আমার কবিতার খাতা থেকে : মিথ্যে এই আলাপচারিতায়

in আমার বাংলা ব্লগ3 years ago

_DSC0128yhh.jpg

Taken from my stock.previous used as PP


BoC- linet.png

হাওয়ায় কান পাতি

শুনি রসিকতা

আর মিথ্যে ভালোবাসার কথা।

জানি এই সব মিথ্যে

সময় কেটে যায় অবসর থেমে যায়।

তুমি হারিয়ে যাবে জানি

তবুও ভালোবাসি।

আর কত মিথ্যে দিয়ে

সাজাবে এ ঘর?

ভেঙে যাবে একদিন

হবে সব ধূলিসাৎ।

স্বার্থের জন্য আর কত নিচে নামবো?
নামতে নামতে।
একদিন দিন বাড়ি ফিরি
রাত হয়ে যায় অনেক দেরি
তুমি হাতে নিয়ে বিজয় মশাল
আমি যেতে পারিনি,
শুনেছি তুমি হেসেছো
হাতে নিয়ে মশাল বারংবার।
তোমার উৎসব মানুষের মুখে মুখে
রূপকথা হয়ে বাঁচুক,
জোছনা রাতের বিস্ময় হয়ে।
স্বার্থের জন্য আর কত
নিচে নামবো?

BoC- linet.png

_DSC0091.jpg

Taken from my stock.previous used as PP


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


image.png

png_20211106_204814_0000.png

Beauty of Creativity. Beauty in your mind.
Take it out and let it go.
Creativity and Hard working. Discord

image.png

Sort:  
 3 years ago 

মিথ্যে প্রেমের মিথ্যে হাসি
বড়ই সর্বনাশী
মশাল হাতে সুরঃ তুলছে
মুগ্ধ করা বাঁশি।

মিথ্যে তোমার প্রেমালাপ
মিথ্যে ভালোবাসা
এই নিয়ে ঘর বাঁধবো
এখনো সেই আশা।

ভন্ড প্রেমি তুমি আমার
দিয়েছো তাই ফাঁকি
ভালোবাসি আজও তোমায়
বলছে দুটি আঁখি

কি চমৎকার কবিতা দাদা
হয়েছে ফাটাফাটি
প্রেমে ভরা কবিতা তোমার
সোনার চেয়েও খাঁটি♥♥

 3 years ago 

খুবই সুন্দর একটি কবিতা হৃদয় স্পর্শগ্রাহী। আজকাল এমনি হইতেছে ভাই ।স্বার্থের জন্য সব কিছু ছেড়ে দেয় ভালোবাসা তো দূরের কথা ।এমন মানুষ ও আছে ভুলে যায় স্মৃতি নতুন কিছু পেয়ে 😢 ।তাই সৃষ্টি কর্তাছাড়া কাউকে বিশ্বাস করা উচিৎ নয়।

আর কত মিথ্যে দিয়ে
সাজাবে এ ঘর?
ভেঙে যাবে একদিন
হবে সব ধূলিসাৎ

ঠিকই ভাই কতো দিন আর মিথ্যা দিয়ে বেচে থাকবে ।একদিন ধরা পরবেই তখন আর পথ পাবে না খুজে ।

Thanks for sharing your post with us but really i not understood due to language barrier,

Thanks for sharing with us.

#affable

#india

 3 years ago 

কবিগুরু ব্লাক দা ওয়াও অসাধারণ কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়তে মন চায় খুব সুন্দর করে মিষ্টি ভাষায় কবিতা লিখেন।

হাওয়ায় কান পাতি
শুনি রসিকতা
আর মিথ্যে ভালোবাসার কথা।

আপনার এই কবিতার লাইনগুলো মিথ্যে না এগুলো বাস্তব চিরসত্য। আমাদের সাথে এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য ভালোবাসা অবিরাম দাদা।

দাদা অনেক সুন্দর একটা কবিতা শেয়ার করেছেন আপনি। পড়ে অনেক ভালো লাগলো। আপনার প্রতিটা কবিতাই অনেক সুন্দর হয়। আজকের টাও কোন অংশে কম না দাদা। শুভেচ্ছা ও ভালোবাসা রইল দাদা অবিরাম।

 3 years ago 

রূপকথা হয়ে বাঁচুক,
জোছনা রাতের বিস্ময় হয়ে।

দাদা অসাধারণ সুন্দর একটি কবিতা আপনি আমাদের উপহার দিয়েছেন। কবিতার মাধ্যমে অনেক কিছু বুঝেছেন আপনি। কবিতার প্রতিটি লাইনে খুবই সহজ সাবলীল ভাষা ব্যবহার করেছেন। কবিতাটি পড়ে আমার অনেক ভালো লেগেছে।

দাদা আপনার সবগুলো কবিতাই অনেক সুন্দর হয়। আপনে বাস্তব চিত্রকে আপনার কবিতার মাঝে ফুটিয়ে তোলেন। আজকের কবিতাটা অনেক সুন্দর হয়েছে। তবে এর সারর্মমটা বোঝা একটু কষ্ট সাধ্য হতে পারে। আপনার জন্য শুভ কামনা এবং ভালোবাসা দাদা।
 3 years ago 

ওয়াও দাদা খুব সুন্দর কবিতা লিখেছেন তো মিথ্যে এই আলাপচারিতায়।
আপনার কবিতার প্রতিটি লাইন আমার দারুণ লেগেছে।

তুমি হারিয়ে যাবে জানি
তবুও ভালোবাসি।

এই জায়গায় টা আমার অনেক ভালো লেগেছে দাদা।
অনেক ধন্যবাদ দাদা এতো সুন্দর কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

দাদা সত্যি আপনার কবিতাগুলো আমার খুবই ভালো লাগে। আপনি খুবই সুন্দর কবিতা লিখেছেন। কবিতার প্রতিটা লাইন আমার অনেক ভালো লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে আজকের কবিতা লিখেছেন, আপনার কবিতার মধ্যে আজকে বাস্তব কথা উঠে উঠেছে। এটি একদম সত্য আপনার কবিতাটা সত্যি বাস্তব মুখী। আপনার জন্য রইল শুভকামনা

 3 years ago 

দাদা,আপনি খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন মিথ্যে আলাপচারিতা। কবিতা নামটি খুবই সুন্দর। জি দাদা, আমরা স্বার্থের জন্য আর কত নিচে নামবো। আপনার কবিতার অর্থগুলো জীবন্ত।আপনার কবিতার মধ্যে আপনি বাস্তবিক দিকগুলো তুলে ধরেন।আপনার প্রতিটা কবিতা সবসময় আমার খুবই ভালো লাগে। কবিতার এই অংশটি আমার খুবই ভালো লেগেছে।

স্বার্থের জন্য আর কত নিচে নামবো?
নামতে নামতে।
একদিন দিন বাড়ি ফিরি
রাত হয়ে যায় অনেক দেরি
তুমি হাতে নিয়ে বিজয় মশাল
আমি যেতে পারিনি,
শুনেছি তুমি হেসেছো
হাতে নিয়ে মশাল বারংবার।

অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.14
JST 0.030
BTC 66937.04
ETH 3270.78
USDT 1.00
SBD 2.74