আমাদের স্বার্থপরতা আমাদের খারাপ দিনের এক মাত্র কারণ ।

in আমার বাংলা ব্লগ3 years ago

মানুষের প্রবৃত্তি আসন্ন বিপদে কতটা কর্যকর তা আমাদের প্রাত্যহিক জীবনের প্রচুর উদাহরণ মেলে।গতদিন সোশ্যাল মিডিয়াতে একটি খবর খুব ঘুরছিল।খবর টি হলো দুই দিনের মধ্যে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে পেট্রোল ডিজেল জ্বালানির ব্যাপক সংকট দেখা দেবে।অধিকাংশ পেট্রোল ফিলিং স্টেশন গুলো ড্রাই হয়ে যাবে।গণ পরিবহন ও ব্যক্তিগত পরিবহনের উপর চরম প্রভাব পড়বে।এই মহামারীর বাজারে এই সংকট পরিস্থিতি আরো খারাপ করে তুলবে।

image.png
প্রতীকী ছবি


কেন░এই░সংকট?

পশ্চিমবঙ্গ জ্বালানি সরবরাহ ট্যাংক ফেডারেশন এর ডাকা ধর্মঘট এই সংকট নিয়ে এসেছে।ভারতে বর্তমানে জ্বালানির দাম আকাশ ছোঁয়া।এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার ট্যাংক গুলোর পরিবহন খরচ অনেকটা কমিয়ে দিয়েছে।ফলে ট্যাংক মালিকদের ইনকামে অনেকটা নেতিবাচক প্রভাব পড়েছে।এই মন্দার বাজারে যেখানে ছোট বড় সব ব্যবসা প্রবল ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে সরকারের এই সিদ্ধান্ত আসলেই সময় উপযোগী নয়।দেশের আর্থিক অবস্থা যে একদমই ভালো নয় তারই প্রমাণ এই পরিস্থিতি সৃষ্টিতে।

(っ◔◡◔)っ ♥ সাধারণ মানুষের চিন্তাভাবনা

ফিলিং স্টেশন গুলোতে জ্বালানি পাওয়া যাবে না।এই খবর শোনা মাত্রই আমরা কি পদক্ষেপ নিলাম?আমাদের ঘটি বাটি সব ভর্তি করে জ্বালানি ভরে রাখলাম।কিন্তু বাস্তবিক পক্ষে সেটা তো সম্ভব নয়, তাই আমরা প্রয়োজন না থাকা শর্তেও বাইক চার চাকা সব ট্যাংক ফুল করতে চললাম।কারণ আমরা ব্যক্তিগত ভাবে আসন্ন সংকট থেকে নিজেদের কে সুরক্ষিত রাখতে চাই।এই প্রসঙ্গে কয়েকটি প্রশ্ন চলে আসে।

  • আমরা কি এটা করে পরিস্তিতি উন্নয়ন ঘটাতে সক্ষম হলাম?
  • আসন্ন সংকট এর ব্যাপ্তির বাইরে কি আমরা থাকতে পারলাম?
  • আমাদের এই কার্য কি যুক্তিযুক্ত?

প্রথমে আসি শেষ প্রশ্ন টির ব্যাপারে।আমাদের এই কার্য একদমই যুক্তিপূর্ণ নয়।এটা অনেকটা হাস্যকর এবং অবিবেচক এর মতো কাজ।একজন সুস্থ ও চিন্তাশীল মস্তিষ্ক কখনোই এই কার্য কে সমর্থন করবে না।

প্রথম প্রশ্নের উত্তরে আসে যে পরিস্থিতি আরো খারাপ হলো।এই অসম বন্টন দ্রুত সমগ্র সিস্টেম কে অচল করতে প্রভাবকের কাজ করবে।

আর দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে এটা একদম স্পষ্ট যে আমরা সবাই একটা সিস্টেম এর অংশ ।তার বাইরে আমরা একদমই থাকতে পারিনা।তাই এই অবিবেচক কার্য আমাদের আরো কঠিন বিপদের ফেলে দিলো।

কিন্তু সুখের কথা আজকেই এই ধর্মঘট তুকে নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।আর তাই জ্বালানি ফুরিয়ে যাওয়া সম্ভাবনা আর নেই বললেই চলে।


smallamar.png


Support @amarbanglablog by Delegation your Steem Power

100 SP250 SP500 SP1000 SP2000 SP


Beauty of Creativity. Beauty in your mind.Take it out and let it go.Creativity and Hard working.Discord- https://discord.gg/RX86Cc4FnA
Sort:  
 3 years ago 

দাদা আমাদের এটা পুরনো অভ্যাস। আমাদের এখানেও যখনই কোনো পন্য সংকট এর খবর শোনা যায়। মানুষ সব বাজারে ঝাপিয়ে পড়ে সেটা কেনার জন্য। তাতে করে পরিস্থিতি আরও দ্রুত খারাপ হয়।শুধু আমাদের কথাই বা বলি কেন। দেখলেন না টিকা নিয়ে উন্নত বিশ্বের দেশ গুলি কি করলো। প্রয়োজনের তুলনায় দুই তিন গুণ টিকা নিয়ে বসে আছে। অথচ অনেক দরিদ্র বা স্বল্প আয়ের দেশ টিকার সংকটে ভুগছে। আমরা শুধু নামেই সভ্য হয়েছি। সত্যিকারের সভ্যতা আসলে এখনো অনেক দূর।

 3 years ago 

একদম সঠিক বলেছেন আপনি।এই অভ্যাস আমাদের মজ্জায় মজ্জায় ঢুকে গেছে।

 3 years ago 

দাদা অনেক সুন্দর লিখেছেন।সত্যি বলেছেন দাদা আমাদের স্বার্থপরতাই আমাদের খারাপ দিনের এক মাত্র কারণ।আমাদের এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে।ধন্যবাদ আপনাকে দাদা।

 3 years ago 

একক চিন্তা আসলে কোনো সমস্যার সমাধান নয়।আমাদের সামগ্রিক ভাবে চিন্তা করতে হবে তাহলেই একটা সমাধানের পথ বেরোবে।।সেটাই আমরা করতে চাইনা।।

 3 years ago (edited)

জীবনের কঠিন বাস্তব ঘটনা তুলে ধরার জন্য। এমনিকি বাস্তব পটভূমি তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে

 3 years ago 

অনেক শুভেচ্ছা নিও।।

 3 years ago 

আসলে আমাদের মাথার উপরে যারা বড়ো বড়ো দায়িত্বে থেকে পদক্ষেপ গ্রহণ করেন তাদের সব পদক্ষেপ সবসময় ঠিক নয় , ক্ষমতাসিনদের ভুল পদক্ষেপের ফলে সাধারণ মানুষেরা চরম দুর্ভোগে দিন কাটাই।এরা ক্ষমতাকে অপব্যবহার করে।ধন্যবাদ দাদা সুন্দর বিষয় তুলে ধরার জন্য।

 3 years ago 

যুক্তিপূর্ণ কথা বলছো তুমি।ধন্যবাদ।।

 3 years ago 

একদম সত্যি কথা! কিন্তু কে শুনে এই সকল সত্যি কথা। আসলে আমাদের সরকার প্রধানরা সব সময়ই এই রকম করে থাকেন, সময়ের সিদ্ধান্ত অসময়ে নেন এবং সব কিছু সাধারন মানুষদের উপর চাপিয়ে দেন। স্বার্থপরের মতো অন্যের মাথায় কাঠাল ভেঙ্গে খেতে আমরা খুব বেশী ভালোবাসি কারন আমাদের বিবেকের মাঝে ক্যান্সারের ভাইরাস বাসা বেধেছে।

 3 years ago 

😀এটাই অলিখিত নিয়ম হয়ে গেছে।আমরা আমজনতা আমরা শুধু ভুগবো।।ধন্যবাদ আপনাকে।।

 3 years ago 

দাদা মানুষের অভ্যাসে পরিণত হয়ছে ব্যাপারটা।সংকট দেখা দিলে ১ প্যাকেট লবণের জায়গায় ১০ প্যাকেট লবণ ক্রয় করে।যার কারণে পরিস্থিতি অস্বাভাবিক হয়ে পড়ে।ধন্যবাদ দাদা।

 3 years ago 

গুজব এর প্রতি আমাদের ব্যাপক দুর্বলতা রয়েছে।একটা ভালো পয়েন্ট উল্লেখ করেছেন।ধন্যবাদ আপনাকে।।

 3 years ago 

দেশটাকে অনেক চড়াই-উতরাই পার করে সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে। সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সুস্থ পরিবেশের অপেক্ষায় প্রতিনিয়তই দিন গুনে চলেছি।

 3 years ago 

আস্তে আস্তে এই অব্যবস্থাপনা দূর হবে এই প্রত্যাশা রাখি।ধন্যবাদ আপনাকে।।

 3 years ago 

আমাদের এখানেও একই অবস্থা হয়ে থাকে এবং এইসবের জন্য সাধারণ মানুষকে মাঝে ভালোই ঝামেলা পোহাতে হয়। তবে খুবই বাস্তবিক ঘটনা তুলে ধরেছেন ভাই । শুভেচ্ছা রইল ভাই।

 3 years ago 

যে দেশের জনগণ যেমন সেই দেশের সরকার তেমন।তাই আমাদের কেই আগে ঠিক হতে হবে।ধন্যবাদ আপনাকে।।

 3 years ago 

স্বার্থপরতার চিন্তাই আমাদের খারাপ পথে নিয়ে যায় নিঃসন্দেহে সত্য বলেছেন।

 3 years ago (edited)

নিজের স্বার্থের দিকে লক্ষ্য রাখা অন্যায় নয় তবে সেটা সামগ্রিক ভাবে কোনো সমস্যা সৃষ্টি না করে সেটা দেখতে হবে।ধন্যবাদ আপনাকে।।

 3 years ago 

আমরা বাঙালি জাতি। শুনো কিছু না বুঝে গুজব ছড়াই।।।

 3 years ago 

গুজবে কান দিতে আমাদের জুড়ি নেই।ধন্যবাদ আপনাকে।।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 60191.71
ETH 2410.52
USDT 1.00
SBD 2.43