগুলো। আমারও মনে পড়ে গেল সেই গ্রাম বাংলার রুপ ও বৈশিষ্ট্যের কথা

 3 years ago 

যাদের গ্রামে শৈশব কাটেনি তারা অনেক কিছু মিস করেছেন।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমাদের গ্রামেও এখন মাছ দরার দুম পড়েছে। যদিও এখন গ্রামে যাওয়ার সুযোগ হয় না তবুও গ্রামের অনেক বন্ধুর সাথে কথা হয়। তাদের থেকে জানতে পারলাম এখন ওখনে মাছের ছড়াছড়ি।

 3 years ago 

হ্যাঁ।এই বর্ষার মরশুমে মাছ পাওয়া যায় সর্বত্র।আর মাছ ধরা তো অনেক মজার।

 3 years ago 

বৃষ্টির দিনে মাছ ধরার মজাই আলাদা,ছোট বেলায় বৃষ্টির দিনে অনেক মাছ ধরতাম,খুবই ভালো লাগতো,এখনও মাঝে মাঝে মাছ ধরতে বের হই কয়েকজন মিলে,অনেক ভালো একটি মুহুর্ত

 3 years ago 

আপনার সাথে আমি সম্পূর্ণ সহমত।অনেক অনেক শুভেচ্ছা নেবেন।।

 3 years ago 

ধন্যবাদ দাদা

 3 years ago 

বিলের মাঝে সারি সারি তালগাছ দৃশ্য টা খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন। এবং এই বর্ষার সময়ে জেলেরা মাছ ধরতে খুবই ব‍্যস্ত থাকে। খুব সুন্দর আলোচনা করেছেন।

 3 years ago 

গ্রামে গেলে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যায় যা আমাদের ঐতিহ্য কে ধারণ করে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

তাই নাকি দাদা। আপনাকেও ধন্যবাদ।

 3 years ago 

ছবিগুলি খুবই চমৎকার হয়েছে দাদা। বিলের মাছ আকারে ছোট হলেও খেতে দুর্দান্ত সুস্বাদু। এই মাছের মজাই অন্যরকম। এখনো মানুষের মাঝে এই মাছের প্রচুর চাহিদা। কিন্তু আমাদের দেশে বিলের মাছ আকাশছোঁয়া দামে বিক্রি হয়। তা সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে থাকে।

 3 years ago 

একদম।আজকাল বাজারে ছোট মাছ একদমই পাওয়া যায় না।আর পাওয়া গেলে ও অনেক দাম।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67402.68
ETH 3481.04
USDT 1.00
SBD 2.65