প্রথমবার জামাই ষষ্ঠী ।।১৫ জুন ২০২৪

in আমার বাংলা ব্লগ2 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাই কে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।গত ১২ জুন ছিলো আমার প্রথম জামাই ষষ্ঠী আর এই অনুষ্ঠান উপলক্ষ্যে আমি গিয়েছিলাম আমার শ্বশুর বাড়ি।এই অনুষ্ঠানে জামাইকে শ্বাশুড়ি কিছু রিচুয়ালস এর মাধ্যমে বরণ করে নেয়।

1000145996.jpg

1000145428.jpg

1000146000.jpg

জামাই ষষ্ঠী হল হিন্দু ধর্মীয় উৎসব যা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ভারতের অন্যান্য কিছু রাজ্যে পালিত হয়।এই উৎসব মূলত শ্বশুরবাড়ির পক্ষ থেকে জামাই (মেয়ের স্বামী) এর সম্মানার্থে পালিত হয়।

জামাই ষষ্ঠী সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়:

1.তারিখ ও সময়:এই উৎসবটি হিন্দু ক্যালেন্ডারের ষষ্ঠী তিথিতে পালিত হয় যা সাধারণত জ্যৈষ্ঠ মাসে পড়ে।

1000145719.jpg

1000145688.jpg

1000145660.jpg

1000145664.jpg

1000145644.jpg

1000145640.jpg

2.উদযাপন: জামাই ষষ্ঠীর দিনে শ্বশুরবাড়ির লোকেরা জামাইকে নিমন্ত্রণ করেন এবং তার জন্য বিশেষ ভোজের আয়োজন করেন।জামাইকে নানা উপহার ও মিষ্টি দেওয়া হয়।

3.বিশ্বাস:প্রচলিত বিশ্বাস অনুযায়ী জামাই ষষ্ঠীতে জামাইকে যত্নসহকারে খাওয়ানো এবং তার মঙ্গল কামনা করলে পরিবারের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়।

4.রীতি ও আচার:বিভিন্ন ধরণের ঐতিহ্যবাহী খাবার ও মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়। এছাড়াও, অনেক ক্ষেত্রে শ্বাশুড়ী (মেয়ের মা) জামাইকে চন্দনের তিলক দেন এবং প্রার্থনা করেন।

জামাই ষষ্ঠী মূলত পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করার উদ্দেশ্যে পালিত হয় এবং এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক উৎসব হিসেবে গুরুত্ব পেয়ে আসছে আমাদের সমাজে।
1000145540.jpg

1000145524.jpg

1000145516.jpg

1000145444.jpg
প্রথম বছরের জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়ি যাবো তাই একটা কুড়ি কেজি ওজনের কাতলা মাছ আর দুটো পদ্মার ইলিশ ,রসগোল্লার হাড়ি , আম ও লিচু নিয়ে হাজির হয়েছিলাম।শ্বশুরবাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গে শ্বাশুড়ি মা আমাকে ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করে মিষ্টি মুখ করলো।এরপর অন্যান্য শ্বাশুড়ি গুলো ও আমাকে আশীর্বাদ করলেন ও উপহার দিলেন।এরপর খাওয়ার পালা।আর সত্যি কথা বলতে জামাই ষষ্ঠী মানেই খাওয়া আর খাওয়া।তাই সকালে লুচি আর তরকারি খেয়ে নিলাম।এরপর দুপুরে তো ইলাহী আয়োজন।ত্রিশ এর অধিক পদ দিয়ে আমাকে আর দাদাকে অতি যত্ন করে খাওয়ালো স্বাগতার মা ও বাবা।

1000146000.jpg

1000146002.jpg

1000146012.jpg

1000146007.jpg

খাবারের তালিকায় ছিলো:

১.শুক্ত
২.বেগুন ভাজা
৩.আলু ভাজা
৪.বাঁধাকপি ভাজা
৫.পটল ভাজা
৬.কাতলা মাছ ভাজা
৭.ইলিশ মাছ ভাজা
৮.মাছের মাথার ডাল
৭.কাতলা মাছের কালিয়া
৮.চিংড়ির মালাইকারি
৯.ভেটকি পাতুরি
১০.চিতল মাছের মুইটা
১২.পাবদা ঝাল
১৩. পার্সে মাছের ঝাল
১৪.সর্ষে ইলিশ
১৫.চিকেন কষা
১৬. মাটন কষা
১৭.লুচি
১৮.আলুর দম
১৯.চাটনি
২০.পায়েস
২১.দই
২২.কেক
২৩.রসগোল্লা
২৪.কেশর লাড্ডু
২৫.সরভাজা
২৬. ক্ষীর কদম
২৭.পান
২৮.কেক
২৯. আম
৩০. লিচু
৩১.জাম
৩২.কোল্ড ড্রিঙ্কস
৩৩. ছানার মিষ্টি
৩৪.কলা
৩৫. আম পোড়া শরবত

এগুলো সব খাওয়া একপ্রকার অসম্ভব।তবুও যতটা পারা যায় খেলাম।


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  
 2 months ago 

জামাইষষ্ঠীর এই উৎসবমুখর পরিবেশটা আমার কাছে দারুন লাগলো। আর প্রথম জামাইষষ্ঠী বলে কথা। ৩৫ পদের খাবার খাওয়া আসলেইঅনেকটা অসম্ভব হয়ে যায়। তারপরেও প্রথম জামাইষষ্ঠী বলে কথা। নতুন বৌদি কে শাড়ি আর সিঁদুরে দারুন লাগছিল। সেই সাথে তনুজা বৌদি ও টিন টিন কে দেখেও ভালো লাগলো। শুভকামনা আপনাদের জন্য 💕

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 months ago 

প্রথমবার জামাই ষষ্ঠীতে তো বেশ ভাল মজা করেছেন, এবং জামাই আদর তো অনেক পেয়েছেন। কত রকমের খাবার এত সুন্দর ভাবে খাবারের থালা সাজিয়েছে দেখেই মন ভরে গেল। প্রথমবার আপনার জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি যাওয়া উপলক্ষে বেশ অনেক কিছুই তো নিয়েছেন কি বিশাল কাতলা মাছ। আপনাকে আর দিদিকে একসাথে দুজন কে দেখে বেশ ভালো লাগছে। শুভ কামনা রইল দাদা আপনার আর দিদির জন্য খুব ভালো থাকেন যেন আপনারা দুজন। ধন্যবাদ দাদা আপনাকে আপনার এতো সুন্দর মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago (edited)

দাদা প্রথমবার জামাইষষ্ঠী সত্যি অন্যরকম একটা অনুভূতি হয়েছিল নিশ্চয়ই ।আর দারুণভাবে সে অনুষ্ঠানটা উপভোগ করেছেন মনে হচ্ছে। আর পুরো পোস্টটি পড়ে অনেক কিছু জানতে পারলাম। এত রকমের খাবার দেখেই তো মাথা ঘুরে যাচ্ছে ।এত খাবার একসঙ্গে কি করে খাওয়া সম্ভব ।যাই হোক বেশ ভালো লাগলো পুরোটা পড়ে। বড় দাদা, তনুজা বৌদি, টিনটিন কেউ দেখতে পেলাম ।সবাই মিলে সত্যিই দারুণ একটা সময় উপভোগ করেছেন মনে হচ্ছে। আপনার জন্য আর দিদির জন্য অনেক অনেক শুভকামনা। সবসময় ভালো থাকবেন পুরো পরিবার নিয়ে । অসংখ্য ধন্যবাদ এত চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 months ago 

জামাইষষ্ঠীর আয়োজন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টিভিতে দেখেছি। এই সম্পর্কে এত বিস্তারিত জানা ছিল না। আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম দাদা। প্রথমবার জামাইষষ্ঠীতে গিয়েছেন অন্যরকম একটা আনন্দতো কাজ করবেই। আর খাবারের লিস্ট পড়তে পড়তেই টায়ার্ড হয়ে গিয়েছি। আর এত খাবার আপনারা কিভাবে খেয়েছেন? সব খাবার কি টেস্ট করতে পেরেছিলেন? তাছাড়া একঝুড়ি ভর্তি গিফটও পেয়েছেন দেখছি। খুব ভালো লাগলো দাদা দেখে।

 2 months ago 

জামাই ষষ্ঠী উপলক্ষে দারুন দারুন সব খাবারের আয়োজন করা হয়েছে দেখে সত্যিই ভালো লাগলো দাদা। ৩৫ প্রকারের খাবারের আয়োজন ছিল দেখে সত্যি অবাক হয়েছি। এই দিনটি অনেক বেশি আনন্দের। দাদা আপনার জামাইষষ্ঠীর বিভিন্ন মুহূর্তগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 months ago 

আরিব্বাস!! পোস্ট স্ক্রল করেই চলেছি অথচ খাবারের লিস্ট শেষ হচ্ছে না। এতো গুলো পদ। বাপরে বাপ!! প্রথম জামাই ষষ্ঠী দারুন কেটেছে। জোড়া ইলিশ হাতে নিয়ে দুজনের ছবিটা জাস্ট সেরা। ♥️

 2 months ago 

জামাইষষ্ঠী উপলক্ষে আপনাদের আয়োজন দেখে বেশ ভালো লাগলো দাদা। দাদা আপনাকে তো খুব সুন্দর করে বরণ করে নিলো বোন হিসেবে আমার হিংসা হচ্ছে হি হি হি। অনেকগুলো খাওয়া দাওয়ার আইটেম তাছাড়া জামাইষষ্ঠীতে তো আপনাকে বেশ সুন্দর সুন্দর গিফট দেওয়া হলো। আর আপনারাও তো অনেক কিছু গিফট নিয়ে গেলেন। বৌদিভাই তো বেশ আগে থেকেই কেনাকাটা শুরু করে দিয়েছিলেন। অনেক ভালো লাগলো এত সুন্দর একটি মুহূর্ত আপনি আমাদের সাথে শেয়ার করলেন।

 2 months ago 

বিশাল আয়োজন!
এতো খাবার একসাথে দারুণ ব্যাপার।
তবে যেটা লুকিয়েও লুকানো যাচ্ছেনা সেটা হলো,আপনাদের দু ভাইয়ের ভুড়ি ,হাহাহা।

 2 months ago 

দাদা জামাই ষষ্ঠীর খাবার গুলো দেখে লোভ লেগে গেল। যাইহোক দাদা খুব সুন্দর ভাবে জামাই ষষ্ঠী উদযাপন করেছেন। তবে এটা ঠিক এতগুলো খাবার সবার দ্বারা একসাথে খাওয়া সম্ভব হয়ে উঠবে না। অনেক অনেক ধন্যবাদ দাদা আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.032
BTC 63891.49
ETH 2753.67
USDT 1.00
SBD 2.66