সমালোচনা গঠনমূলক হোক ।।০৯ সেপ্টেম্বর ২০২৩steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ11 months ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।আজকে আমি একটি সাধারণ তবে তাৎপর্য আছে এমন বিষয় নিয়ে আলোচনা করবো।এই সমাজে হরেক রকম লোকের বসবাস।হাতের পাঁচ আঙ্গুল যেমন এক হয়না তেমনি সব মানুষের মানসিকতা ও এক হয় না।তবে সবাই সুস্থ ও সুন্দর ভাবে বসবাস করার জন্য একটা সুন্দর পরিবেশের বড়ই দরকার।বন্ধুরা আজকে আমার বিষয় "কোনটা সমালোচনা আর কোনটা অর্থহীন নিন্দা " সেই বিষয় নিয়ে ঈষৎ আলোচনা করবো।আশা করি আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে।মানুষ মানুষকে বিচার করে সহজাত হিসেবেই।

image.png

Image taken from pixabay.com


কারো কাছে যে লোকটা ভালো অন্যের কাছে সে স্বাভাবিক ভাবেই খারাপ ও হতে পারে।ভালো মন্দ বিচার হয় মানুষটার ব্যবহার ও চিন্তাভাবনার প্রতিফলন দেখে।তাই একটা লোকের সবার কাছে ভালো ব্যবহার থাকবে সেটা বলা যায় না।পরিস্থিতির কারণে অনেক সময় ব্যবহার ঠিক থাকে না আর এই ক্ষণিক পদস্খলন ব্যক্তিত্বে একটা খারাপ প্রভাব ফেলে।

সমালোচনা কি?

সমালোচনা একটা গুরুত্বপূর্ণ শব্দ আমাদের সমাজ বিজ্ঞানে। দোষে গুনে মানুষ তাই করো ভুল গুলো ধরিয়ে সেখান থেকে উন্নতি করার যে প্রবল প্রচেষ্টা তাকে সমালোচনা বলে।সাধারণ ভাবে বলতে গেলে সমালোচনা হলো কোনো মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের ত্রুটি গুলো কে যুক্তির সাথে সামনে তুলে ধরা।এটা একটা গঠনমূলক কার্যক্রম।এই সমালোচনা ব্যক্তিত্বের উন্নতি সাধনে খুব ভালো অবদান রাখে।যেকোনো কাজে ভালো সমালোচকের একান্ত দরকার।কারণ একজন ভালো সমালোচক নিঃসন্দেহে খুব ভালো জ্ঞান ও দক্ষতা রাখেন।আর উনার এই প্রজ্ঞতা কে কাজে লাগিয়ে যে কেউ তার খামতি টা কে পরিপূর্ণ করে নিতে পারে।

অর্থহীন সমালোচনা বা তর্ক কি?

আজকাল ভালো বাংলায় অর্থহীন সমালোচনাকে গালিগালাজ বলে।আর সমালোচনার নামে এই বাজে অভ্যাস টা আমাদের সমাজে খুব দেখা যায়।কিন্তু দুঃখের বিষয় হলো এটাই সত্যি যে এই প্রবণতা দিন দিন বেড়েই চলেছে।এটা খুব নেতিবাচক প্রভাব ফেলছে আমাদের সমাজে।আর আমরা এতে করে আরো উত্তেজিত হয়ে পড়ছি আর আমাদের চিন্তা ভাবনায় অবনতি এসে যাচ্ছে।এখন কথা হলো মানুষ কেন এই অর্থহীন তর্কে লিপ্ত হয়।কারণ মানুষের একটা সহজাত দিক আছে সেটা হলো যেকোনো নেতিবাচক কার্যক্রমে গভীর আগ্রহ।মানুষ নিজের শিক্ষা ও প্রচেষ্টা কে কাজে লাগিয়ে নিজেরই এই বাজে দিকটাকে শুধরে নেয়।

আমাদের নিজেদের প্রয়োজনে এই আজে তর্ক থেকে নিজেকে দূরে রাখতে হবে।একটা সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ মানসিক উন্নয়নের জন্য খুবই সহায়ক।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

Sort:  
 11 months ago 

এই সমালোচনা বেশি হয় ভাই গ্রাম অঞ্চলে। কথাটা এর জন্য বললাম গ্রামাঞ্চলে মেয়েরা এক বাড়ি থেকে আরেক বাড়িতে বেশি চলাচল করে। আর গ্রামের মেয়েদের কাজই হলো একে অন্যের সমালোচনা করা। আর এদের ভাবনা চিন্তা গুলো অনেক নিম্নমানের। সমালোচনা করা ভালো কিন্তু সেই সমালোচনা অবশ্যই গঠনমূলক হতে হবে যেন ওই সমালোচনার মধ্য দিয়ে মানুষের উপকার হয়।

Posted using SteemPro Mobile

 11 months ago 

চমৎকার একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করেছেন দাদা।এটা সত্যি একজন ভালো সমালোচক খুব বেশি দরকার।কিন্তু অর্থহীন সমালোচনা থেকে আমাদের বেড়িয়ে আসতে হবে।এমন সমালোচলা আমাদের দরকার নেই যা কিনা আমাদের মাঝে নেতিবাচক প্রভাব ফেলে।আজেবাজে সমালোচনা বা তর্ক থেকে আমাদের বের হয়ে আসতে হবে।ধন্যবাদ দাদা সুন্দর এই বিষয়টিকে নিয়ে সুন্দর কিছু কথা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 11 months ago 

অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে লিখেছেন আজকে। হ্যাঁ এটা সত্য যে একজন মানুষ সবার কাছেই ভালো হতে পারে না কারণ সবার রুচি তো একরকম না। আর যদি তর্ক করার কথা বলি তাহলে আমি বলব তর্কের চেয়ে গালিগালাজি বেশি করে। আমার মতে অহেতুক কোন টপিক নিয়ে কথা না বলাই ভালো।

Posted using SteemPro Mobile

 11 months ago 

যথার্থ বলেছেন দাদা। সমালোচনার মাধ্যমে মানুষের দোষ বা কমতির জায়গা গুলো নিয়ে কাজ করে তা উন্নত করা যায়। আবার রাষ্ট্রের ক্ষেত্রেও নতুন কোন প্রোজেক্ট এর সমালোচনার মাধ্যমে তার ভালো দিক, খারাপ দিক সব জনগণের সামনে আসে৷ সমালোচনা যদি গঠনমূলক হয়, সেটি ভালো। কিন্তু বর্তমানে সমালোচনার বদলে পরচর্চা বা পরনিন্দাটাই বেশি দেখা যায় যা অমূলক।

Posted using SteemPro Mobile

 11 months ago 

খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আলোচনা করেছেন দাদা।গঠনমূলক সমলোচনার মাধ্যমে দোষগুলো আরোও উন্নত করা যায়। কিন্তু অর্থহীন সমলোচলা বা তর্ক অনেকটাই নেতিবাচক প্রভাব ফেলে।

 11 months ago 

ঠিক বলছেন দাদা সমালোচনা এবং অর্থহীন আলোচনার মধ্যে অনেক পার্থক্য আছে। তবে একটা মানুষের মধ্যে ভালো-মন্দ থাকতে পারে। খুব সুন্দরভাবে সেই আলোচনার মাধ্যমে একজন মানুষের উপকারে আসে। একজন মানুষের ভালো দিক যেমন আলোচনা করা যায়। তেমনি মন্দ গুণ গুলো তুলে ধরা যায়। তার মাধ্যমে সে মানুষ অনেকটা শুধরে নিতে পারে। কিন্তু অর্থহীন আলোচনা গুলো একদম ভালো লাগে না। আলোচনার বিপরীতে অনেক নিন্দা মূলক কথাগুলো শেয়ার করা হয় সেখানে। অনেক ভালো লেগেছে আপনার সুন্দর একটি টপিক্স পড়তে পেরে।

 11 months ago 

গঠনমূলক সমালোচনা বিশাল ভুমিকা রাখে ব্যক্তি, সমাজ, জাতি গোষ্ঠী সর্বত্রই। এছাড়া দেশ এবং আন্তর্জাতিক প্রাঙ্গণেও। সমালোচনা হোক গঠনমূলক।

কিন্তু কিছু মানুষের কাজ দেখলে সমালোচনা করার আগে মনে চায় মাইর দিয়ে আসি আগে। 😂

 11 months ago 

আপনি ঠিক বলেছেন দাদা সমালোচনা আর অর্থহীন সমালোচনার মধ্যে অনেক পার্থক্য।আর বর্তমান আমাদের সমাজে অর্থহীন সমালোচনা বেশি চলে।আসলে ভাইয়া সমালোচনা গঠন মূলক হলে অনেক ভালো লাগে। ধন্যবাদ দাদা শিক্ষামূলক একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 months ago 

চমৎকার একটা বিষয় বেশ সুন্দরভাবে সামনে নিয়ে এসেছেন আজ দাদা, সত্যি বলতে আমরা কেন জানি মানুষের গঠনমূলক সমালোচনা করতে ভয় পাই। আর অন্য দিকে যতটা সম্ভব তার ব্যাপারে অর্থহীন কিংবা নেতিবাচক সমালোচনা করতে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমরা গঠনমূলক সমালোচনা করতে চাই না, কারন তাতে সে নিজের ভুলগুলো সহজেই সংশোধন করে নিতে পারবে, আর সেটা আমরা সহ্য করতে পারবো না। আদতে আমরা আজকাল কালো ভালো সহ্য করতে পারি না। ধন্যবাদ

 11 months ago 

দাদা আমাদের সমাজে ভালো সমালোচকদের বড্ড অভাব। অপরদিকে তর্ক করা মানুষদের সংখ্যা খুবই বেশি। যেটা অবশ্যই নেতিবাচক প্রভাব পড়ে। মানুষ সুযোগ পেলেই পরনিন্দা করে এবং অহেতুক তর্কে লিপ্ত হয়। যদি অল্প সংখ্যকও ভালো সমালোচক থাকতো, তাহলে সমাজের চিত্রটা পাল্টে যেতো। যাইহোক এতো গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59493.68
ETH 2649.33
USDT 1.00
SBD 2.45