জীবনের অভিজ্ঞতা।।১৬ ডিসেম্বর ২০২২

in আমার বাংলা ব্লগ2 years ago

1000014067.jpg

Image taken from pixabay.com


হ্যালো বন্ধুরা,কেমন আছেন?আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।অনেক দিন পর আবার জীবন সম্পর্কে কিছু লিখতে চলে এসেছি।আসলে জীবন সম্পর্কে কিছু লিখতে প্রয়োজন নেই দক্ষতা কিংবা মেধার।প্রয়োজন পড়ে অভিজ্ঞতা ও গভীর উপলব্ধির।মানুষ ছোট থেকে নানা পরিস্থিতির মধ্য দিয়ে নানান অভিজ্ঞতা অর্জন করে।আর একটু একটু করে বড় হয়।এটাই মানুষের স্বাভাবিক জীবনের ধারাবাহিক পরিবর্তন।

ভালো হোক কিংবা মন্দ সব কিছুই একটা অভিজ্ঞতার জন্ম দেয়।সেই অভিজ্ঞতা গুলো আমাদের আগামী দিনগুলোতে সঠিক বা ভুল সিদ্ধান্ত নিতে সহায়ক হয়।তো বন্ধুরা আজকে আমি জীবনের অভিজ্ঞতা ও তার প্রভাব নিয়ে একান্ত নিজস্ব দৃষ্টিভঙ্গির নিরিখে কিছু বলতে চলেছি।আপনাদের গঠনমূলক মন্তব্য আশা করি যা আমার লেখার মানকে আরো উন্নত করে।

অভিজ্ঞতা আসলে কি?

এটা একটা বিমূর্ত ধরনা।কোনো ঘটনা ও তার ফলাফল আমাদের মনে এক ধরনের চেতনার জন্ম দেয়।যাকে আমরা পরবর্তীতে অনুরূপ ঘটনার সাথে সম্পৃক্ত করতে পারি এবং তার ফলাফল অনুমান করতে পারি।তাহলে অভিজ্ঞতা হলো এমন একটা চেতনা যা আমাদের কোনো বিশেষ ঘটনা সম্পর্কে দূরদৃষ্টিস্পন্ন করে তোলে।

1000014068.jpg

Image taken from pixabay.com

বয়সের সাথে অভিজ্ঞতার সম্পর্ক

বয়সের সাথে অভিজ্ঞতা বাড়ে এটাই জীবনের স্বাভাবিক নিয়ম।কিন্তু সবার ক্ষেত্রেই কি এই নিয়ম প্রযোজ্য?সবাই কি ঠিকঠাক অভিজ্ঞ হতে পারে কোনো বিশেষ বিষয়ে?আমার নিজস্ব ধারণা বলে হ্যাঁ,সবাই অভিজ্ঞ হয়।কিন্তু অভিজ্ঞতার প্রয়োগ ঠিকঠাক করতে পারে না।এটা অবশ্য পরিস্থিতি ও মানসিক অবস্থার উপর নির্ভর করে।

ধরুন একজন ক্রিকেট প্লেয়ার ১৫ বছর দেশের হয়ে খেলছেন এবং অন্যজন ১০ বছর দেশের হয়ে খেলছেন।তাহলে কে বেশি অভিজ্ঞ?

উত্তর সহজ প্রথম জন।কিন্তু খেলার মাঠে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় জন বেশি সঠিক।তাহলে এখানে কি অভিজ্ঞতা মার খেয়ে গেলো ? আমার উত্তর ,না।আসলে এখানে ভাগ্য একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে।তাই দ্বিতীয়জন সুবিধা পেয়েছে।

আজ এই পর্যন্ত পরের অংশ আগামী পোস্টে এ উপস্থাপনের চেষ্টা করবো।ভালো থাকবেন সবাই।

Sort:  
 2 years ago 

আমাদের বাস্তব জীবনে চলার পথে বিভিন্ন যুক্তিতর্কের সাথে আমরা বেড়ে উঠি। আসলে যে কোন সিদ্ধান্ত নিতে হলে তার দিক বিবেচনা করতে হবে। হঠাৎ করে যে কোন সিদ্ধান্তে উপনীত হলে ওই সিদ্ধান্তটা সঠিকভাবে যুক্তি যত নাও হতে পারে। মানুষের অভিজ্ঞতা তার কাজের দ্বারাই হয়ে থাকে। এখানে যুক্তির কোন প্রয়োজন হয় না। অনেক সুন্দর লিখেছেন দাদা আপনার লেখাটি পড়ে খুব ভালো লাগলো।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Hi @blacks,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

শেষের প্রশ্নটি নিয়ে কোন মন্তব্য করবো না। তবে হ্যা, শুরুটা দারুণ বলেছেন এবং অভিজ্ঞতা নিয়ে সুন্দর একটা রেখাচিত্র অংকন করেছেন। সত্যি আমাদের বাস্তব জীবনে চলার পথে নানা বিষয়ের সাথে আমাদের সংযুক্তি ঘটে, তারপর সেই সংযুক্তির সাথে সম্পৃক্ততা বাড়ে আর আস্তে আস্তে আমাদের মাঝে সেটার সম্পর্কে দারুণ কিছু উপলব্ধি কিংবা অনুভূতি তৈরী হয়, যা পরবর্তীতে সেই সংযুক্তির ব্যাপারে আগাম কিছু ধারণা তৈরীর পথ সুগম করে। এই ধারণাটিকেই আমরা অভিজ্ঞতা হিসেবে চিহ্নিত করে থাকি। ধন্যবাদ

 2 years ago 

দারুণ বলেছেন দাদা অভিজ্ঞতার সঙ্গে ভ‍াগ‍্য টাও বেশ ভালো ফ‍্যাক্টর হিসেবে কাজ করে। তবে জীবনে যে মানুষ যত বেশি পরাজিত যত বেশি ব‍্যর্থ তার ততবেশি অভিজ্ঞতা। কারণ সে জেনে যায় তার হেরে যাওয়ার কারণ যেটা সফল হওয়া ব‍্যক্তি জানে না।

বাহ.... বেশ সুন্দর লিখেছো তো দাদা। অনেকদিন পর তোমার একটা লেখা আমি পুরোপুরি সুষ্ঠুভাবে বুঝতে পারলাম। যাইহোক পরবর্তী অংশে কি নিয়ে আসবে সেটা জন্য অপেক্ষা করলাম।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 

ধরুন একজন ক্রিকেট প্লেয়ার ১৫ বছর দেশের হয়ে খেলছেন এবং অন্যজন ১০ বছর দেশের হয়ে খেলছেন।তাহলে কে বেশি অভিজ্ঞ?
উত্তর সহজ প্রথম জন।কিন্তু খেলার মাঠে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় জন বেশি সঠিক।তাহলে এখানে কি অভিজ্ঞতা মার খেয়ে গেলো ? আমার উত্তর ,না।আসলে এখানে ভাগ্য একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছে।তাই দ্বিতীয়জন সুবিধা পেয়েছে।

বাস্তবতা বড়ই নিষ্ঠুর ভাই। কারো ভাগ্য খোলে, কেউ হারিয়ে যায়।

তবে যথার্থ লিখেছেন।

 2 years ago 

কথাটা সত্যিই যে অভিজ্ঞতার পাশাপাশি ভাগ্যের জোর বড্ড প্রয়োজন। অভিজ্ঞতা যেমন কোনো কাজের আগে সচেতন করে দেওয়ার সাথে সাথে বাঁধাও দেয়। তেমনি অভিজ্ঞতা কম অথচ ভাগ্য সহায় থাকলে সেই জোরেই কাজ বের হয়ে যায়।

 2 years ago 

বয়সের সাথে সাথে অভিজ্ঞতা ব্যবহারে এটা যেমন স্বাভাবিক।খেলার মাঠে যে প্রশ্নটি ছুঁড়ে দিয়েছেন সেটি সাথে আমি সহমত পোষণ করছি।কখনো কখনো ভাগ্যটা ও অভিজ্ঞতা কে হার মানিয়ে দেয়।আপনার জীবনের চমৎকার কিছু উপলব্ধি আজ আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।আপনার আজকের পোস্টটি যথার্থ ছিল দাদা।আমার কাছে দারুন লেগেছে শুভকামনা আপনার জন্য♥♥

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 76491.72
ETH 3050.14
USDT 1.00
SBD 2.62