আমার কবিতার খাতা থেকে :অন্ধকার

in আমার বাংলা ব্লগ2 years ago

4.jpg

Taken from my stock.previous used as PP


BoC- linet.png


তুমি আলোর মিছিলে নিয়ে

সারা শহর জুড়ে দাপিয়ে বেড়াচ্ছো

আমি সারা দেহে যন্ত্রনা নিয়ে

একটু জল খুঁজি,

এই চিতা নিভবে যে কবে?

কেউ মুখ বুঝে লড়ে যায়

একটু ভালো থাকার ইশারায়,

কত ভাঙা গড়া হৃদয়ে হৃদয়ে

কে খবর রাখে!

বড় আকাল ডাক পিয়নের।

অন্ধকারে ঢেকে যাবে একদিন
এই বাড়ি এই বিস্তর আয়োজন
হাসির কবিতায় দুঃখের
অকাল বসন্তের ছোঁয়া।
তবুও জীবন চলবে
একটু নিয়মে অনেকটা বে-খেয়ালে,
তবে বেঁচে আছি এটাই আশা জাগাবে।
কাউকে না কাউকে তো পুড়তে হবে
এই দুর্ভাগ্য আর জীবনের বৈচিত্র্যে,
তবেই আলো ফিরবে
ময়দানে ময়দানে বসবে আলোর উৎসব।
আমি ফিরে যাবো নিজেকে
পুড়িয়ে সময়ের আবেদনে
আর আবেগের দারুণ বিস্ফোরণে।

BoC- linet.png



Taken from my stock.previous used as PP

Sort:  
 2 years ago 

দাদা বরাবরই আপনার কবিতাগুলো অনেক সুন্দর লিখেন। আপনার কবিতাগুলো যখন পড়ি তখন মনে হয় নিজেকে হারিয়ে ফেলেছি কোথায় যেন।

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



 2 years ago 

দাদা কবিতার হাত আপনার খুলে গেছে। চালিয়ে যান। ছন্দ মিল গুলোও হয়েছে দারুণ।

 2 years ago 

আপনার শেয়ার করা ছবিগুলো দারুণ শান্তি দেয়🙌🏻@blacks

 2 years ago 

অসাধারণ সুন্দর হয়েছে দাদা আপনার কবিতাটি। আপনার এ কবিতাটি মোট ছয়বার পড়লাম তার পরে মন ভরল না। অনেক সুন্দর সহজ ভাষা ব্যবহার করছেন দাদা আপনার এই কবিতায় ছন্দ গুলো দারুণভাবে মিলেছে। দাদা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

বাহ দাদা অনেক সুন্দর আপনার খাতা থেকে একটা কবিতা শেয়ার করেছেন আমাদের সাথে। আপনার কবিতা পড়ে অনেক ভালো লাগলো। তবে ভাইয়া আমি যেটা বুঝি জীবন পরিচালনা তে আলো অন্ধকার দুইটারই প্রয়োজন আমার উক্তি থেকে। যাই হোক ভাইয়া শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।

 2 years ago 

দাদা আপনার কবিতার কোন তুলনা হয় না। আপনার প্রতিটা কবিতা আমার কাছে খুবই ভালো লাগে। আপনি খুবই সুন্দরভাবে কবিতা লেখেন। প্রকৃত কবিদের মতো। আপনার এই কবিতা গুলো পরে আমার খুবই ভালো লাগে। সত্যি কথা জীবন থেকে অন্ধকার দূর হবে একদিন। আর এই অন্ধকার দূর করে যখন আলোর পথে আসবো তখন এই জীবন শান্তিময় হবে। আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

আসলে দাদা পৃথিবীতে কারো জন্য কারুর জীবন থেমে থাকে না। যার যাওয়ার সে যাবে কিন্তু জগতের নিয়মে আমাদের চলতে হবে।

কবিতা টা অনেক সুন্দর হয়েছে। অনেক গভীর এর অর্থ🙂🙂🙂।

 2 years ago 

দাদা আপনি আপনার কবিতার খাতা থেকে খুবই সুন্দর একটি কবিতা শেয়ার করেছেন। কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। আপনার কবিতাগুলো বরাবরই খুব চমৎকার হয় ।আজকেও তার ব্যতিক্রম নয়। আপনার পরবর্তী কবিতার অপেক্ষায় রইলাম।

 2 years ago 

কেউ মুখ বুঝে লড়ে যায়
একটু ভালো থাকার ইশারায়,
কত ভাঙা গড়া হৃদয়ে হৃদয়ে
কে খবর রাখে!

বাস্তবতা যেখানে নিমর্ম, জীবনের যন্ত্রণা যেখানে চাপা পরে থাকে, সেখানে হৃদয়ের ভাঙা গড়ার খবর আড়ালেই থেকে যায় সব সময়। তবে লিখেছেন চমৎকার এই কথা বলতেই হবে। ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.033
BTC 63464.16
ETH 3111.33
USDT 1.00
SBD 3.98