বৃদ্ধ বয়সে একাকীত্বতা মানসিক অস্থিরতা ও বিকৃতি তৈরী করে ।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

image.png

Image
ভারতীয় রীতিনীতি ও সংস্কৃতি আমাদের গর্ব।ভারত একটি বহু জাতি ভাষা ও সংস্কৃতির এক বিশাল মিলন মেলা।এই বহু জাতির মধ্যে বাঙালি জাতি বিশেষ খ্যাতি সম্পন্ন।এক সময় এই সমগ্র ভারতবর্ষের পথপ্রদর্শক ছিলো এই বাঙালি জাতি।যদিও আজ বাঙালির সেই গৌরবময় দিন নেই।যে জাতি ছিলো এক সময় সারা দেশের অনুসরনীয় সেই জাতি আজ অনেক পিছিয়ে পড়েছে।তার জন্য দায়ী আমাদের কর্ম বিমুখতা ও উন্নাসিকতা ।

বর্তমান সময়ে সারা পৃথিবী জুড়ে করোনা মহামারির বাড়বাড়ন্ত।এই মুহূতে ভারতের অবস্থা খুবই আশঙ্কাজনক।এই বিশাল জনসংখ্যা ও ঘনত্বের দেশে এটা সত্যিই বড় উদ্বেগের বিষয়।

image.png

Image
এমতবস্থায় সরকার প্রশাসন ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন সকল স্বাস্থ্য বিধি মানতে।সামাজিক দুরুত্ব বজায় রাখা হাত ধোয়া ও মুখে musk ব্যবহার করাই হলো এই মহামারির বিরুদ্ধে সফল অস্ত্রশস্ত্র।

কে কখন কোথায় কার দ্বারা সংক্রমিত হবে বোঝা ও বলা খুবই মুশকিল।তাই আমরা শুধু family members ছাড়া এই সময়ে কাউকেই ঘরে ঢুকতে দিচ্ছি না।যেহেতু বাড়িতে বাচ্চা ও বয়স্ক মানুষ রয়েছে ।

এই জন্য আমরা আমাদের সংস্কার বিরুদ্ধ কাজ করছি শুধু বাঁচার ও বাঁচানোর লক্ষ্যে।তাই কোনো কাজে কোনো লোক এলে তাকে বসতে বলা হচ্চে না বরং বাইরে থেকে কাজ সেরে ফিরিয়ে দেয়া হচ্ছে।সকল সুস্হ মস্তিষ্কের মানুষেরা এই বাস্তবতা বুঝতে পারছে তাই কেউই mind করছে না।

কিন্তু হাতের পাঁচ আঙ্গুল যেমন এক নয় তেমনি সবাই সুবিবেচক সেটা ভাবাও উচিত নয়।এমনি এক অদ্ভুত মহিলা আমাদের apartment এ থাকে।মেয়ে ছেলে নিজেদের স্বার্থে তাদের মা কে একা ফেলে রেখেছে।এই মহিলা এমনিতেও পরশ্রীকাতর ও হিংসুটে।কারোই ভালো দেখতে পারে না।

তাই আজকে একদম সামান্য সূত্র নিয়ে অযাচিত হয়ে আমাদের পরিবার কে অপমান করে গেল।তার অভিযোগ কেন তার সাথে দূরে দূরে দাঁড়িয়ে কথা বলেছি।কেন দরজা খুলে থাকে ঘরে ঢুকতে দিনি।

তাকে virus এর সাবধানতা বুঝলে ও সে বিষয় টা মানতে নারাজ ও অনেক খারাপ কথা শুনিয়ে দিয়ে গেল।এই হলো আমাদের দেশের কিছু মানুষের মানসিকতা।এর জন্যই এই মহামারির বিরুদ্ধে আমাদের সংগ্রাম কঠিন হয়ে যাচ্ছে ।এই সব মানুষ পরিবার বর্জিত হইয়ে এক প্রকার মানুষিক রোগী হয়ে গেছে।

এই সমাজে এটা একটা সাধারণত ঘটনা।আমাদের সন্তানদের এই বিষয়ে নজর দেওয়া উচিত।আর নিঃসঙ্গতা যেন তাদের মানসিক বিকৃতি না ঘটায় সেটাও দেখা উচিত।

Sort:  
 3 years ago (edited)

অনেক ভালো লিখেছেন। আপনার লেখাগুলো নিয়মিত পড়ি।অনেক ভালো লেখেন আপনি।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ।।

 3 years ago 

দাদা ঠিক বলেছেন।এইরকম অসচেতন এবং উদাসীন মানুষেরা সমাজের জন্য খুবই ভয়ানক।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে ।।

 3 years ago 

এমন ঘটনা আমাদের এখানেও ঘটছে এবং আমাকেও মাঝে মাঝে এরকম সমস্যা ফেস করতে হয় ।কারণ আমি প্রতিনিয়ত চেষ্টা করি নিজেকে সুরক্ষিত রাখার জন্য কিন্তু আমার আশেপাশের লোকজন ভীষণ অসচেতন তাদের জন্য আমাকে ভীষণ চিন্তায় থাকতে হয় ।

 3 years ago 

একদম ঠিক ।কিছু অবিবেচক জন্য পরিস্থিতি জটিল হচ্চে ।

ভাই, আমরা বাঙ্গালী আমাদের মাঝে শিক্ষা,সংস্কৃতি, ধর্ম সব ই আছে কিন্তু কর্ম ঠিক নেই। দিন দিন নৈতিকতার দার বন্ধ হয়ে যাচ্ছে তো যাচ্ছেই। মানসিকতা যে কবে পরিবর্তন হবে সেটা মালিক জানে।!

আপনার বেশ কিছু লিখা আজ পড়লাম খুব ভালো লেগেছে... আমাদের মানুসিকতার সমস্যর জন্য এই পরিনাম।

मुझे आशा है कि यह सारी आपदा जल्द ही समाप्त हो जाएगी

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 58118.57
ETH 2462.81
USDT 1.00
SBD 2.38