আমার কবিতার খাতা থেকে:হঠাৎ অভিমানে পুড়তে
হ্যালো বন্ধুরা ,আজকে আমি আবার আমার কবিতার খাতা থেকে একটি কবিতা আপনাদের সাথে ভাগ করে নিতে চলেছি ।আপনাদের একটু ভালো লাগলেই আমার লেখা পূর্ণতা পাবে ।
আমার যত সত্যি আর কিছু মিথ্যে আছে
আমি রাখিনি কিছুই তোমার অজানা
আমার শক্তি আমার ইচ্ছে তোমার নিজস্ব ধারণা,
নির্দিষ্ট কিছু বৃত্তে তোমায় ঘিরে আমার আনাগোনা।
অনেক কাহিনির কোণে কোণে জমে যায় মিথ্যে
তার অন্ধকারে তৈরি হবে ভাঙা সম্পর্কের ভিত্তি
তাই সেখানে তোমার হোক উজ্জ্বল উপস্থিতি,
এখানে রেখো না কোনো অযাচিত আপত্তি।
আমি রাখিনি কিছুই তোমার অজানা
আমার শক্তি আমার ইচ্ছে তোমার নিজস্ব ধারণা,
নির্দিষ্ট কিছু বৃত্তে তোমায় ঘিরে আমার আনাগোনা।
অনেক কাহিনির কোণে কোণে জমে যায় মিথ্যে
তার অন্ধকারে তৈরি হবে ভাঙা সম্পর্কের ভিত্তি
তাই সেখানে তোমার হোক উজ্জ্বল উপস্থিতি,
এখানে রেখো না কোনো অযাচিত আপত্তি।
তুমি হাসতে পারো হঠাৎ অভিমানে পুড়তে
তুমি নদী ভালোবাসো কখনো ডুবতে
আমি এই বিশৃঙ্খলায় বাকরুদ্ধ দর্শক
এভাবেই চলুক সময় এভাবে ভালোবাসা হোক।
জমে যাওয়া ব্যাথার হিমবাহে একদিন
আমি অনুপ্রবেশ করি নিষিদ্ধ আবেগে
বয়ে যাক এ জমা ব্যাথা মৃত সৈন্যের স্মৃতি ধুয়ে
আমার দুরন্ত ইচ্ছেরা ঘোরেফেরে দুর্ঘটনা হয়ে।
তুমি নদী ভালোবাসো কখনো ডুবতে
আমি এই বিশৃঙ্খলায় বাকরুদ্ধ দর্শক
এভাবেই চলুক সময় এভাবে ভালোবাসা হোক।
জমে যাওয়া ব্যাথার হিমবাহে একদিন
আমি অনুপ্রবেশ করি নিষিদ্ধ আবেগে
বয়ে যাক এ জমা ব্যাথা মৃত সৈন্যের স্মৃতি ধুয়ে
আমার দুরন্ত ইচ্ছেরা ঘোরেফেরে দুর্ঘটনা হয়ে।
Support @amarbanglablog by Delegation your Steem Power
100 SP | 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP |
দাদা ,অনেক সাবলীল উপস্থাপনা। ভালোবাসা ও শুভকামনা রইল
আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো।।
আপনার উপস্থাপনা সত্যি অসাধারন আর আপনার কবিতা বরাবরের মতই চমৎকার।। আপনি অনেক টেলেন্টেড একজন মানুষ।
আপনার কন্টেন্ট গুলো ও খুবই মানসম্মত।অনেক ধন্যবাদ।।
ধন্যবাদ ভাই। আমি নিয়মিত নতুন কিছু শিক্ষতে পছন্দ করি ভাই।
কবিতাটির মধ্যে অনেক গভীরতা,অনেক ব্যাথা,অনেক অভিমান, অনেক ভালোবাসা এবং মিথ্যে কাহিনী লুকিয়ে আছে।সবমিলিয়ে দুর্দান্ত কবিতাটির লেখনি।ধন্যবাদ দাদা।
সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।।জীবন মানেই বৈচিত্র্য।।
জাস্ট ওসাম, মাঝের লাইনগুলো অসম্ভব সুন্দর হয়েছে, শব্দগুলোর চয়ন যথেষ্ট ভালো ছিলো দাদা। ধন্যবাদ আপনাকে।
আপনাদের ভালো লাগাই লেখার স্বার্থকতা।।
সুন্দর লেখনী আগের মতোই। শুভেচ্ছা রইল আপনার জন্য।
আপনার কবিতা বরাবরের মতই চমৎকার।। আপনি অনেক টেলেন্টেড একজন মানুষ।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া
খুব সুন্দর । তোমার কবিতার মধ্যে আমি বেশি বাস্তবতা ও গভীরতা খুঁজে পাই। এক কথায় অনবদ্য লেখনী। খুব সুন্দর হয়েছে বন্ধু।
তোমাকে অনেক ধন্যবাদ।।
অসম্ভব একটা গভীর বাস্তবতা লুকানো একটা কবিতা। আপনি দুর্দান্ত কবিতা লেখেন।
সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।।