নতুন বাংলা মুভি গোলন্দাজ এর রিভিউ

in আমার বাংলা ব্লগ3 years ago

Screenshot_20211213-004444__01.jpg

Taken SS from hoichoi OTT

হ্যালো বন্ধুরা ,কেমন আছেন?আশা করি ভালো আছেন সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি মুভি রিভিউ।অতি সম্প্রতি এই নতুন মুভি টি হইচই OTT ফ্ল্যাটফর্মে কয়েকদিন হলো মুক্তি পেয়েছে।যখন এই মুভিটির trailer দেখেছিলাম তখন থেকেই এই মুভিটি দেখার একটা প্রবল ইচ্ছে জেগেছিলো।যাই হোক অবশেষে আমার এই ইচ্ছা পুরুণ হলো।মুভিটি কেমন হলো সেটাই আমি আমার দৃষ্টিকোণ থেকে এখানে আলোচনা করছি।

মুভির নাম: গোলন্দাজ

Screenshot_20211213-004627__01.jpg

Taken SS from youtube


এই ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দেব।ভারতীয় উপমহাদেশে ফুটবলের প্রবাদ পুরুষ নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী জীবন ও ভারতীয় দের ক্রীড়ার জগতে অধিকার আদায়ের এক অসম লড়াইয়ের গল্প নিয়েই তৈরি হয়েছে 'গোলন্দাজ' বাংলা মুভিটি।

কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য

পরিচালক ও রচয়িতা :ধ্রুব ব্যানার্জি
প্রযোজক :শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনি

Screenshot_20211213-004846__01.jpgScreenshot_20211213-004839__01.jpg

Taken SS from youtube

অভিনয়ে

দেব - নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী
অনির্বাণ ভট্টাচার্য
ইশা সাহা
ইন্দ্রাশিষ রায়
আলেক্স ও'নীল
অগ্নি

চিত্রগ্রাহক :সৌমিক হালদার
সম্পাদক :সংলাপ ভৌমিক
সুরকার :বিক্রম ঘোষ

ভাষা: বাংলা
ক্যাটাগরি : খেলাধুলা

কাহিনী সংক্ষেপ ও সমালোচনা

নগেন ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি একটু বেশি আগ্রহী।তখন ভারতবর্ষে চলছে ব্রিটিশ দের শাসন ও অত্যাচার।এই ব্রিটিশ দের স্পোর্টস culture নিয়ে খুবই অহংকার।তারা মনে করে তাদের এই ফুটবল খেলা খেলতে ভারতীয় রা অযোগ্য।তাই কোনো ভারতীয় এই ফুটবল খেলতে চেষ্টা করলে তাকে পেতে হয় কঠোর সাজা।কিন্তু নগেন একটু ব্যতিক্রম।

সে চায় ব্রিটিশদের সাথেই ফুটবল খেলে তাদের টেক্কা দিতে।একদিন প্রবাল প্রতিপত্তি সম্পন্ন ব্রিটিশ সেনাবাহিনীর ক্যাপ্টেন কে মুখোমুখি দাঁড়িয়ে চ্যালেঞ্জ করেন যে সে ব্রিটিশ দের তাদের খেলাতেই হারাবে।আর এটাই নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর চ্যালেঞ্জ।

এই লক্ষ্য পূরণের উদ্দেশে নগেন প্রতিষ্ঠা করেন boys club।কিন্তু ডুরান্ড কাপে খেলার সুযোগ পেতে হলে নগেন এর দরকার একটি ইংরেজি নামের ক্লাব ও সমাজের গণ্যমান্য লোকের সমর্থন।তাই ইংরেজদের পা চাটা নবকুমারের সমর্থন নিতে হয় অনেকটা নিরূপায় হয়ে নগেন কে।সমাজের সব স্তরের যোগ্য খেলোয়াড় দের নিয়ে নগেন্দ্র তৈরি করেন wellington ক্লাব।এক স্বপ্ন দিয়ে গড়া ক্লাব।স্টুয়ার্ট সাহেবের মধ্যস্থতায় durand কাপে খেলার চেষ্টা করে ওয়েলিংটন কাপ সঙ্গে চলে দারুণ বেগে অনুশীলন।

দেব পশ্চিমবাংলার বাণিজ্য সিনেমার সুপারস্টার।বলা হয়ে থাকে দেবের অভিনয়ের সব চেয়ে দুর্বলতর দিক হলো ডিয়ালগ ডেলিভারি।কিন্তু এই ব্যতিক্রম ধারার মুভিটিতে দেব নিজেকে দারুন ভাবে ভেঙেছেন আর অভিনয়ের সেরাটা দিয়েছেন।এমন।অভিনয় সত্যি দেবকে আলাদা পরিচয় দিয়েছে।দেবের সঙ্গে অল্প সময় স্ক্রিন শেয়ার করলে ও অনির্বান ভট্টাচার্য ভর্গবের চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন।mirchi অগ্নি জীবনের প্রথম মুভিতে সুযোগ পেয়ে ভালো অভিনয় করার চেষ্টা করেছেন।আস্তে আস্তে অভিনয় শিখে নেবেন আশা রাখি।

Screenshot_20211213-004617__01.jpg

Taken SS from youtube

নগেন্দ্র প্রসাদের বাবার চরিত্রে অভিনয় করেছেন বিখ্যাত সংগীত শিল্পী শ্রীকান্ত আচার্য্য।কমলিনী যিনি নগেন্দ্র প্রসাদের স্ত্রী ছিলেন।সেই চরিত্রে অনেক পরিণত অভিনয় করেছেন ঈশা সাহা।

এক প্রতিবাদী ক্যাপ্টেনের চরিত্রে অভিনয় করে নিঃসন্দেহে দর্শকদের মন জয় করেছেন ইন্দ্রাশিষ রায়।ব্রিটিশ খেলোয়াড় দের চরিত্রে যারা অভিনয় করেছেন তারা প্রত্যেকে প্রত্যাশা পূরণ করেছেন।

এই মুভির কাহিনী যথাযথ ও নির্মেদ।গল্পের প্রবাহ ও চরিত্রের সংশ্লিষ্টতা অনেক ভালো হয়েছে।ক্যামেরা এর কাজ ও প্রশংসনীয়।Vfx ও সম্পাদনা অনেক সুন্দর হয়েছে।পরিচালক ধ্রুব ব্যানার্জি যথেষ্ট সফলতার সাথেই নিজের কাজটা করেছেন।সংগীত ও আবহ সঙ্গীত দুটোই চমৎকার।

নবকুমার এর বিশ্বাসঘাতকতায় ওয়েলিংটন ক্লাব ভেঙে দেন নগেন্দ্র প্রসাদ।এরপর শোভা বাজার ক্লাব কে হাতিয়ার করে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী durand কাপে ইংরেজ দের সাথে কি পাল্লা দিতে পারলেন?জানতে হলে দেখতে হবে 'গোলন্দাজ'।
Screenshot_20211213-004636__01.jpg

Taken SS from youtube

ব্যক্তিগত মতামত

এই মুভিটির কাহিনী ও পরিচালনা অনেক দক্ষতার পরিচয় দিয়েছে।দেবের অভিনয় অনেক সুন্দর হয়েছে।সামগ্রিক কলাকুশলীদের কাজ এই সিনেমায় অনেক অনেক ভালো।তবে শেষের ম্যাচ টি আরেকটু নাটকীয় করলে বেশি উপভোগ্য হতো।তবে খারাপ হয় নি।

ব্যক্তিগত রেটিং

আমি এই মুভিটিকে ১০ এ ৯ দিলাম।


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

image.png

Sort:  

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 3 years ago 

নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর জীবন কাহিনী নিয়ে মুভিটি।তার মানে খুবই ভালো হবে এবং বাস্তব চিত্র ফুটে উঠেছে।অবশ্যই দেখার চেষ্টা করবো এটি আমি।খেলা বিষয়টি খুবই ভালো লাগে আমার।খুবই সুন্দরভাবে রিভিউ করা হয়েছে।ধন্যবাদ দাদা।

 3 years ago 

অনেক সুন্দর একটি রিভিউ দিয়েছেন দাদা। আপনার রিভিউ দেখে আমার মুভিটা দেখার ইচ্ছা জাগলো।
ব্রিটিশরা মনে করতো ভারতবর্ষে যারা আছে তারা কেউই তাদের যোগ্য নয়।
আমাদের ভারতবর্ষের বীর ছেলেদের কারণেই আমরা এখন সারা বিশ্বের কাছে অন্যন্য নামে পরিচিত।
দেব বরাবরই ভালো অভিনয় করেন, ওর অভিনয় ব্যক্তিগতভাবে আমারো অনেক ভালো লাগে। 😍

 3 years ago 

বিশ্বাস করবে কিনা জানিনা তবে আমিও আজকেই দেখলাম। কাকতলীয়। আগামীকাল রিভিউ লিখবো ভেবেও রেখেছিলাম, তার আগেই রিভিউ পেয়ে গেলাম। হাঃ হাঃ।

আমরাও পুরো সিনেমাটা বেশ ভালোই লেগেছে। তবে মনে হলো কাহিনীকার লেখার সময় ইতিহাসের দিকে বেশ পা মারাননি 😆।

 3 years ago 

আমি খেলাধুলা খুব পছন্দ করি। এজন্যই খেলাধুলা নিয়ে নির্মিত মুভি আমি মিস করি না। গোলন্দাজ এই মুভির ট্রেলারটা আমি দেখেছিলাম। দেখার ইচ্ছা আছে কিন্তু হইচইতে আমার সাবসক্রাইব করা নেই। কী আর করার দেখি ইউটিউব বা টিভিতে কবে দেয়।

মুভির রিভিউ টা দারুণ করেছেন দাদা। রিভিউটা পড়ে দেখার প্রতি আগ্রহটা আরও বেড়ে গেল।।

 3 years ago 

অনেক সুন্দর একটি রিভিউ দিয়েছেন দাদা। সিনেমার পুরো লিখাটি পড়ে আমার অনেক অনেক ভালো লেগেছে। সিনেমাটি দেখতে খুব ইচ্ছে জাগলো আপনার রিভিউটি পড়ে। আগামীতে সময় পেলে কোন একদিন অবশ্যই সিনেমাটি দেখে নেব। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি সিনেমা রিভিউ আমাদের উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

মুভিটি ভালোই আছে। তবে খুব একটা পছন্দ হয়নি কেনো জানিনা আমার।তবে আপনি বেশ গুছিয়ে লিখতে পারেন ভাইয়া।

Assalamoalaykum brother,

This is alfaz malek,

I need your support from you.

My dear brother i'll upload daily post on your community would you give me vote? I need a support.

 3 years ago 

যদিও মুভিটি দেখা হয় নি ।দেখে নিবো মুভিটি ।তবে দেব এর মুভি ভালো লাগে তার অভিনয় ও ভালো লাগে ।আশা করি এই মুভিটি দেব ভালো করেছেন ।আপনার রিভিওটি সুন্দর ছিলো ভাই ধন্যবাদ ।

 3 years ago 

নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীী এর এই ঘটনাটি জানা ছিল না এবং আপনার পোস্ট পড়ে মুভিটি দেখার জন্য আগ্রহ বাড়ছে। খেলাধুলা সংক্রান্ত যেকোন মুভি আমার কাছে খুব ভালো লাগে এবং এটি যেহেতু ভারতবর্ষের ইতিহাসের সাথে সংশ্লিষ্ট তাই এটি দেখতে হবে। বিশ্বাসঘাতকদের জন্যই অনেক সময় আমরা এগিয়ে যেতে পারি না যেমনটি এখানে নবকুমার করলেন। তারপরও মুভির শেষ টি দেখার জন্য ছবিটি দেখতেই হবে কারণ আপনি শেষ করেননি। এটা ভালই কারন একটা আগ্রহ থাকা খুব দরকার

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 64884.95
ETH 2619.31
USDT 1.00
SBD 2.82